ETV Bharat / bharat

Perfect Honeymoon Destination: ভারতের এই স্থানগুলি মার্চ মাসে হানিমুনের জন্য উপযুক্ত হতে পারে - Perfect Honeymoon Destination

মার্চে হানিমুনে যেতে চান ? তাহলে দেশের নয়নাভিরাম জায়গাগুলি বেছে নিতে পারেন আপনি এবং আপনার পার্টনার (Honeymoon Tips)৷

Perfect Honeymoon Destination News
ভারতের এই স্থানগুলি মার্চ মাসে হানিমুন উদযাপনের জন্য উপযুক্ত গন্তব্য
author img

By

Published : Feb 23, 2023, 9:23 PM IST

হায়দরাবাদ: চলছে বিয়ের মরশুম। চারদিকে উৎসবমুখর পরিবেশ। যাদের বিয়ে আসন্ন তাদের বিয়ের প্রস্তুতির সঙ্গেই চলছে হানিমুনের প্রস্তুতি। তবে গন্তব্য নিয়ে দ্বিধায় রয়েছেন দম্পতিরা। আপনিও যদি মার্চ মাসে হানিমুন উদযাপন করার পরিকল্পনা করেন, তাহলে আপনি ভারতেরই এই সুন্দর জায়গাগুলি বেছে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক জায়গুলির নাম ৷ যেগুলি আপনাকে আনন্দ দেবে (Honeymoon)৷

লাক্ষাদ্বীপ: আপনি যদি মার্চ মাসে আপনার সঙ্গীর সঙ্গে একটি রোমান্টিক গন্তব্যে হানিমুন যাপন করতে চান তবে আপনি যেতে পারেন লাক্ষাদ্বীপে । লাক্ষাদ্বীপ দর্শনীয় স্থান ৷ দেখার জন্য, লাক্ষাদ্বীপে যেতে পারেন মিনিকয় দ্বীপ, বাঙ্গারাম দ্বীপ, কাভারত্তি দ্বীপ, কালপেনি দ্বীপ, সামুদ্রিক যাদুঘর, কদমত দ্বীপ ।

ওয়ানাদ: হানিমুন সেলিব্রেশনে কেরলে যেতে পারেন । কেরল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত । একে হানিমুন, বেবিমুন, প্রি-ওয়েডিং ডেস্টিনেশনও বলা হয় । এই জন্য আপনি ওয়েনাডও ঘুরে আসতে পারেন ৷ এই সুন্দর পর্যটন স্থানটি সারা বিশ্বে বিখ্যাত।

হাম্পি: হাম্পি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । বিপুল সংখ্যক পর্যটক হাম্পিতে বেড়াতে আসেন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে হানিমুন উদযাপনের জন্য হাম্পি যেতে পারেন। বিশেষ করে হাম্পিতে মার্চ মাসের আবহাওয়া খুবই মনোরম ।

কাশ্মীর: কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ । কাশ্মীরে দেখার মতো অনেক প্রধান পর্যটন স্থান রয়েছে। তাই হানিমুনকে স্মরণীয় করে রাখতে আপনি বেছে নিতে পারেন কাশ্মীরকে । বিশেষ করে টিউলিপ গার্ডেন মার্চ মাসে খোলা থাকে । আপনি আপনার সঙ্গীর সঙ্গে টিউলিপ গার্ডেন দেখতে পারেন। এছাড়াও আপনি ডাল লেকে বোটিং উপভোগ করতে পারেন।

গোয়া: গোয়া পর্যটনের জন্য একটি প্রধান গন্তব্য । প্রতি ঋতুতে ভারত ও বিদেশ থেকে পর্যটকরা গোয়া বেড়াতে আসেন । হানিমুন উদযাপনের জন্য গোয়া বেছে নিতে পারেন । আপনি গোয়ার সৈকতে সন্ধ্যায় আপনার সঙ্গীর সঙ্গে সমুদ্র সৈকতে হাঁটা উপভোগ করতে পারেন ।

আরও পড়ুন: ঋতুস্রাব পিছিয়ে দেওয়ার ওষুধ কতটা নিরাপদ ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

হায়দরাবাদ: চলছে বিয়ের মরশুম। চারদিকে উৎসবমুখর পরিবেশ। যাদের বিয়ে আসন্ন তাদের বিয়ের প্রস্তুতির সঙ্গেই চলছে হানিমুনের প্রস্তুতি। তবে গন্তব্য নিয়ে দ্বিধায় রয়েছেন দম্পতিরা। আপনিও যদি মার্চ মাসে হানিমুন উদযাপন করার পরিকল্পনা করেন, তাহলে আপনি ভারতেরই এই সুন্দর জায়গাগুলি বেছে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক জায়গুলির নাম ৷ যেগুলি আপনাকে আনন্দ দেবে (Honeymoon)৷

লাক্ষাদ্বীপ: আপনি যদি মার্চ মাসে আপনার সঙ্গীর সঙ্গে একটি রোমান্টিক গন্তব্যে হানিমুন যাপন করতে চান তবে আপনি যেতে পারেন লাক্ষাদ্বীপে । লাক্ষাদ্বীপ দর্শনীয় স্থান ৷ দেখার জন্য, লাক্ষাদ্বীপে যেতে পারেন মিনিকয় দ্বীপ, বাঙ্গারাম দ্বীপ, কাভারত্তি দ্বীপ, কালপেনি দ্বীপ, সামুদ্রিক যাদুঘর, কদমত দ্বীপ ।

ওয়ানাদ: হানিমুন সেলিব্রেশনে কেরলে যেতে পারেন । কেরল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত । একে হানিমুন, বেবিমুন, প্রি-ওয়েডিং ডেস্টিনেশনও বলা হয় । এই জন্য আপনি ওয়েনাডও ঘুরে আসতে পারেন ৷ এই সুন্দর পর্যটন স্থানটি সারা বিশ্বে বিখ্যাত।

হাম্পি: হাম্পি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । বিপুল সংখ্যক পর্যটক হাম্পিতে বেড়াতে আসেন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে হানিমুন উদযাপনের জন্য হাম্পি যেতে পারেন। বিশেষ করে হাম্পিতে মার্চ মাসের আবহাওয়া খুবই মনোরম ।

কাশ্মীর: কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ । কাশ্মীরে দেখার মতো অনেক প্রধান পর্যটন স্থান রয়েছে। তাই হানিমুনকে স্মরণীয় করে রাখতে আপনি বেছে নিতে পারেন কাশ্মীরকে । বিশেষ করে টিউলিপ গার্ডেন মার্চ মাসে খোলা থাকে । আপনি আপনার সঙ্গীর সঙ্গে টিউলিপ গার্ডেন দেখতে পারেন। এছাড়াও আপনি ডাল লেকে বোটিং উপভোগ করতে পারেন।

গোয়া: গোয়া পর্যটনের জন্য একটি প্রধান গন্তব্য । প্রতি ঋতুতে ভারত ও বিদেশ থেকে পর্যটকরা গোয়া বেড়াতে আসেন । হানিমুন উদযাপনের জন্য গোয়া বেছে নিতে পারেন । আপনি গোয়ার সৈকতে সন্ধ্যায় আপনার সঙ্গীর সঙ্গে সমুদ্র সৈকতে হাঁটা উপভোগ করতে পারেন ।

আরও পড়ুন: ঋতুস্রাব পিছিয়ে দেওয়ার ওষুধ কতটা নিরাপদ ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.