ETV Bharat / bharat

'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির

No Squabbling Over Parliament Security Breach Issue: 13 ডিসেম্বর সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় কোনওরকম তর্কবিতর্ক হওয়া উচিত নয় ৷ বিরোধী শিবিরের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Dec 17, 2023, 2:19 PM IST

Updated : Dec 17, 2023, 2:57 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনওরকম তর্কবিতর্ক না করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 ডিসেম্বর সংসদ হামলার 22 বছর পূর্ণ হওয়া দিনে ফের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায়, সংসদ ভবনের দুই কক্ষেই সরকারের গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷ তার প্রেক্ষিতে এই মন্তব্য করেন মোদি ৷ হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণে’ মোদির সাক্ষাৎকারকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷

ওই সংবাদপত্র প্রকাশিত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা কখনই এড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটা খুবই গুরুতর ঘটনা ৷ তবে, এ নিয়ে সংসদে হট্টগোল করে লাভ নেই ৷’’ তাঁর কথায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই ঘটনার তদন্ত করছে ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এই ঘটনায় জড়িতদের আসলে কী উদ্দেশ্য ছিল ? তার মূলে গিয়ে তদন্ত করা খুবই জরুরি বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মোদি ৷ তিনি সাক্ষাৎকার জানিয়েছেন, সকলের উচিত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা ৷ বিরোধীদের উদ্দেশ্য তাঁর বার্তা, ‘‘সকলের উচিত এই ধরনের ঘটনায় বাগবিতণ্ডা থেকে বিরত থাকা ৷’’

মোদি জানিয়েছেন, সংসদ ভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনায় সরকার যথেষ্ট চিন্তিত এবং ঘটনার গুরুত্ব বুঝে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে ৷ এমনকি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বলে জানান তিনি ৷ 13 ডিসেম্বর লোকসভার দর্শক গ্যালারি থেকে দুই যুবকের স্মোক ক্য়ানিস্টার নিয়ে কক্ষের ভিতরে ঝাঁপ দেয় ৷ সাংসদদের বসার আসনের উপর দিয়ে দৌড়াতে শুরু করেন ওই দু’জন ৷

নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় ৷ এমনকি একাংশ সাংসদ অমিত শাহর পদত্যাগ দাবি করেন ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সংসদ ভবনের ভিতরে নিরাপত্তার বিষয়টি লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন ৷ সেখানে অধ্যক্ষের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় ৷ এমনকি আত্মপক্ষ সমর্থনে সরকারের তরফে বলা হয়েছে, সংসদ ভবনে অতীত এমন একাধিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে ৷ তবে, কেন্দ্রের তরফে যাই বলা হোক না কেন, 13 ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হয়েছে ৷ কিন্তু, সেই দিনেই এমন ঘটনা, ভারতের গণতন্ত্রের অধিষ্ঠান সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তো তুলেছে বইকি !

আরও পড়ুন:

  1. বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স, মোদির হাতে উদ্বোধন সুরাত ডায়মন্ড বোর্সের
  2. সংসদে হামলাকারীদের 'আত্মদহনে'র পরিকল্পনা ছিল! চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের
  3. 'দু'বছর ধরে পরিকল্পনা ছিল', সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্তকে আদালতে পেশ করে দাবি করল পুলিশ

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনওরকম তর্কবিতর্ক না করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 ডিসেম্বর সংসদ হামলার 22 বছর পূর্ণ হওয়া দিনে ফের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায়, সংসদ ভবনের দুই কক্ষেই সরকারের গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷ তার প্রেক্ষিতে এই মন্তব্য করেন মোদি ৷ হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণে’ মোদির সাক্ষাৎকারকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷

ওই সংবাদপত্র প্রকাশিত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা কখনই এড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটা খুবই গুরুতর ঘটনা ৷ তবে, এ নিয়ে সংসদে হট্টগোল করে লাভ নেই ৷’’ তাঁর কথায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই ঘটনার তদন্ত করছে ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এই ঘটনায় জড়িতদের আসলে কী উদ্দেশ্য ছিল ? তার মূলে গিয়ে তদন্ত করা খুবই জরুরি বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মোদি ৷ তিনি সাক্ষাৎকার জানিয়েছেন, সকলের উচিত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা ৷ বিরোধীদের উদ্দেশ্য তাঁর বার্তা, ‘‘সকলের উচিত এই ধরনের ঘটনায় বাগবিতণ্ডা থেকে বিরত থাকা ৷’’

মোদি জানিয়েছেন, সংসদ ভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনায় সরকার যথেষ্ট চিন্তিত এবং ঘটনার গুরুত্ব বুঝে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে ৷ এমনকি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বলে জানান তিনি ৷ 13 ডিসেম্বর লোকসভার দর্শক গ্যালারি থেকে দুই যুবকের স্মোক ক্য়ানিস্টার নিয়ে কক্ষের ভিতরে ঝাঁপ দেয় ৷ সাংসদদের বসার আসনের উপর দিয়ে দৌড়াতে শুরু করেন ওই দু’জন ৷

নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় ৷ এমনকি একাংশ সাংসদ অমিত শাহর পদত্যাগ দাবি করেন ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সংসদ ভবনের ভিতরে নিরাপত্তার বিষয়টি লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন ৷ সেখানে অধ্যক্ষের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় ৷ এমনকি আত্মপক্ষ সমর্থনে সরকারের তরফে বলা হয়েছে, সংসদ ভবনে অতীত এমন একাধিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে ৷ তবে, কেন্দ্রের তরফে যাই বলা হোক না কেন, 13 ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হয়েছে ৷ কিন্তু, সেই দিনেই এমন ঘটনা, ভারতের গণতন্ত্রের অধিষ্ঠান সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তো তুলেছে বইকি !

আরও পড়ুন:

  1. বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স, মোদির হাতে উদ্বোধন সুরাত ডায়মন্ড বোর্সের
  2. সংসদে হামলাকারীদের 'আত্মদহনে'র পরিকল্পনা ছিল! চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের
  3. 'দু'বছর ধরে পরিকল্পনা ছিল', সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্তকে আদালতে পেশ করে দাবি করল পুলিশ
Last Updated : Dec 17, 2023, 2:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.