ETV Bharat / bharat

বিজেপিকে টেক্কা দিতে তৃতীয় ফ্রন্ট ? জল্পনা ওড়ালেন প্রশান্ত কিশোর - তৃতীয় ফ্রন্ট

"বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কী করা উচিত, কী নয়... সেই নিয়ে আলোচনা হয়েছে ঠিকই । তাই বলে তৃতীয় ফ্রন্ট গড়ার কথা মাথায় রাখছি না ।" শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর জানালেন প্রশান্ত কিশোর ।

pk
ভোট কুশলী প্রশান্ত কিশোর
author img

By

Published : Jun 22, 2021, 7:46 AM IST

নয়াদিল্লি, 22 জুন : আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কি দাঁত ফোটাতে পারবে তৃতীয় ফ্রন্ট ? এই নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে । তবে কোনও বিরোধী ফ্রন্টের সঙ্গে কোনও ধরনের সম্পর্কের জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । তিনি মনে করেন তৃতীয় ফ্রন্টের ধ্যানধারণা বর্তমান রাজনীতির জন্য উপযুক্ত নয় । বেসরকারি এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, "তৃতীয় অথবা চতুর্থ ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে টেক্কা নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না ।"

সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর । 11 জুনের পর ফের একবার তিন ঘণ্টার বৈঠকে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । মনে করা হচ্ছে, তৃতীয় ফ্রন্টের মাধ্যমে বিরোধী শিবিরকে এক ছাতার তলায় এনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা চালাচ্ছেন তিনি ।

এই প্রসঙ্গে পিকের উত্তর, "বিষয়টা তা নয় । এর আগে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি । তাই একে অপরকে ভাল করে জানার জন্য এই বৈঠক । দুজনের মধ্যে রাজনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কী করা উচিত, কী নয়... সেই নিয়ে আলোচনা হয়েছে ঠিকই । তাই বলে তৃতীয় ফ্রন্ট গড়ার কথা মাথায় রাখছি না । এই ধরনের ফ্রন্টে বিশ্বাসী নই ।"

আরও পড়ুন : মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?

শরদ পাওয়ারের শক্তিশালী অভিজ্ঞতা ও যোগাযোগ রাখার দক্ষতা এবং প্রশান্ত কিশোরের রাজনীতির কৌশল এক টেবিলে এসে অনেক জল্পনার জন্ম দিচ্ছে । কংগ্রেস প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, দলকে বুঝতে হবে সমস্যাটা কোথায় এবং একইসঙ্গে তার সমাধান বের করতে হবে ।

নয়াদিল্লি, 22 জুন : আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কি দাঁত ফোটাতে পারবে তৃতীয় ফ্রন্ট ? এই নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে । তবে কোনও বিরোধী ফ্রন্টের সঙ্গে কোনও ধরনের সম্পর্কের জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । তিনি মনে করেন তৃতীয় ফ্রন্টের ধ্যানধারণা বর্তমান রাজনীতির জন্য উপযুক্ত নয় । বেসরকারি এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, "তৃতীয় অথবা চতুর্থ ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে টেক্কা নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না ।"

সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর । 11 জুনের পর ফের একবার তিন ঘণ্টার বৈঠকে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । মনে করা হচ্ছে, তৃতীয় ফ্রন্টের মাধ্যমে বিরোধী শিবিরকে এক ছাতার তলায় এনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা চালাচ্ছেন তিনি ।

এই প্রসঙ্গে পিকের উত্তর, "বিষয়টা তা নয় । এর আগে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি । তাই একে অপরকে ভাল করে জানার জন্য এই বৈঠক । দুজনের মধ্যে রাজনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কী করা উচিত, কী নয়... সেই নিয়ে আলোচনা হয়েছে ঠিকই । তাই বলে তৃতীয় ফ্রন্ট গড়ার কথা মাথায় রাখছি না । এই ধরনের ফ্রন্টে বিশ্বাসী নই ।"

আরও পড়ুন : মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?

শরদ পাওয়ারের শক্তিশালী অভিজ্ঞতা ও যোগাযোগ রাখার দক্ষতা এবং প্রশান্ত কিশোরের রাজনীতির কৌশল এক টেবিলে এসে অনেক জল্পনার জন্ম দিচ্ছে । কংগ্রেস প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, দলকে বুঝতে হবে সমস্যাটা কোথায় এবং একইসঙ্গে তার সমাধান বের করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.