লখনউ, 12 ডিসেম্বর: নমামি গঙ্গে এবং গ্রামীণ জল সরবরাহ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি (Principal Secretary) অনুরাগ শ্রীবাস্তবের কাছ থেকে 80 লাখ টাকা তোলা (UP Extortion Case) দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল লখনউয়ের সাইবার থানার পুলিশ ৷ অভিযুক্তরা শ্রীবাস্তব ও তাঁর পরিবারে সদস্যদের ব্যক্তিগত তথ্য হ্যাক করে তা ফাঁস করে দেওয়ার হুমকি দিত বলে অভিযোগ । অভিযুক্ত তিনজনই গ্রামীণ জল সরবরাহ বিভাগে চুক্তিতে কাজ করতেন ।
সাইবার ক্রাইম থানার ইনচার্জ মহম্মদ মুসলিম খা বলেছেন যে, অভিযুক্ত তিন যুবক প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ শ্রীবাস্তব এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি ই-মেইল পাঠিয়ে তোলা দাবি করেছিলেন ৷ তাঁদের উপর নজরদারি চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে । অভিযুক্তরা হলেন লখনউয়ের উজাইথিয়া বাজারের বাসিন্দা অমিত প্রতাপ সিং, এলডেকো সৌভাগ্যম বৃন্দাবনের বাসিন্দা রজনীশ নিগম এবং গোমতীনগরের বাসিন্দা হার্দিক খান্না । পুলিশের তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনই গ্রামীণ জল সরবরাহ দফতরের ঠিকাদারী কর্মী । তিনজনই অফিসে সার্ভারের কাজ দেখাশোনা করতেন ।
আরও পড়ুন: মোদিকে হত্যার জন্য প্রস্তুত হোন, বিতর্কিত মন্তব্যে এফআইআর-এর মুখে কংগ্রেস নেতা
বিভাগ থেকে পাওয়া কিছু তথ্যের বিকৃতি ঘটিয়ে অভিযুক্তরা প্রিন্সিপাল সেক্রেটারিকে হুমকি ই-মেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ । এ ছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি এবং তাঁর পরিবারের চার সদস্যের ই-মেইল আইডি এবং ডেটা হ্যাক করে তাঁদের কাছ থেকে প্রায় 80 লক্ষ বিটকয়েন তোলা চাওয়া হয়েছিল । অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, 21 নভেম্বর ফোনে একটি মেসেজ পান তিনি ৷ সেখানেই দেখা যায় এসবিআই-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রায় 49,999 টাকার তোলা হয়েছে । এ নিয়ে অনুরাগ শ্রীবাস্তব অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্লক করার চেষ্টা করলেও তা ব্লক করা যায়নি । এরপর তিনি ব্যাংকে যোগাযোগ করে কার্ড ও অ্যাকাউন্ট ব্লক করে দেন ।