ETV Bharat / bharat

Chandigarh University Video Row: ছাত্রীদের স্নানের ভিডিয়ো ফাঁসে ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজত - চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিয়ো ফাঁসের (Chandigarh University Video Row) ঘটনায় রবিবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয় ৷ তাঁদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে (Seven Days Police Custody) পাঠানোর নির্দেশ দেয় আদালত ৷

three accused sent to Seven Days Police Custody in Chandigarh University Video Row
Chandigarh University Video Row: ভিডিয়ো ফাঁসে ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজত
author img

By

Published : Sep 19, 2022, 8:15 PM IST

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিয়ো ফাঁসের (Chandigarh University Video Row) ঘটনায় ধৃত তিন অভিযুক্তকেই সাতদিনের জন্য পুলিশ হেফাজতে (Seven Days Police Custody) পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ সোমবার খারারের আদালত এই নির্দেশ দিয়েছে ৷

উল্লেখ্য, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের ভিডিয়ো ফাঁসের ঘটনায় রবিবারই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে এক তরুণীও রয়েছেন ৷ ঘটনায় অভিযুক্ত দুই তরুণ আদতে হিমাচলপ্রদেশের সিমলার বাসিন্দা ৷ তাঁদের সকলের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন পঞ্জাব পুলিশের ডিজি

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে যন্ত্রের সাহায্যে ওই ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল, এবং যে যন্ত্র থেকে সেটি অন্যদের পাঠানো হয়েছিল, সেগুলি এখনও অভিযুক্তদের কাছেই রয়েছে ৷ পুলিশ সেগুলি উদ্ধার করতে চায় ৷ তাই ধৃতদের আদালতে পেশ করে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা ৷ এদিনের শুনানি পর্ব চলাকালীন যাতে আদালতের ভিতরে বা বাইরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগে থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

এদিকে, এই প্রেক্ষাপটে এখনও থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্যই আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তবে, তাতে উত্তেজনা খুব একটা প্রশমিত হয়নি ৷ এখনও পড়ুয়াদের অনেকেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ অনেকে আবার ইতিমধ্যেই ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷ আরও অনেকে বাড়ি ফিরে যাবেন বলে দাবি সূত্রের ৷ অন্যদিকে, ছাত্রীদের হস্টেলের ওয়ার্ডেন এবং কর্মীদের সাসপেন্ড করা হয়েছে ৷

প্রসঙ্গত, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার দায় নিতে চায়নি ৷ তাতে উত্তেজনা আরও বেড়েছে ৷ এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ ৷

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিয়ো ফাঁসের (Chandigarh University Video Row) ঘটনায় ধৃত তিন অভিযুক্তকেই সাতদিনের জন্য পুলিশ হেফাজতে (Seven Days Police Custody) পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ সোমবার খারারের আদালত এই নির্দেশ দিয়েছে ৷

উল্লেখ্য, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের ভিডিয়ো ফাঁসের ঘটনায় রবিবারই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে এক তরুণীও রয়েছেন ৷ ঘটনায় অভিযুক্ত দুই তরুণ আদতে হিমাচলপ্রদেশের সিমলার বাসিন্দা ৷ তাঁদের সকলের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন পঞ্জাব পুলিশের ডিজি

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে যন্ত্রের সাহায্যে ওই ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল, এবং যে যন্ত্র থেকে সেটি অন্যদের পাঠানো হয়েছিল, সেগুলি এখনও অভিযুক্তদের কাছেই রয়েছে ৷ পুলিশ সেগুলি উদ্ধার করতে চায় ৷ তাই ধৃতদের আদালতে পেশ করে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা ৷ এদিনের শুনানি পর্ব চলাকালীন যাতে আদালতের ভিতরে বা বাইরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগে থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

এদিকে, এই প্রেক্ষাপটে এখনও থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্যই আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তবে, তাতে উত্তেজনা খুব একটা প্রশমিত হয়নি ৷ এখনও পড়ুয়াদের অনেকেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ অনেকে আবার ইতিমধ্যেই ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷ আরও অনেকে বাড়ি ফিরে যাবেন বলে দাবি সূত্রের ৷ অন্যদিকে, ছাত্রীদের হস্টেলের ওয়ার্ডেন এবং কর্মীদের সাসপেন্ড করা হয়েছে ৷

প্রসঙ্গত, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার দায় নিতে চায়নি ৷ তাতে উত্তেজনা আরও বেড়েছে ৷ এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.