ETV Bharat / bharat

Thief Prays before Theft: মন্দিরে চুরির আগে বিগ্রহের সামনে প্রার্থনা ! ভাইরাল চোরের কীর্তি - মন্দিরে চুরির আগে বিগ্রহের সামনে প্রার্থনা

বিগ্রহের গয়না (Idol Jewellery) চুরি করার আগে মন্দিরে ঢুকে প্রার্থনা করল চোর (Thief Prays before Theft) ! কেরালার একটি মন্দিরের (A Temple in Kerala) ঘটনা ৷

Thief Prays before Theft Idol Jewellery from A Temple in Kerala
Thief Prays before Theft: মন্দিরে চুরির আগে প্রার্থনা ! ভাইরাল চোরের কীর্তি
author img

By

Published : Oct 28, 2022, 1:37 PM IST

তিরুবনন্তপুরম, 28 অক্টোবর: এমন 'সাধু' চোর খুঁজে পাওয়া দুষ্কর ! মজা করে এমনটাই বলছেন পুলিশকর্মী থেকে শুরু করে পূজারি ও ভক্তরা ৷ তবে, একইসঙ্গে তাঁদের কারও মনও ভালো নেই ৷ কারণ, চোর বাবাজি মন্দিরের বিগ্রহের গয়না চুরি করে চম্পট দিয়েছে (Idol Jewellery) ৷ আর সেই কাজ সে করেছে ওই বিগ্রহেরই আশীর্বাদ নিয়ে (Thief Prays before Theft) ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেরালার একটি মন্দিরে (A Temple in Kerala) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে,কেরালার আরুর পুথেনানগাড়ি শ্রীকুমার বিলাস মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটেছে ৷ মন্দিরে বিগ্রহের যে মূল্যবান গয়না ছিল তা খোয়া গিয়েছে ৷ সূত্রের দাবি, চুরির ঘটনা রেকর্ড হয়েছে মন্দিরের ভিতরে লাগানো সিসিটিভি ক্য়ামেরায় ৷ তাতে দেখা যাচ্ছে, মুখ ঢাকা এক ব্যক্তি বিগ্রহের সামনে প্রার্থনা করছে ৷ বলা হচ্ছে, ওই ব্যক্তিই নাকি এরপর বিগ্রহের দামি গয়না চুরি করে নিয়ে যায় ! ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি ৷

আরও পড়ুন: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় ৷ তাতে তালা লাগানোরও বন্দোবস্ত রয়েছে ৷ কিন্তু, এই ঘটনার পর সকালে পুরোহিত এবং অন্যরা যখন মন্দিরে পৌঁছন, দেখেন বাইরের দরজাটি খোলা রয়েছে ৷ তখনই তাঁরা বুঝতে পারেন কোনও অঘটন ঘটে গিয়েছে ৷ ভিতরে ঢুকতেই তাঁদের আশংকা সত্যি প্রমাণিত হয় ৷ বোঝা যায়, বিগ্রহের যাবতীয় মূল্যবান গয়না মন্দির থেকে চুরি গিয়েছে ৷

এরপরই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে ৷ তবে, চুরি করার আগে ওই ব্যক্তি যেভাবে বিগ্রহের সামনে প্রার্থনা করেছে, তা অবাক করে দিয়েছে পুলিশকেও ৷

তিরুবনন্তপুরম, 28 অক্টোবর: এমন 'সাধু' চোর খুঁজে পাওয়া দুষ্কর ! মজা করে এমনটাই বলছেন পুলিশকর্মী থেকে শুরু করে পূজারি ও ভক্তরা ৷ তবে, একইসঙ্গে তাঁদের কারও মনও ভালো নেই ৷ কারণ, চোর বাবাজি মন্দিরের বিগ্রহের গয়না চুরি করে চম্পট দিয়েছে (Idol Jewellery) ৷ আর সেই কাজ সে করেছে ওই বিগ্রহেরই আশীর্বাদ নিয়ে (Thief Prays before Theft) ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেরালার একটি মন্দিরে (A Temple in Kerala) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে,কেরালার আরুর পুথেনানগাড়ি শ্রীকুমার বিলাস মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটেছে ৷ মন্দিরে বিগ্রহের যে মূল্যবান গয়না ছিল তা খোয়া গিয়েছে ৷ সূত্রের দাবি, চুরির ঘটনা রেকর্ড হয়েছে মন্দিরের ভিতরে লাগানো সিসিটিভি ক্য়ামেরায় ৷ তাতে দেখা যাচ্ছে, মুখ ঢাকা এক ব্যক্তি বিগ্রহের সামনে প্রার্থনা করছে ৷ বলা হচ্ছে, ওই ব্যক্তিই নাকি এরপর বিগ্রহের দামি গয়না চুরি করে নিয়ে যায় ! ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি ৷

আরও পড়ুন: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় ৷ তাতে তালা লাগানোরও বন্দোবস্ত রয়েছে ৷ কিন্তু, এই ঘটনার পর সকালে পুরোহিত এবং অন্যরা যখন মন্দিরে পৌঁছন, দেখেন বাইরের দরজাটি খোলা রয়েছে ৷ তখনই তাঁরা বুঝতে পারেন কোনও অঘটন ঘটে গিয়েছে ৷ ভিতরে ঢুকতেই তাঁদের আশংকা সত্যি প্রমাণিত হয় ৷ বোঝা যায়, বিগ্রহের যাবতীয় মূল্যবান গয়না মন্দির থেকে চুরি গিয়েছে ৷

এরপরই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে ৷ তবে, চুরি করার আগে ওই ব্যক্তি যেভাবে বিগ্রহের সামনে প্রার্থনা করেছে, তা অবাক করে দিয়েছে পুলিশকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.