ETV Bharat / bharat

Kedarnath Snowfall: প্রবল বরফবৃষ্টিতে জ্বলজ্বল করছে তুষারশুভ্র কেদারনাথ ধাম - তুষারপাতে শুভ্র কেদারনাথ

বরফে ঢেকে গিয়েছে শৈবতীর্থ কেদারনাথ (Kedarnath Snowfall Video)৷ পুণ্যার্থী না থাকলেও সেখানে নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে আইটিবিপি সেনা জওয়ানরা ৷

Etv Bharat
কেদারনাথ মন্দির
author img

By

Published : Jan 19, 2023, 11:07 PM IST

শীতের কেদারনাথ, ঠান্ডায় জবুথবু সঙ্গে উপর্যুপরি তুষারপাত

রুদ্রপ্রয়াগ, 19 জানুয়ারি: কেদারনাথ ধামে শুরু হয়েছে প্রবল তুষারপাত (Kedarnath Became Beautiful due to Snowfall)৷ সকাল থেকেই থেমে থেমে চলছে তুষারপাত ৷ যার ফলে শুভ্র চাদরে মুড়ে গিয়েছে এই শৈবতীর্থ ৷ মাঝখান দিয়ে বয়ে যাওয়া মন্দাকিনী নদীর মাঝখানেও বরফ জমে গিয়েছে ৷ বরফে ঢেকেছে কেদারপুরীতে অবস্থিত হোটেল, লজ ও ধর্মশালাগুলিও ৷

যদিও কেদারনাথ ধামের দরজা বন্ধ থাকায় এখানে কোনও পুণ্যার্থী নেই, তবুও কেদারপুরীর এই তুষারপাত আকৃষ্ট করেছে সকলকে ৷ তুষারপাতের পর এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে ৷ চতুর্দিকে তুষারপাতের পর মাঝে অবস্থিত কেদারনাথ মন্দিরের সৌন্দর্য দেখার মতো ৷ ডিসেম্বর মাস পর্যন্ত এই ধামে তুষারপাত না হলেও এই মাসে অবিরাম তুষারপাত হচ্ছে ৷

আরও পড়ুন : বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

বর্তমানে তিন থেকে চার ফুট বরফে জমে রয়েছে কেদারনাথ ৷ রূপোর মতো সাদা হয়ে জ্বল জ্বল করছে গোটা কেদারপুরী ৷ চারিদিকে শুধু বরফ আর বরফ ৷ যার জেরে কেদারনাথে চলতে থাকা পুনর্নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৷ প্রবল ঠান্ডাতেও সেখানে নিরাপত্তার দায়িত্বে আইটিবিপি ও পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন ৷

রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানান, কেদারনাথে প্রচুর তুষারপাত হচ্ছে ৷ যার জন্য সেখানে দ্বিতীয় পর্যায়ে পুনর্গঠনের নির্মাণকাজও বন্ধ রয়েছে ৷ 21টি কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে বাকি কাজও শেষ হবে মার্চ মাসের পর ৷ আবহাওয়া অনুকূলে থাকলে মার্চ মাস থেকে আবার কাজ শুরু হবে ৷ সেখানে এখন কেবল সেনা জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷ তাঁদের থাকা খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে ৷

অন্য়দিকে, প্রবল তুষারপাতে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশেরও বিভিন্ন এলাকাও ৷ যা দেখতে সিমলায় উপচে পড়ছে পর্যটকদের ভিড় ৷ বলা যায়, গোটা উত্তর ভারত এখন বরফের চাদরে মুড়েছে ৷

আরও পড়ুন : মরশুমের প্রথম তুষারপাতে বরফে ঢাকা পড়ল বদ্রীনাথ, দেখুন ভিডিয়ো

শীতের কেদারনাথ, ঠান্ডায় জবুথবু সঙ্গে উপর্যুপরি তুষারপাত

রুদ্রপ্রয়াগ, 19 জানুয়ারি: কেদারনাথ ধামে শুরু হয়েছে প্রবল তুষারপাত (Kedarnath Became Beautiful due to Snowfall)৷ সকাল থেকেই থেমে থেমে চলছে তুষারপাত ৷ যার ফলে শুভ্র চাদরে মুড়ে গিয়েছে এই শৈবতীর্থ ৷ মাঝখান দিয়ে বয়ে যাওয়া মন্দাকিনী নদীর মাঝখানেও বরফ জমে গিয়েছে ৷ বরফে ঢেকেছে কেদারপুরীতে অবস্থিত হোটেল, লজ ও ধর্মশালাগুলিও ৷

যদিও কেদারনাথ ধামের দরজা বন্ধ থাকায় এখানে কোনও পুণ্যার্থী নেই, তবুও কেদারপুরীর এই তুষারপাত আকৃষ্ট করেছে সকলকে ৷ তুষারপাতের পর এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে ৷ চতুর্দিকে তুষারপাতের পর মাঝে অবস্থিত কেদারনাথ মন্দিরের সৌন্দর্য দেখার মতো ৷ ডিসেম্বর মাস পর্যন্ত এই ধামে তুষারপাত না হলেও এই মাসে অবিরাম তুষারপাত হচ্ছে ৷

আরও পড়ুন : বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

বর্তমানে তিন থেকে চার ফুট বরফে জমে রয়েছে কেদারনাথ ৷ রূপোর মতো সাদা হয়ে জ্বল জ্বল করছে গোটা কেদারপুরী ৷ চারিদিকে শুধু বরফ আর বরফ ৷ যার জেরে কেদারনাথে চলতে থাকা পুনর্নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৷ প্রবল ঠান্ডাতেও সেখানে নিরাপত্তার দায়িত্বে আইটিবিপি ও পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন ৷

রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানান, কেদারনাথে প্রচুর তুষারপাত হচ্ছে ৷ যার জন্য সেখানে দ্বিতীয় পর্যায়ে পুনর্গঠনের নির্মাণকাজও বন্ধ রয়েছে ৷ 21টি কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে বাকি কাজও শেষ হবে মার্চ মাসের পর ৷ আবহাওয়া অনুকূলে থাকলে মার্চ মাস থেকে আবার কাজ শুরু হবে ৷ সেখানে এখন কেবল সেনা জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷ তাঁদের থাকা খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে ৷

অন্য়দিকে, প্রবল তুষারপাতে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশেরও বিভিন্ন এলাকাও ৷ যা দেখতে সিমলায় উপচে পড়ছে পর্যটকদের ভিড় ৷ বলা যায়, গোটা উত্তর ভারত এখন বরফের চাদরে মুড়েছে ৷

আরও পড়ুন : মরশুমের প্রথম তুষারপাতে বরফে ঢাকা পড়ল বদ্রীনাথ, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.