পাঠানমথিত্তা (কেরল), 8 জানুয়ারি: কয়েকদিন আগে যাকে দাহ করা হয়েছিল সেই মানুষটি আবার জীবিত ফিরে এসেছেন ৷ শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে কেরলে ৷ সেখানকার পাথানমথিত্তা জেলার আদিবাসী কলোনির রমনবাবু নামের এক বাসিন্দা ফিরে এসেছেন ৷ এই ঘটনায় তাঁর পরিবার পরিজনরা খুশি হলেও ধন্দে পুলিশ ৷
কার মৃতদেহ দাহ করা হয়েছে তা জানতে পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রস্তুতি নিচ্ছে । শবরীমালার নীলাক্কলে মৃত ব্যক্তির দেহকে রমনবাবু ভেবে ভুলবশত পাথানমথিত্তার লাহা মঞ্জথোতে আদিবাসী কলোনিতে সমাহিত করা হয়েছিল । এদিকে শনিবার (6 জানুয়ারি) কন্নি কোকাঠ থেকে রমনবাবুকে পাওয়া যায় ৷ জানা গিয়েছে, রমনবাবু তাঁর ছেলের সঙ্গে ইলাভুঙ্কালের কাছে একটি জায়গায় থাকতেন ৷ কয়েকদিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷
এদিকে 30 ডিসেম্বর শবরীমালা তীর্থযাত্রার পথে ইলাভুঙ্কাল ও নীলাক্কলের মধ্যে রাস্তায় পড়ে থাকা একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় ৷ পিঁপড়ের কামড়ে দেহটি ক্ষতবিক্ষত ছিল ৷ সন্দেহ হয় যে দেহটি স্থানীয় বাসিন্দা রমনবাবুর ৷ দেহ ও কাপড়ের মিল দেখে দেহটি শনাক্ত করেন তাঁর পরিজনরা ৷ এরপর পুলিশেরও আর সন্দেহ হয়নি ৷ দেহটি পরিবারের হাতে তুলে দেয় ৷
সেই মতো দেহ নিয়ে গিয়ে বাড়ির পাশে দাহ করা হয় ৷ এদিকে মানু কোটাম্বারাতে রমনবাবুকে দেখতে পান তাঁর এক আত্মীয় ৷ এরপর যখন তাঁরা গ্রামের বাড়িতে ফেরেন তখন সকলে অবাক হয়ে যান ৷ সবার মনে একটাই প্রশ্ন, মৃত ব্যক্তিকে দাহ করার পরও কীভাবে তিনি ফিরে আসতে পারেন ৷ এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ধন্দে পড়ে পুলিশ ৷ তাহলে কাকে দাহ করা হয়েছিল সেদিন ? ফের তদন্ত করা হবে বলে খবর ৷
জানা গিয়েছে, রমনবাবু ভবঘুরে ও দুর্বল স্মৃতিশক্তির মানুষ ছিলেন ৷ বাড়ি ছেড়ে মাঝে মাঝেই চলে যেতেন এবং কয়েকদিন পর পর ফিরে আসতেন ৷ এক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন :
2. জীবিত ব্যক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে বিপাকে ক্লার্ক ! চাঞ্চল্য ঘাটালে
3. স্বামী জীবিত তবু বিধবা ভাতা পাচ্ছেন স্ত্রী ! আজব কাণ্ড মেদিনীপুরে