ETV Bharat / bharat

Pulwama Encounter : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি - দক্ষিণ কাশ্মীর এনকাউন্টার

পুলওয়ামার চান্দগামে এনকাউন্টার ৷ নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্য়ে গুলি বিনিময়ে নিকেশ জইশ-ই-মহম্মদের তিন জঙ্গি, জানিয়েছে পুলিশ (Terrorists killed in encounter in Chandgam) ৷

Terrorist encounter in Chandgam Pulwama
পুলওয়ামায় এনকাউন্টার, নিহত 1 জঙ্গি
author img

By

Published : Jan 5, 2022, 9:10 AM IST

Updated : Jan 5, 2022, 10:18 AM IST

শ্রীনগর, 5 জানুয়ারি : নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে মারা গেল তিন জঙ্গি ৷ বুধবার ভোরে ঘটনাটি জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলার চান্দগামে ঘটেছে, জানিয়েছে পুলিশ (Terrorists killed in encounter) ৷

কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) একটি টুইট করে জানিয়েছে, "জইশ-ই-মহম্মদ সংগঠনের 3 জন জঙ্গি মারা গিয়েছে ৷ এর মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা ৷ বহু অস্ত্রশস্ত্র মিলেছে ৷ এর মধ্যে দু'টি এম-4 কার্বাইন এবং একটি একে সিরিজের রাইফেল উদ্ধার করা হয়েছে ৷" কাশ্মীরের আইজিপি বিজয় কুমার একে একটা বড় সাফল্য বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন : JeM terrorists killed : উপত্যকায় জারি গুলির লড়াই, দুই পাক নাগরিক সহ খতম 6 জইশ জঙ্গি

নিরাপত্তা বাহিনীর যৌথ দল পুলওয়ামার চান্দগাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ৷ এরপর লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলিযুদ্ধ শুরু হয় ৷ আর তাতেই মারা গিয়েছে জঙ্গিরা ৷

24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) এটা দ্বিতীয় এনকাউন্টার ৷ আর 2022-এর প্রথম পাঁচ দিনে এটা পঞ্চম ৷ সোমবার শ্রীনগরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দু'টি এনকাউন্টার হয় শ্রীনগরে (Srinagar) ৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারায় (Kupwara, North Kashmir) একটি আর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama, South Kashmir) আরেকটি ৷

আরও পড়ুন : Pulwama Encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 2 জইশ কম্যান্ডার

মঙ্গলবার কুলগাম জেলার ওকে গ্রামে (Okay) মারা যায় দু'জন জঙ্গি ৷ তারা স্থানীয় এবং লস্কর-ই-তইবা জঙ্গি (LeT militants), দাবি করেছে পুলিশ ৷

শ্রীনগর, 5 জানুয়ারি : নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে মারা গেল তিন জঙ্গি ৷ বুধবার ভোরে ঘটনাটি জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলার চান্দগামে ঘটেছে, জানিয়েছে পুলিশ (Terrorists killed in encounter) ৷

কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) একটি টুইট করে জানিয়েছে, "জইশ-ই-মহম্মদ সংগঠনের 3 জন জঙ্গি মারা গিয়েছে ৷ এর মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা ৷ বহু অস্ত্রশস্ত্র মিলেছে ৷ এর মধ্যে দু'টি এম-4 কার্বাইন এবং একটি একে সিরিজের রাইফেল উদ্ধার করা হয়েছে ৷" কাশ্মীরের আইজিপি বিজয় কুমার একে একটা বড় সাফল্য বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন : JeM terrorists killed : উপত্যকায় জারি গুলির লড়াই, দুই পাক নাগরিক সহ খতম 6 জইশ জঙ্গি

নিরাপত্তা বাহিনীর যৌথ দল পুলওয়ামার চান্দগাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ৷ এরপর লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলিযুদ্ধ শুরু হয় ৷ আর তাতেই মারা গিয়েছে জঙ্গিরা ৷

24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) এটা দ্বিতীয় এনকাউন্টার ৷ আর 2022-এর প্রথম পাঁচ দিনে এটা পঞ্চম ৷ সোমবার শ্রীনগরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দু'টি এনকাউন্টার হয় শ্রীনগরে (Srinagar) ৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারায় (Kupwara, North Kashmir) একটি আর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama, South Kashmir) আরেকটি ৷

আরও পড়ুন : Pulwama Encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 2 জইশ কম্যান্ডার

মঙ্গলবার কুলগাম জেলার ওকে গ্রামে (Okay) মারা যায় দু'জন জঙ্গি ৷ তারা স্থানীয় এবং লস্কর-ই-তইবা জঙ্গি (LeT militants), দাবি করেছে পুলিশ ৷

Last Updated : Jan 5, 2022, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.