কলকাতা, 19 ফেব্রুয়ারি : এবিজি শিপইয়ার্ড কেলেঙ্কারি (ABG shipyard Bank fraud) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস । রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় শনিবার সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্রীয় সরকারের মদত না থাকলে এত বড় কেলেঙ্কারি সম্ভব ছিল না এবং কেলেঙ্কারিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়েও যেতে পারত না (TMC Attacks Modi Govt on ABG shipyard Bank fraud) ।
তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই এবিজি শিপইয়ার্ড কেলেঙ্কারি নায়কদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে । এবিজিকে দেওয়া ঋণ অনুৎপাদক সম্পদ বা এনপিএ (non performing asset) বলে ঘোষিত হয় 2016-র জুলাই মাসে । এর একবছর পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কোম্পানি ল ট্রাইবুনালের দ্বারস্থ হয় ।’’
তাঁর অভিযোগ, ‘‘এর আগে কেন্দ্রীয় সরকার বিজয় মালিয়া এবং নীরব মোদির মতো ঋণখেলাপিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে ৷ তাঁদের আজও খুঁজে পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।’’ তাই তিনি মনে করেন, 23,000 কোটি টাকার মতো এত বড় আর্থিক কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের মদত ছাড়া সম্ভব নয় ৷
কেন্দ্রের অধীনস্থ বিমা সংস্থা লাইফ ইন্সুব়েন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বা এলআইসি-র (LICI) শেয়ার বিলগ্নিকরণ নিয়েও সরব হয়েছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, "এই কেন্দ্রীয় সরকার এর আগেও বহু লাভজনক সংস্থা বিক্রি করে দিয়েছেন । এবার তাঁদের নজর পড়েছে লাইফ ইন্সুব়্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো লাভজনক সংস্থার উপর । এমনকি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত বেঙ্গল কেমিক্যালসও বেচে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার ৷"
আরও পড়ুন : Firhad Hakim Attacks CPM : রাজ্যে শিক্ষার বেসরকারিকরণ প্রসঙ্গে সিপিএমকে পাল্টা আক্রমণ ফিরহাদের