ETV Bharat / bharat

Constitution of India in Sanskrit: 27 বছর বাদে সংবিধানের সংশোধিত রূপ প্রকাশিত হচ্ছে সংস্কৃত ভাষায় - নয়া শিক্ষানীতি

সংস্কৃত ভাষায় ভারতের সংবিধানের সংশোধিত সংস্করণ (Constitution of India in Sanskrit) প্রকাশিত হবে ৷ 6 মাস পর সেই নতুন সংস্করণ পাওয়া যাবে ৷ যেখানে 1985 সালের পর থেকে সংবিধানে আইনের সংশোধিত সব ধারাগুলি থাকবে ৷ এর জন্য কাজ করছে 11 সদস্যের বিশেষজ্ঞ কমিটি ৷

Constitution of India in Sanskrit ETV BHARAT
Constitution of India in Sanskrit
author img

By

Published : Jan 28, 2023, 10:21 AM IST

বারাণসী, 28 জানুয়ারি: সংস্কৃত ভাষায় প্রকাশিত হবে ভারতের সংবিধানের সংশোধিত সংস্করণ (Third Sanskrit Edition of Indian Constitution) ৷ আগামী 6 মাসের মধ্যে তৃতীয় এই সংস্করণ পাওয়া যাবে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী একথা জানিয়েছেন ৷ আসন্ন সংস্করণে 1985 সালে প্রকাশিত সংবিধানের দ্বিতীয় সংস্করণ থাকা সমস্ত ভুল-ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

সংবিধানের সংস্কৃত ভাষায় অনুবাদ কাজ এই মুহূর্তে চলছে এবং সংশোধিত জাতীয় শিক্ষানীতি (NEP 2020) 2020-এর সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হচ্ছে ৷ যেখানে মাতৃভাষায় শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী বলেন, "নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ করেছে কেন্দ্রীয় সরকার ৷ তা বাস্তবায়িত করতে এই কাজটি করা হচ্ছে ৷"

তিনি জানিয়েছেন, 2019 সাল থেকে আইনমন্ত্রক এই বিষয়ের উপরে কাজ করে চলেছে ৷ আগামী 6 মাসের মধ্যে সংস্কৃত ভাষায় সংবিধানের সংস্করণ পাওয়া যাবে (Revised Edition of Indian Constitution) ৷ এই লক্ষ্যে গঠিত 11 সদস্যের কমিটি আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হরে রাম ত্রিপাঠী নিজে কমিটিতে রয়েছেন ৷

সংবিধানকে সংস্কৃত ভাষায় অনুবাদের উদ্যোগ প্রথম নেওয়া হয় 1963 সালে ৷ সেই বছরেই প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছিল ৷ তবে, প্রথম সংস্করণটি বাতিল হয়ে যায় ৷ কারণ, সেটিতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল ৷ যা আইনের গবেষকরা উল্লেখ করেছিলেন ৷ একইভাবে 1985 সালের সংস্করণেও বেশ কিছু ভুল-ত্রুটি ধরা পড়েছিল ৷

আরও পড়ুন: লখনউয়ের মাদ্রাসায় বিষয় হিসেবে যোগ হচ্ছে ‘ভারতের সংবিধান’

এরপর একাধিকবার সংবিধান সংশোধন করা হয়েছে ৷ তাই শিক্ষার্থীদের পড়ানোর জন্য নতুন সংস্করণ তৈরির প্রয়োজন পড়েছে ৷ তাই আইনমন্ত্রক সিদ্ধান্ত নেয়, নতুন করে সংবিধান সংস্কৃত ভাষায় অনুবাদ করা হবে এবং এর জন্য 11 জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ 2019 সালে সংশোধিত সংস্করণের খসড়া তৈরি হয়ে গিয়েছিল ৷ এবার চূড়ান্ত খসড়া তৈরি করা হচ্ছে 5টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতিনিধিত্বে তৈরি করা 11 সদস্যের কমিটির মাধ্যমে ৷

বারাণসী, 28 জানুয়ারি: সংস্কৃত ভাষায় প্রকাশিত হবে ভারতের সংবিধানের সংশোধিত সংস্করণ (Third Sanskrit Edition of Indian Constitution) ৷ আগামী 6 মাসের মধ্যে তৃতীয় এই সংস্করণ পাওয়া যাবে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী একথা জানিয়েছেন ৷ আসন্ন সংস্করণে 1985 সালে প্রকাশিত সংবিধানের দ্বিতীয় সংস্করণ থাকা সমস্ত ভুল-ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

সংবিধানের সংস্কৃত ভাষায় অনুবাদ কাজ এই মুহূর্তে চলছে এবং সংশোধিত জাতীয় শিক্ষানীতি (NEP 2020) 2020-এর সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হচ্ছে ৷ যেখানে মাতৃভাষায় শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী বলেন, "নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ করেছে কেন্দ্রীয় সরকার ৷ তা বাস্তবায়িত করতে এই কাজটি করা হচ্ছে ৷"

তিনি জানিয়েছেন, 2019 সাল থেকে আইনমন্ত্রক এই বিষয়ের উপরে কাজ করে চলেছে ৷ আগামী 6 মাসের মধ্যে সংস্কৃত ভাষায় সংবিধানের সংস্করণ পাওয়া যাবে (Revised Edition of Indian Constitution) ৷ এই লক্ষ্যে গঠিত 11 সদস্যের কমিটি আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হরে রাম ত্রিপাঠী নিজে কমিটিতে রয়েছেন ৷

সংবিধানকে সংস্কৃত ভাষায় অনুবাদের উদ্যোগ প্রথম নেওয়া হয় 1963 সালে ৷ সেই বছরেই প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছিল ৷ তবে, প্রথম সংস্করণটি বাতিল হয়ে যায় ৷ কারণ, সেটিতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল ৷ যা আইনের গবেষকরা উল্লেখ করেছিলেন ৷ একইভাবে 1985 সালের সংস্করণেও বেশ কিছু ভুল-ত্রুটি ধরা পড়েছিল ৷

আরও পড়ুন: লখনউয়ের মাদ্রাসায় বিষয় হিসেবে যোগ হচ্ছে ‘ভারতের সংবিধান’

এরপর একাধিকবার সংবিধান সংশোধন করা হয়েছে ৷ তাই শিক্ষার্থীদের পড়ানোর জন্য নতুন সংস্করণ তৈরির প্রয়োজন পড়েছে ৷ তাই আইনমন্ত্রক সিদ্ধান্ত নেয়, নতুন করে সংবিধান সংস্কৃত ভাষায় অনুবাদ করা হবে এবং এর জন্য 11 জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ 2019 সালে সংশোধিত সংস্করণের খসড়া তৈরি হয়ে গিয়েছিল ৷ এবার চূড়ান্ত খসড়া তৈরি করা হচ্ছে 5টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতিনিধিত্বে তৈরি করা 11 সদস্যের কমিটির মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.