ETV Bharat / bharat

জেইই মেইন ফল প্রকাশ

বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল৷ নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে রোল নম্বর দিলেই জানা যাবে ফল৷ এদিকে চলতি শিক্ষাবর্ষে 6 দিন ধরে পরীক্ষা নেওয়া হয়৷ মূলত কোভিড গাইডলাইন মেনে চলতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়৷

the-national-testing-agency-released-the-result-for-the-joint-entrance-examination-main
ফাইল ফোটো
author img

By

Published : Mar 9, 2021, 2:29 PM IST

নয়াদিল্লি, 9 মার্চ : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাস এগজ়ামিনেশনের (মেন) ফলাফল৷ দ্য় ন্য়াশনাল টেস্টিং এজেন্সি ওই ফলাফল প্রকাশ করে৷ প্রথম পত্রের (পেপার 1) পরীক্ষায় বসেছিলেন 6 লাখ 52 হাজার 627 জন৷ তাঁরা ওয়েবসাইটের মাধ্য়মে ফলাফল জানতে পারবেন৷

যে ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে সেগুলি হল, nta.ac.in, ntaresults.nic.in, jeemain.nta.nic.in. মূলত বিই অথবা বিটেক কোর্সে ভর্তির জন্য় প্রথম পত্রের পরীক্ষা দিতে হয়৷

আরও পড়ুন- ঘোষিত WBJEE 2020-র তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফলাফল

শিক্ষাবিদরা আগেই মনে করেছিলেন চলতি শিক্ষাবর্ষে প্রথম পত্রের কাট অফ মার্ক উঠতে পারে 90 শতাংশ৷ করোনা সহ বেশ কয়েকটি বিষয় পরীক্ষায় প্রভাব পড়েছে বলে ধারণা তাঁদের৷

কীভাবে ফলাফল দেখা যাবে ?

নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে জেইই মেন রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করতে হবে৷ খুলে যাবে একটি অন্য় উইন্ডো৷ সেখানে রোল নম্বর ও যাবতীয় তথ্য় দিতে হবে৷ তারপরেই জানা যাবে ফলাফল৷

চলতি শিক্ষাবর্ষে 6 বার জেইই পরীক্ষা নেওয়া হয়েছিল৷ মূলত কোভিড পরিস্থিতিতে করোনা গাইডলাইন্স মানতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরীক্ষা নেওয়া হয়েছিল মার্চের 15 ও 18 তারিখ ৷ এপ্রিলের 27 ও 30 তারিখ এবং মে মাসের 24 ও 28 তারিখ৷

নয়াদিল্লি, 9 মার্চ : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাস এগজ়ামিনেশনের (মেন) ফলাফল৷ দ্য় ন্য়াশনাল টেস্টিং এজেন্সি ওই ফলাফল প্রকাশ করে৷ প্রথম পত্রের (পেপার 1) পরীক্ষায় বসেছিলেন 6 লাখ 52 হাজার 627 জন৷ তাঁরা ওয়েবসাইটের মাধ্য়মে ফলাফল জানতে পারবেন৷

যে ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে সেগুলি হল, nta.ac.in, ntaresults.nic.in, jeemain.nta.nic.in. মূলত বিই অথবা বিটেক কোর্সে ভর্তির জন্য় প্রথম পত্রের পরীক্ষা দিতে হয়৷

আরও পড়ুন- ঘোষিত WBJEE 2020-র তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফলাফল

শিক্ষাবিদরা আগেই মনে করেছিলেন চলতি শিক্ষাবর্ষে প্রথম পত্রের কাট অফ মার্ক উঠতে পারে 90 শতাংশ৷ করোনা সহ বেশ কয়েকটি বিষয় পরীক্ষায় প্রভাব পড়েছে বলে ধারণা তাঁদের৷

কীভাবে ফলাফল দেখা যাবে ?

নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে জেইই মেন রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করতে হবে৷ খুলে যাবে একটি অন্য় উইন্ডো৷ সেখানে রোল নম্বর ও যাবতীয় তথ্য় দিতে হবে৷ তারপরেই জানা যাবে ফলাফল৷

চলতি শিক্ষাবর্ষে 6 বার জেইই পরীক্ষা নেওয়া হয়েছিল৷ মূলত কোভিড পরিস্থিতিতে করোনা গাইডলাইন্স মানতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরীক্ষা নেওয়া হয়েছিল মার্চের 15 ও 18 তারিখ ৷ এপ্রিলের 27 ও 30 তারিখ এবং মে মাসের 24 ও 28 তারিখ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.