ETV Bharat / bharat

রোজ়া চলাকালীন নেওয়া যাবে করোনার টিকা - coronavirus vaccine

করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে যেহেতু খাওয়ার কোনও বিষয় থাকছে না, তাই রোজ়া চলাকালীন তা নেওয়া যাবে ৷ জানিয়েছেন ধর্মযাজক মৌলানা খালিদ রশিদ ৷

করোনার টিকা
করোনার টিকা
author img

By

Published : Apr 14, 2021, 2:12 PM IST

লখনউ, 14 এপ্রিল : রোজ়ার সময় নেওয়া যাবে করোনার টিকা ৷ এক ফতোয়া জারি করে জানালেন সুন্নি ধর্মযাজক মৌলানা খালিদ রশিদ ফরাঙ্গি মহালি ৷ তাঁর মতে করোনা পরিস্থিতিতে টিকা নেওয়া জরুরি ৷ তাই রমজ়ানের মধ্যেও টিকা নেওয়া যাবে ৷

মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, রমজ়ানের সময় করোনার টিকা নিলে রোজ়া ভঙ্গ হয়না ৷ কারণ ইঞ্জেকশনের মাধ্যমে ত্বকের উপর থেকে টিকা শরীরে প্রবেশ করানো হয়, খাওয়া হয় না ৷ সেক্ষেত্রে রোজ়া ভঙ্গ হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ তাই ইচ্ছুক মানুষজন টিকা নিতে পারবেন ৷

রোজ়া চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে কিনা তা নিয়ে বহু মানুষের মধ্যে ধন্দ রয়েছে ৷ তাঁদের সেসব প্রশ্নের উত্তর দিতে কিছু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ মহিলাদের জন্য আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে ৷ সেখানে টিকা সংক্রান্ত ভুরি ভুরি প্রশ্ন ইতিমধ্যেই আসতে শুরু করেছে ৷ রোজ়া চলাকালীন কারওর মধ্যে যদি করোনার উপসর্গ দেখা যায় তাহলে কী করতে হবে? পাশাপাশি এও জিজ্ঞাসা করা হচ্ছে যে, COVID-19 বা অন্যান্য রোগ প্রতিরোধে কী কী নিয়ম মেনে চলতে হবে?

আরও পড়ুন : প্রথম ডোজ় টিকা নেওয়ার পরেই করোনা পজিটিভ যোগী আদিত্য়নাথ

এই প্রসঙ্গে মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, "কারওর মধ্যে যদি করোনার উপসর্গ দেখা যায় তাহলে রোজ়া না রেখে দ্রুত পরীক্ষা করুন ৷ পাশাপাশি শেহরি ও ইফতারের সময় কালো জিরে খাওয়া ভলো ৷ এতে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে ৷" মৌলানা রশিদ সম্প্রতি টিকা গ্রহণ করেছেন এবং টিকাকরণে উৎসাহ প্রদান করছেন ৷

লখনউ, 14 এপ্রিল : রোজ়ার সময় নেওয়া যাবে করোনার টিকা ৷ এক ফতোয়া জারি করে জানালেন সুন্নি ধর্মযাজক মৌলানা খালিদ রশিদ ফরাঙ্গি মহালি ৷ তাঁর মতে করোনা পরিস্থিতিতে টিকা নেওয়া জরুরি ৷ তাই রমজ়ানের মধ্যেও টিকা নেওয়া যাবে ৷

মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, রমজ়ানের সময় করোনার টিকা নিলে রোজ়া ভঙ্গ হয়না ৷ কারণ ইঞ্জেকশনের মাধ্যমে ত্বকের উপর থেকে টিকা শরীরে প্রবেশ করানো হয়, খাওয়া হয় না ৷ সেক্ষেত্রে রোজ়া ভঙ্গ হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ তাই ইচ্ছুক মানুষজন টিকা নিতে পারবেন ৷

রোজ়া চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে কিনা তা নিয়ে বহু মানুষের মধ্যে ধন্দ রয়েছে ৷ তাঁদের সেসব প্রশ্নের উত্তর দিতে কিছু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ মহিলাদের জন্য আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে ৷ সেখানে টিকা সংক্রান্ত ভুরি ভুরি প্রশ্ন ইতিমধ্যেই আসতে শুরু করেছে ৷ রোজ়া চলাকালীন কারওর মধ্যে যদি করোনার উপসর্গ দেখা যায় তাহলে কী করতে হবে? পাশাপাশি এও জিজ্ঞাসা করা হচ্ছে যে, COVID-19 বা অন্যান্য রোগ প্রতিরোধে কী কী নিয়ম মেনে চলতে হবে?

আরও পড়ুন : প্রথম ডোজ় টিকা নেওয়ার পরেই করোনা পজিটিভ যোগী আদিত্য়নাথ

এই প্রসঙ্গে মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, "কারওর মধ্যে যদি করোনার উপসর্গ দেখা যায় তাহলে রোজ়া না রেখে দ্রুত পরীক্ষা করুন ৷ পাশাপাশি শেহরি ও ইফতারের সময় কালো জিরে খাওয়া ভলো ৷ এতে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে ৷" মৌলানা রশিদ সম্প্রতি টিকা গ্রহণ করেছেন এবং টিকাকরণে উৎসাহ প্রদান করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.