ETV Bharat / bharat

Yogi Adityanath: পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে, জানালেন যোগী - যোগী আদিত্যনাথের খবর

পাকিস্তানের জয় (Pakistan's Win) সেলিব্রেট করায় অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন ৷

Those celebrating Pakistan's win in T20 World Cup will face sedition charges, says UP CM Yogi Adityanath
পাকিস্তানের জয় সেলিব্রেট করা ছাত্রদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা যোগীর
author img

By

Published : Oct 28, 2021, 1:11 PM IST

লখনউ, 28 অক্টোবর: 24 অক্টোবর টি-20 বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়কে যাঁরা সেলিব্রেট করেছেন, তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করা হবে ৷ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি ৷ সেই খবরের লিঙ্ক আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টও করা হয়েছে ৷

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে প্রতিবেশী দেশের হয়ে স্লোগান তোলার জন্য গতকালই আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের তিন জন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ৷ তারই প্রেক্ষিতে এ কথা বলেছেন আদিত্যনাথ ৷ স্থানীয় বিজেপি নেতারা ওই তিন ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরই তাঁদের বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ ৷ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্য জোর করে কলেজ প্রাঙ্গণে ঢুকে ওই ছাত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষক ও কর্মীরা ৷ অভিযোগ উঠেছে, পাকিস্তানের জয়কে সেলিব্রেট করে বেশ কিছু আপত্তিকর স্লোগান দিতে শোনা গিয়েছে ওই ছাত্রদের ৷ উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবারের ম্যাচের পর আগ্রা, বরেলি, বদাউন ও সীতাপুর থেকে সাত জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: IND vs PAK : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের

  • पाक की जीत का जश्न मनाने वालों पर देशद्रोह लगेगा: मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज pic.twitter.com/34DEij8y3t

    — Yogi Adityanath Office (@myogioffice) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচে ভারতকে 10 উইকেটে পরাজিত করে পাকিস্তান ৷ বিশ্বকাপে 13 বার মুখোমুখি হয়েছে দুই দল ৷ এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়লাভ করে পাকিস্তান ৷

আরও পড়ুন: Ind vs Pak : পাকিস্তানের সমর্থনে স্লোগান ! তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

লখনউ, 28 অক্টোবর: 24 অক্টোবর টি-20 বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়কে যাঁরা সেলিব্রেট করেছেন, তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করা হবে ৷ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি ৷ সেই খবরের লিঙ্ক আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টও করা হয়েছে ৷

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে প্রতিবেশী দেশের হয়ে স্লোগান তোলার জন্য গতকালই আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের তিন জন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ৷ তারই প্রেক্ষিতে এ কথা বলেছেন আদিত্যনাথ ৷ স্থানীয় বিজেপি নেতারা ওই তিন ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরই তাঁদের বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ ৷ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্য জোর করে কলেজ প্রাঙ্গণে ঢুকে ওই ছাত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষক ও কর্মীরা ৷ অভিযোগ উঠেছে, পাকিস্তানের জয়কে সেলিব্রেট করে বেশ কিছু আপত্তিকর স্লোগান দিতে শোনা গিয়েছে ওই ছাত্রদের ৷ উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবারের ম্যাচের পর আগ্রা, বরেলি, বদাউন ও সীতাপুর থেকে সাত জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: IND vs PAK : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের

  • पाक की जीत का जश्न मनाने वालों पर देशद्रोह लगेगा: मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज pic.twitter.com/34DEij8y3t

    — Yogi Adityanath Office (@myogioffice) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচে ভারতকে 10 উইকেটে পরাজিত করে পাকিস্তান ৷ বিশ্বকাপে 13 বার মুখোমুখি হয়েছে দুই দল ৷ এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়লাভ করে পাকিস্তান ৷

আরও পড়ুন: Ind vs Pak : পাকিস্তানের সমর্থনে স্লোগান ! তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.