ETV Bharat / bharat

Jharkhand Lightning Incident: ঝাড়খণ্ডে বজ্রপাত, তিন শিশু-সহ এক মহিলার মৃত্যু

ঝাড়খণ্ডে শনিবার থেকে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে ৷ যার ফলে বজ্রপাতে তিন শিশু-সহ এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By PTI

Published : Oct 2, 2023, 9:07 AM IST

জামতারা (ঝাড়খণ্ড), 2 অক্টোবর: রবিবার সন্ধ্যায় বজ্রপাতে মৃত্যু হল তিন শিশু-সহ এক মহিলার ৷ ঝাড়খণ্ডের জামতারা জেলার নারায়ণপুর থানার কাছে এক গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ নারায়ণপুর থানার ইনচার্জ দিলীপ কুমার বলেন, "বজ্রপাতে 40 বছরের এ মহিলা ও তিনজন শিশু মারা গিয়েছে ৷ শিশুদের বয়স দেড় বছর থেকে সাত বছরের মধ্যে ৷"

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানী রাঁচি-সহ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশের এই লাগাতার বৃষ্টি জনজীবনকে প্রভাবিত করেছে। রবিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিচু এলাকায় জল জমতে শুরু করেছে ৷ শনিবার সকাল 8.30 থেকে রবিবার বিকেল 5.30টা পর্যন্ত রাঁচিতে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

করম টলি চক, রিমস এবং কোকর রোডের মধ্যে প্রসারিত এবং কাঁকে রোড-সহ রাঁচির বেশ কিছু অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে ৷ রাস্তা জলমগ্ন হওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে ৷ রাঁচি আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ অভিষেক আনন্দ বলেন, "নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ এবং ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপ ৷ আগামী 24 ঘন্টার তা ধীরে ধীরে আরও উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে ৷"

আরও পড়ুন: বৃষ্টি চলবে আরও পাঁচদিন! মহালয়ার পর বর্ষা বিদায়ের সম্ভাবনা

তিনি আরও জানিয়েছেন, রবিবার রাজ্যে গড়ে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল 8.30 মিনিট থেকে রবিবার সকাল 8.30টা পর্যন্ত বোকারো জেলার তেনুঘাটে সর্বোচ্চ 113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার রাঁচি, রামগড়, গুমলা, লোহারদাগা এবং হাজারিবাগ জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। 4 অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ৷ লোহারদাগা, গুমলা এবং সিমডেগায় জারি হয়েছে কমলা সতর্কতা।

জামতারা (ঝাড়খণ্ড), 2 অক্টোবর: রবিবার সন্ধ্যায় বজ্রপাতে মৃত্যু হল তিন শিশু-সহ এক মহিলার ৷ ঝাড়খণ্ডের জামতারা জেলার নারায়ণপুর থানার কাছে এক গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ নারায়ণপুর থানার ইনচার্জ দিলীপ কুমার বলেন, "বজ্রপাতে 40 বছরের এ মহিলা ও তিনজন শিশু মারা গিয়েছে ৷ শিশুদের বয়স দেড় বছর থেকে সাত বছরের মধ্যে ৷"

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানী রাঁচি-সহ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশের এই লাগাতার বৃষ্টি জনজীবনকে প্রভাবিত করেছে। রবিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিচু এলাকায় জল জমতে শুরু করেছে ৷ শনিবার সকাল 8.30 থেকে রবিবার বিকেল 5.30টা পর্যন্ত রাঁচিতে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

করম টলি চক, রিমস এবং কোকর রোডের মধ্যে প্রসারিত এবং কাঁকে রোড-সহ রাঁচির বেশ কিছু অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে ৷ রাস্তা জলমগ্ন হওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে ৷ রাঁচি আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ অভিষেক আনন্দ বলেন, "নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ এবং ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপ ৷ আগামী 24 ঘন্টার তা ধীরে ধীরে আরও উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে ৷"

আরও পড়ুন: বৃষ্টি চলবে আরও পাঁচদিন! মহালয়ার পর বর্ষা বিদায়ের সম্ভাবনা

তিনি আরও জানিয়েছেন, রবিবার রাজ্যে গড়ে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল 8.30 মিনিট থেকে রবিবার সকাল 8.30টা পর্যন্ত বোকারো জেলার তেনুঘাটে সর্বোচ্চ 113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার রাঁচি, রামগড়, গুমলা, লোহারদাগা এবং হাজারিবাগ জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। 4 অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ৷ লোহারদাগা, গুমলা এবং সিমডেগায় জারি হয়েছে কমলা সতর্কতা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.