মাদিকেরি (কর্ণাটক), 13 ফেব্রুয়ারি: মর্মান্তিক ঘটনা ঘটেছে কর্ণাটকের কোডাগু জেলায় । সেখানে আবারও বাঘের আক্রমণের (Tiger Attack) ঘটনা সামনে এসেছে । মাত্র 24 ঘণ্টায় বাঘের হানায় দু’জন নিহত হয়েছেন ৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে, যে দু’জনকে বাঘটি মেরেছে, তাঁদের মধ্যে একজন বালক ও অন্যজন বৃদ্ধ ৷ বাড়ির সামনে খেলার সময় ওই বালক বাঘের হানায় মারা যায় ৷ আর কাজে যাওয়া বাঘের হানায় মৃত্যু হয় ওই বৃদ্ধের । ঘটবাটি ঘটেছে পোন্নামপেট তালুকের কুট্টার কাছে পাল্লারি গ্রামে ৷
বাঘের হানায় বালকের মৃত্যু: রবিবার কে বাদাগা গ্রাম পঞ্চায়েতের অধীনে চুরিকাডু নেলির পুনাচ্চার বাড়িতে কাজ করতে গিয়েছিল ওই বালক ও তার বাবা-মা । সন্ধ্যা 6-7টার দিকে ছেলেটি কফি বাগানের সামনে খেলছিল । সেই সময়ই বাঘটি ওই বালকের উপর আক্রমণ করে ৷ সেখানেই ছেলেটিকে মেরে ফেলে ৷ গ্রামবাসীরা আতঙ্কিত কারণ যে বাঘটি গবাদি পশুকে আক্রমণ করছিল, সেই বাঘটি এখন এই বালককে মেরে ফেলেছে ।
বাঘের আক্রমণে যে বালকের মৃত্যু হয়েছে (Boy Died due to Tiger Attack), তার নাম চেতন ৷ তার বয়স 12 বছর৷ হুনসুরের কাছে অবস্থিত পাঁচভল্লি গ্রাম থেকে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন তার মা ও বাবা ৷ কিন্তু কর্মস্থলে মর্মান্তিকভাবে ছেলেকে হারিয়ে তাঁরা শোকস্তব্ধ ৷ অভিযোগ, বাঘের হানার খবর পাওয়ার পরও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেননি ৷ সেই কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা । পরে বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন । তখন গ্রামবাসী ও মৃতের মা-বাবা দেহে ঘিরে বিক্ষোভ দেখান ৷
বৃদ্ধকে টেনে নিয়ে গেল বাঘ: দক্ষিণ কোডাগুতে আবারও বাঘের আক্রমণ অব্যাহত রয়েছে । কুট্টা গ্রামের পাল্লারিতে বাঘের আক্রমণে নিহতের নাম রাজু (70) । সোমবার সকাল 7টায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । নিহত রাজু খামারের কাজে কুট্টগ্রামে আসেন । বাগানে কাজ করার সময় বাঘ তাঁকে আক্রমণ করে টেনে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের (Forest Department) আধিকারিকরা । পর পর দু’টি ঘটনা ঘটায় বাঘটিকে তৎপর হয়েছে বন দফতর ৷