ETV Bharat / bharat

Afghanistan Situation : কাবুলে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কেন্দ্র - Arindam Bagchi

ভারত সরকার আফগানিস্তানে আটকে পড়া সকল ভারতীয়র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷ আজ সরকারিভাবে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিবৃতি পেশ করেছে কেন্দ্র ৷

the-center-is-working-to-ensure-the-safety-of-indians-trapped-in-kabul-afghanistan
কাবুলে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কেন্দ্র
author img

By

Published : Aug 16, 2021, 8:42 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট : আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে এবার সরকারিভাবে সংবাদ মাধ্যমকে তথ্য দিল কেন্দ্র ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছেন, কাবুলের নিরাপত্তা ব্যবস্থা খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে ৷ এমনকি গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি খারাপ হচ্ছিল, বর্তমানে তা আরও জটিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি ৷

সরকারি ওই বিবৃতিতে মুখপাত্র অরিন্দ বাগচী বলেন, ‘‘ভারত সরকার আফগানিস্তানের পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে ৷ আমরা আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পর্যায়ক্রমে নির্দেশিকা জারি করে চলেছি ৷ এমনকি দ্রুত তাঁদের ভারতে ফেরানো নিয়েও কথা চলছে ৷’’ এমনকি সেদেশে আটকে পড়া ভারতীয়দের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে একটি ফোন নম্বর চালু করা হয়েছে বলে জানান অরিন্দম বাগচী ৷ পাশাপাশি সেখানকার কমিউনিটি মেম্বারদের সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ ভারত সরকার আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছে বলে জানান কেন্দ্রীয় মুখপাত্র ৷ কাবুলের 200-র বেশি ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গেছে ৷

সরকারি ওই বিবৃতি জানানো হয়েছে, ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে ৷ আফগানিস্তানের যে সকল প্রতিষ্ঠানের সঙ্গে ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷ এ নিয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘অনেক আফগান নাগরিক রয়েছেন, যাঁদের সঙ্গে আমাদের উন্নয়নমূলক, শিক্ষাগত সম্পর্ক রয়েছে ৷ তাঁদের পাশে আমরা দাঁড়াব ৷’’

আরও পড়ুন : Afghanistan Unrest : আফগানের আকাশসীমা বন্ধ, কাবুল যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার বিমান

কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক কাজকর্মও আজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ যা ভারতের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে বলে জানান তিনি ৷ তবে, সরকার বিমান পরিষেবা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে ৷ যাতে প্রত্যাবাসন বা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া পুনরায় শুরু করা যায় ৷ তবে, ভারত সরকার সেখানে আটকে পড়া সকল ভারতীয়র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 16 অগস্ট : আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে এবার সরকারিভাবে সংবাদ মাধ্যমকে তথ্য দিল কেন্দ্র ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছেন, কাবুলের নিরাপত্তা ব্যবস্থা খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে ৷ এমনকি গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি খারাপ হচ্ছিল, বর্তমানে তা আরও জটিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি ৷

সরকারি ওই বিবৃতিতে মুখপাত্র অরিন্দ বাগচী বলেন, ‘‘ভারত সরকার আফগানিস্তানের পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে ৷ আমরা আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পর্যায়ক্রমে নির্দেশিকা জারি করে চলেছি ৷ এমনকি দ্রুত তাঁদের ভারতে ফেরানো নিয়েও কথা চলছে ৷’’ এমনকি সেদেশে আটকে পড়া ভারতীয়দের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে একটি ফোন নম্বর চালু করা হয়েছে বলে জানান অরিন্দম বাগচী ৷ পাশাপাশি সেখানকার কমিউনিটি মেম্বারদের সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ ভারত সরকার আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছে বলে জানান কেন্দ্রীয় মুখপাত্র ৷ কাবুলের 200-র বেশি ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গেছে ৷

সরকারি ওই বিবৃতি জানানো হয়েছে, ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে ৷ আফগানিস্তানের যে সকল প্রতিষ্ঠানের সঙ্গে ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷ এ নিয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘অনেক আফগান নাগরিক রয়েছেন, যাঁদের সঙ্গে আমাদের উন্নয়নমূলক, শিক্ষাগত সম্পর্ক রয়েছে ৷ তাঁদের পাশে আমরা দাঁড়াব ৷’’

আরও পড়ুন : Afghanistan Unrest : আফগানের আকাশসীমা বন্ধ, কাবুল যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার বিমান

কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক কাজকর্মও আজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ যা ভারতের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে বলে জানান তিনি ৷ তবে, সরকার বিমান পরিষেবা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে ৷ যাতে প্রত্যাবাসন বা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া পুনরায় শুরু করা যায় ৷ তবে, ভারত সরকার সেখানে আটকে পড়া সকল ভারতীয়র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.