নয়াদিল্লি, 30 মে : শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল এবং গামিনী সিংলা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়লেন এই তিন মহিলা ৷ সোমবার প্রকাশিত হয়েছে 2021 সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার ফল ৷ এই পরীক্ষাতেই যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন এই 'তিন কন্যা' (three woman scores top three position in UPSC Civil Service Examination) ৷ চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্য্যা ভর্মা ৷ পঞ্চম স্থানে আছেন উৎকর্ষ দ্বিবেদী ৷
ইউপিএসসি আয়োজিত এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 685 জন ৷ উত্তীর্ণদের মধ্যে 244 জন জেনারেল ক্যাটাগরির, 73 জন আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণির, 203 জন্য ওবিসি শ্রেণিভুক্ত, 105 জন তফশিলি জাতি ও 60 জন তফশিলি উপজাতিভুক্ত ৷
আরও পড়ুন : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির
চলতি বছরের জানুয়ারিতে ইউপিএসসি'র সিভিল সার্ভিস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ এপ্রিল ও মে মাসে হয় ইন্টারভিউ পরীক্ষা ৷ প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ এই তিনটি ধাপে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে থাকে ইউপিএসসি ৷ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) ও ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এই তিন পদের জন্য সর্বভারতীয় স্তরে সিভিল সার্ভিস পরীক্ষা নেয় ইউপিএসসি ৷