ETV Bharat / bharat

Afghanistan development : 500-র বেশি প্রজেক্টের দায়িত্বে ভারত, রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে বললেন টিএস তিরুমূর্তি - টিএস ত্রিমূর্তি

আফগানিস্তানে তালিবান গোষ্ঠী সরকার গড়েছে ৷ তাই ফের জাতীয় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রায় সব দেশ ৷ এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি জানালেন আফগানবাসীর সার্বিক উন্নতিতে ভারত সব সময় জোর দিয়েছে ৷ এমনকি গত বছর 75 হাজার মেট্রিক টন গম পাঠানো হয়েছে প্রতিবেশী দেশে ৷

টিএস তিরুমূর্তি
টিএস তিরুমূর্তি
author img

By

Published : Sep 10, 2021, 10:28 AM IST

নিউইয়র্ক, 10 সেপ্টেম্বর : আফগানিস্তানে সরকার গড়েছে তালিবান ৷ সে নিয়ে দুশ্চিন্তায় বিশ্বের সব দেশ ৷ এ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি (Permanent Representative to United Nations) টিএস তিরুমূর্তি (TS Tirumurti) জানালেন, তালিবান যেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থলে পরিণত না করে, অথবা কোনও জঙ্গিকার্যকলাপে অর্থের জোগান না দেয় ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একথা জানান ৷

সেখানে তিনি আরও জানান, বিগত দশকে আফগানিস্তানের উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তা সংযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষির মতো বহু প্রজেক্টে ভারত কাজ করেছে ৷ আফগানিস্তানের মানুষের সার্বিক উন্নতিতে ভারত জোর দিয়েছে ৷ এমনকি আফগানিস্তানের 34টি প্রদেশের প্রত্যেকটি মিলিয়ে 500-র বেশি প্রজেক্টের দায়িত্ব নিয়েছে ভারত ৷ তিনি বলেন, "গতবছর মানবিকতার খাতিরে আফগানিস্তানে 75 হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে ভারত ৷"

আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

নিরাপত্তা পরিষদের বৈঠকে "সিকিউরিটি কাউন্সিল রেজোলিউশন 2593"-র (Security Council Resolution 2593) কথা উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রসঙ্ঘের "অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান" (United Nations Assistance Mission in Afghanistan, UNAMA) অনুযায়ী তালিবান গোষ্ঠী কথা দিয়েছে কোনও আফগানবাসী দেশ ছাড়তে চাইলে, তাঁকে বাধা দেবে না তারা ৷ তিনি বলেন, "আমরা আশা করি, এই প্রতিশ্রুতিগুলো মেনে চলা হবে ৷ আফগানিস্তান থেকে আফগান এবং অন্য দেশের নাগরিকেরা নিরাপদে, সুরক্ষিত ভাবে এবং শৃঙ্খলা মেনে আফগানিস্তান ছেড়ে আসতে পারবেন ৷"

ইতিমধ্যে, দেশে সরকার গড়লেও ক্রমাগত বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে তালিবানদের ৷ যুদ্ধ-বিধ্বস্ত দেশের সমাজকর্মী, সাংবাদিক, মহিলারা অকুতোভয় হয়ে রাস্তায় নেমেছেন তালিবানদের বিরুদ্ধে ৷

নিউইয়র্ক, 10 সেপ্টেম্বর : আফগানিস্তানে সরকার গড়েছে তালিবান ৷ সে নিয়ে দুশ্চিন্তায় বিশ্বের সব দেশ ৷ এ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি (Permanent Representative to United Nations) টিএস তিরুমূর্তি (TS Tirumurti) জানালেন, তালিবান যেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থলে পরিণত না করে, অথবা কোনও জঙ্গিকার্যকলাপে অর্থের জোগান না দেয় ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একথা জানান ৷

সেখানে তিনি আরও জানান, বিগত দশকে আফগানিস্তানের উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তা সংযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষির মতো বহু প্রজেক্টে ভারত কাজ করেছে ৷ আফগানিস্তানের মানুষের সার্বিক উন্নতিতে ভারত জোর দিয়েছে ৷ এমনকি আফগানিস্তানের 34টি প্রদেশের প্রত্যেকটি মিলিয়ে 500-র বেশি প্রজেক্টের দায়িত্ব নিয়েছে ভারত ৷ তিনি বলেন, "গতবছর মানবিকতার খাতিরে আফগানিস্তানে 75 হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে ভারত ৷"

আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

নিরাপত্তা পরিষদের বৈঠকে "সিকিউরিটি কাউন্সিল রেজোলিউশন 2593"-র (Security Council Resolution 2593) কথা উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রসঙ্ঘের "অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান" (United Nations Assistance Mission in Afghanistan, UNAMA) অনুযায়ী তালিবান গোষ্ঠী কথা দিয়েছে কোনও আফগানবাসী দেশ ছাড়তে চাইলে, তাঁকে বাধা দেবে না তারা ৷ তিনি বলেন, "আমরা আশা করি, এই প্রতিশ্রুতিগুলো মেনে চলা হবে ৷ আফগানিস্তান থেকে আফগান এবং অন্য দেশের নাগরিকেরা নিরাপদে, সুরক্ষিত ভাবে এবং শৃঙ্খলা মেনে আফগানিস্তান ছেড়ে আসতে পারবেন ৷"

ইতিমধ্যে, দেশে সরকার গড়লেও ক্রমাগত বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে তালিবানদের ৷ যুদ্ধ-বিধ্বস্ত দেশের সমাজকর্মী, সাংবাদিক, মহিলারা অকুতোভয় হয়ে রাস্তায় নেমেছেন তালিবানদের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.