নিউদিল্লি , 5 মে : দেশের অন্যতম বৈজ্ঞানিক উপদেষ্টার আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ অবশম্ভাবী । ইতিমধ্যেই তিনি সরকারকে সতর্ক করেছেন। কেন্দ্রীয় আধিকারিকরা জানিয়েছেন তাঁরা দেশজুড়ে সম্পূর্ণ লক ডাউন নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন । ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিধ্বস্ত দেশের হাসপাতালগুলো । প্রতিদিনই বাড়ছে মৃত্যু ।
বুধবার সরকারি সংবাদ সম্মেলনে বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন বলেন করোনা ভাইরাস খুব দ্রুত চরিত্র বদলাচ্ছে । করোনার তৃতীয় ঢেউ অবশম্ভাবী । তবে এটা কখন আসবে তা পরিষ্কার নয় ।
তিনি আরও বলেন করোনার নতুন প্রজাতি অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এর বিরুদ্ধে লড়তে টিকার আপডেট প্রয়োজন । ভারতে সংক্রমণ বৃদ্ধির মূলে রয়েছে করোনার ডবল মিউট্যান্ট প্রজাতি ও ব্রিটেনের প্রজাতির দ্রুত ছড়িয়ে পড়া ।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় মোদিকে চিঠি মমতার
দেশজুড়ে ফের লকডাউন জারির প্রশ্নে নীতি আয়োগের সদস্য ও টিকা বিশেষজ্ঞ কমিটির প্রধান ভি কে পল বলেন এই বিষয়ে ভাবনা চিন্তা চলছে ।