ETV Bharat / bharat

UP Accident Due to Fog: ঘন কুয়াশায় রায়বরেলিতে দুর্ঘটনা; মৃত 3, আহত 5

ঘন কুয়াশায় উত্তরপ্রদেশের রায়বরেলিতে (UP Accident Due to Fog) দুর্ঘটনা ঘটল ৷ একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনজনের (Raeareilly road accident)৷ আহত হলেন 5 জন ৷

author img

By

Published : Jan 11, 2023, 1:28 PM IST

UP road accident ETV Bharat
উত্তরপ্রদেশে দুর্ঘটনা

রায়বরেলি, 11 জানুয়ারি: কুয়াশার দাপটে দুর্ঘটনার ফলে উত্তরপ্রদেশের রায়বরেলিতে (UP Accident Due to Fog) মৃত্যু হল তিনজনের । রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ধাক্কা মারে একটি ডাম্পার ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছেন 5 জন ৷ মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানা এলাকার খাগিয়া খেদা গ্রামের কাছে বান্দা বাহরাইচ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ রাস্তার পাশের চায়ের দোকানে উপস্থিত কয়েকজনকে ধাক্কা মারে সেই ডাম্পার ৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় (Raeareilly road accident)৷

মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানার অন্তর্গত বান্দা বাহরাইচ জাতীয় সড়কের খাগিয়া খেদা গ্রামের কাছে একটি চায়ের দোকানে চা পান করছিলেন গ্রামের প্রায় 12 জন । ভোরবেলা ঘন ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক । ফলে দৃশ্যমানতা কম ছিল ৷ এই কুয়াশার মধ্যেই হঠাৎ দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার চায়ের দোকানের দিকে ধেয়ে আসে ৷ এতটা আচমকা ঘটনাটি ঘটে যে চায়ের দোকানে উপস্থিত গ্রামবাসীরা পালানোর সুযোগ পাননি ৷ তাঁদের সোজা এসে ধাক্কা মারে ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই ৩ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গুরুতর আহত হন 5 জন ।

আরও পড়ুন: দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে

খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য সিএইচসিতে পাঠায় । গ্রামের প্রাক্তন প্রধান তিলক সিং জানান, গ্রামের কিছু মানুষ চায়ের দোকানে চা খাচ্ছিল । সেই সময় একটি ডাম্পার হঠাৎ দোকানে ঢুকে পড়ে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও পাঁচজন আহত হন । ডাম্পার চালককে হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ডাম্পারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে । ডাম্পারের চালক সুনীল কানপুরের বাসিন্দা ৷ তিনি জানান, কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না ৷ সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, ডাম্পারটি কানপুরের রামাদেবী নামে এক ব্যক্তির ৷

রায়বরেলি, 11 জানুয়ারি: কুয়াশার দাপটে দুর্ঘটনার ফলে উত্তরপ্রদেশের রায়বরেলিতে (UP Accident Due to Fog) মৃত্যু হল তিনজনের । রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ধাক্কা মারে একটি ডাম্পার ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছেন 5 জন ৷ মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানা এলাকার খাগিয়া খেদা গ্রামের কাছে বান্দা বাহরাইচ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ রাস্তার পাশের চায়ের দোকানে উপস্থিত কয়েকজনকে ধাক্কা মারে সেই ডাম্পার ৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় (Raeareilly road accident)৷

মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানার অন্তর্গত বান্দা বাহরাইচ জাতীয় সড়কের খাগিয়া খেদা গ্রামের কাছে একটি চায়ের দোকানে চা পান করছিলেন গ্রামের প্রায় 12 জন । ভোরবেলা ঘন ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক । ফলে দৃশ্যমানতা কম ছিল ৷ এই কুয়াশার মধ্যেই হঠাৎ দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার চায়ের দোকানের দিকে ধেয়ে আসে ৷ এতটা আচমকা ঘটনাটি ঘটে যে চায়ের দোকানে উপস্থিত গ্রামবাসীরা পালানোর সুযোগ পাননি ৷ তাঁদের সোজা এসে ধাক্কা মারে ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই ৩ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গুরুতর আহত হন 5 জন ।

আরও পড়ুন: দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে

খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য সিএইচসিতে পাঠায় । গ্রামের প্রাক্তন প্রধান তিলক সিং জানান, গ্রামের কিছু মানুষ চায়ের দোকানে চা খাচ্ছিল । সেই সময় একটি ডাম্পার হঠাৎ দোকানে ঢুকে পড়ে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও পাঁচজন আহত হন । ডাম্পার চালককে হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ডাম্পারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে । ডাম্পারের চালক সুনীল কানপুরের বাসিন্দা ৷ তিনি জানান, কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না ৷ সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, ডাম্পারটি কানপুরের রামাদেবী নামে এক ব্যক্তির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.