ETV Bharat / bharat

Monkeypox in India: কেরলেই খোঁজ মিলল দেশের তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের - third monkeypox case reported in Malappuram Kerala

দেশে খোঁজ মিলল তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের ৷ আবারও কেরলেই সন্ধান মিলল মাঙ্কিপক্স আক্রান্তের (third monkeypox case reported in Malappuram Kerala) ৷

Monkeypox
তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ দেশে
author img

By

Published : Jul 22, 2022, 3:02 PM IST

Updated : Jul 22, 2022, 4:03 PM IST

মল্লপুরম, 22 জুলাই: ভারতে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল ৷ আক্রান্ত ব্যক্তি কেরলের মল্লপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে (third monkeypox case reported in Malappuram Kerala) ৷ এর আগেও 2 মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই ৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত 6 জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছিলেন ৷ 13 জুলাই তিনি অসুস্থ হয়ে পড়েন, 15 জুলাই তাঁর শরীরে ব়্যাশ বেরোয় ৷

ওই ব্যক্তির দেশ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ৷ শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আক্রান্ত ব্যক্তি বর্তমানে মানচেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, বিমানবন্দরগুলিতে স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

গত কয়েকদিনে ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে কেরলের যে দুই বাসিন্দার দেহে মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে তাঁরাও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন ৷ আক্রান্তদের প্রত্যেকেরই বর্তমান শারীরিক অবস্থা বর্তমানে সন্তোষজনক ৷

মল্লপুরম, 22 জুলাই: ভারতে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল ৷ আক্রান্ত ব্যক্তি কেরলের মল্লপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে (third monkeypox case reported in Malappuram Kerala) ৷ এর আগেও 2 মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই ৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত 6 জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছিলেন ৷ 13 জুলাই তিনি অসুস্থ হয়ে পড়েন, 15 জুলাই তাঁর শরীরে ব়্যাশ বেরোয় ৷

ওই ব্যক্তির দেশ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ৷ শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আক্রান্ত ব্যক্তি বর্তমানে মানচেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, বিমানবন্দরগুলিতে স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

গত কয়েকদিনে ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে কেরলের যে দুই বাসিন্দার দেহে মাঙ্কিপক্স ভাইরাসের সন্ধান মিলেছে তাঁরাও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন ৷ আক্রান্তদের প্রত্যেকেরই বর্তমান শারীরিক অবস্থা বর্তমানে সন্তোষজনক ৷

Last Updated : Jul 22, 2022, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.