ETV Bharat / bharat

শুরু টিকা উৎসব, প্রতিষেধকের খামতি নিয়ে উঠছে প্রশ্ন - coronavirus vaccine

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় টিকা উৎসবের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইমতো রবিবার থেকে টিকা উৎসব শুরু হয়েছে ৷ চারদিনব্যাপী উৎসব চলবে ৷

টিকা উৎসব
টিকা উৎসব
author img

By

Published : Apr 11, 2021, 1:06 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : দেশে আজ থেকে শুরু টিকা উৎসব ৷ টিকাকরণের আওতায় যাঁরা রয়েছেন, বেশিমাত্রায় তাঁদের টিকা দেওয়া এই উৎসবের লক্ষ্য ৷ 14 এপ্রিল পর্যন্ত উৎসব চলবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে টিকা উৎসবে যোগদানের জন্য বিশেষ আবেদন করেছিলেন ৷

একদিকে যখন বিভিন্ন রাজ্য করোনার টিকার আকালের কথা বলছে, সেইসময় দেশজুড়ে টিকা উৎসব শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় টিকাকরণে জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এক বিবৃতিতেও তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, "প্রত্যেককে টিকা দিতে হবে ৷ প্রত্যেকের চিকিৎসা করাতে হবে ৷ প্রত্যেককে বাঁচাতে হবে ৷"

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে টিকার হাহাকার দেখা দিয়েছে, সেখানে এই উৎসব আদৌও কতটা প্রাসঙ্গিক? সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক তাদের প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু তাতেও পর্যাপ্ত ডোজ় পেতে প্রায় দেড় মাস সময় লাগবে ৷ এদিকে করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিন লাফিয়ে বাড়ছে ৷ সমস্ত রেকর্ড ভেঙে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত এক লাখ 52 হাজার 879 জন ৷ পরিস্থিতি বুঝে বিভিন্ন রাজ্য ইতিমধ্যে সপ্তাহান্তে লকডাউন ও নাইট কারফিউ জারি করেছে ৷ কিন্তু তাতেও কতটা কার্যকরী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : এখন সময় দ্রুত টিকাকরণের

প্রতিষেধক বণ্টনে কেন্দ্রের নীতি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে ৷ উদাহরণস্বরূপ অ-বিজেপি রাজ্যগুলির অভিযোগ, স্বজনপোষণ করছে মোদি সরকার ৷ অর্থাৎ বিজেপিশাসিত রাজ্যগুলিতে করোনা প্রতিষেধক বণ্টনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্য বার বার এই অভিযোগ করেছে ৷

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, 40 লাখের বেশি করোনার টিকার ডোজ় বিভিন্ন রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র ৷ এতে আগামী 10 দিন মতো টিকাকরণ সম্ভব ৷ কিন্তু তারপর?

  • आज से हम सभी, देशभर में टीका उत्सव की शुरुआत कर रहे हैं। कोरोना के खिलाफ लड़ाई के इस चरण में देशवासियों से मेरे चार आग्रह हैं… https://t.co/8zXZ0bqYgl

    — Narendra Modi (@narendramodi) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ

দেশে এখনও পর্যন্ত 10 কোটি মানুষের টিকাকরণ হয়েছে ৷ চলতি বছরের শুরু থেকে দেশে টিকাকরণ শুরু হয়েছে ৷ মাত্র 85 দিনে এই বিপুল পরিমাণ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে ৷ যেখানে অ্যামেরিকার 89 দিন লেগেছে এবং চিনের 102 দিন লেগেছে ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল : দেশে আজ থেকে শুরু টিকা উৎসব ৷ টিকাকরণের আওতায় যাঁরা রয়েছেন, বেশিমাত্রায় তাঁদের টিকা দেওয়া এই উৎসবের লক্ষ্য ৷ 14 এপ্রিল পর্যন্ত উৎসব চলবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে টিকা উৎসবে যোগদানের জন্য বিশেষ আবেদন করেছিলেন ৷

একদিকে যখন বিভিন্ন রাজ্য করোনার টিকার আকালের কথা বলছে, সেইসময় দেশজুড়ে টিকা উৎসব শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় টিকাকরণে জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এক বিবৃতিতেও তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, "প্রত্যেককে টিকা দিতে হবে ৷ প্রত্যেকের চিকিৎসা করাতে হবে ৷ প্রত্যেককে বাঁচাতে হবে ৷"

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে টিকার হাহাকার দেখা দিয়েছে, সেখানে এই উৎসব আদৌও কতটা প্রাসঙ্গিক? সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক তাদের প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু তাতেও পর্যাপ্ত ডোজ় পেতে প্রায় দেড় মাস সময় লাগবে ৷ এদিকে করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিন লাফিয়ে বাড়ছে ৷ সমস্ত রেকর্ড ভেঙে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত এক লাখ 52 হাজার 879 জন ৷ পরিস্থিতি বুঝে বিভিন্ন রাজ্য ইতিমধ্যে সপ্তাহান্তে লকডাউন ও নাইট কারফিউ জারি করেছে ৷ কিন্তু তাতেও কতটা কার্যকরী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : এখন সময় দ্রুত টিকাকরণের

প্রতিষেধক বণ্টনে কেন্দ্রের নীতি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে ৷ উদাহরণস্বরূপ অ-বিজেপি রাজ্যগুলির অভিযোগ, স্বজনপোষণ করছে মোদি সরকার ৷ অর্থাৎ বিজেপিশাসিত রাজ্যগুলিতে করোনা প্রতিষেধক বণ্টনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্য বার বার এই অভিযোগ করেছে ৷

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, 40 লাখের বেশি করোনার টিকার ডোজ় বিভিন্ন রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র ৷ এতে আগামী 10 দিন মতো টিকাকরণ সম্ভব ৷ কিন্তু তারপর?

  • आज से हम सभी, देशभर में टीका उत्सव की शुरुआत कर रहे हैं। कोरोना के खिलाफ लड़ाई के इस चरण में देशवासियों से मेरे चार आग्रह हैं… https://t.co/8zXZ0bqYgl

    — Narendra Modi (@narendramodi) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ

দেশে এখনও পর্যন্ত 10 কোটি মানুষের টিকাকরণ হয়েছে ৷ চলতি বছরের শুরু থেকে দেশে টিকাকরণ শুরু হয়েছে ৷ মাত্র 85 দিনে এই বিপুল পরিমাণ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে ৷ যেখানে অ্যামেরিকার 89 দিন লেগেছে এবং চিনের 102 দিন লেগেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.