ETV Bharat / bharat

Terrible Accident in Mysore: মাইসোরে ভয়াবহ পথ দুঘর্টনার বলি শিশু-সহ 10, শোকপ্রকাশ রাষ্ট্রপতির - মাইসোরে দুর্ঘটনা

মাইসোরে ভয়াবহ পথ দুঘর্টনায় মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত পক্ষে 10 জনের ৷ শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Terrible Accident in Mysore
মাইসোরে ভয়াবহ পথ দুঘর্টনা
author img

By

Published : May 29, 2023, 10:54 PM IST

মাইসুরুতে ভয়াবহ পথ দুঘর্টনা

মাইসোর, 29 মে: সোমবার ভয়াবহ পথ দুঘর্টনায় মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত পক্ষে 10 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ কর্ণাটকের মাইসোরে বেসরকারি বাস ও ইনোভা গাড়ির সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ মৃতদের সকলেই বেলারি জেলার বাসিন্দা ৷ ভয়াবহ দুর্ঘটনায় দুটি পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন ৷ ঘটনাস্থলে নারাসিপুর পুলিশ ৷ সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহত পরিবারবর্গকে 2 লাখ টাকা ও আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

যাত্রীদের মধ্যে সন্দীপ (23),কোটরেশ (45) সুজাতা(35) একই পরিবারের সদস্য ৷ কোটরেশ-সুজাতা সন্দীপের বাবা-মা ৷ একইভাবে মঞ্জুনাথ (40), স্ত্রী পূর্ণিমা (30), বড় ছেলে কার্তিক (11), ছোট ছেলে পবন (7)-ও দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৷ আর এক পরিবারে মা গায়েত্রী (30) ও শিশু সন্তান শ্রভ্যার-ও (3) দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৷ ঘটনায় সংগনাকল গ্রামের বাসিন্দা জনার্ধন, তাঁর দুই ছেলে পুনিথ ও শশীকুমার গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ৷

  • Pained to learn about the unfortunate loss of lives including those of children in a road accident in Mysuru. My condolences to the bereaved families. I pray for the speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেলা পুলিশ সুপার সীমা লাতকর জানিয়েছেন, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মাইসোরের কুরুবুরু গ্রামের কাছে কোলেগল-টি নারাসিম্পুরা রাস্তায় ৷ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছোট গাড়িটি ৷ গাড়ির মধ্যে 10 জন যাত্রী ছিলেন ৷ বাসের অবস্থাও তথৈবচ ৷ গাড়ির যাত্রীরা বেলারি থেকে ফিরছিলেন মাদেশওয়াড়া মন্দির পরিদর্শন করে ৷ তাঁরা যাচ্ছিলেন মাইসোর শহরের দিকে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ তিনি টুইট করে লিখেছেন, "মাইসোরে মর্মান্তিক দুর্ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন ৷ আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ নিহত পরিবারবর্গের সদস্যদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ আহতদের সঠিক চিকিৎসার জন্যও সবরকম ব্যবস্থা রাখার কথা বলা হয়েছ ৷" ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

  • "Prime Minister Narendra Modi has announced an ex-gratia of Rs 2 lakh from PMNRF for the next of kin of those who have lost their lives in the tragedies in Mysuru and Dhanbad. The injured would be given Rs. 50,000," tweets PMO pic.twitter.com/y3qZm1Az9K

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনার আগের মুহূর্ত বাসের এক যাত্রীর মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছ ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল ৷ বিপরীত দিক থেকে ছোট ইনোভা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে ৷ দুটি গাড়ির গতি বেশি থাকায় ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটি ৷ গাড়ির ভিতরে থাকা যাত্রীদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেশ কিছু যাত্রীর দেহের দেহাংশও ৷

আরও পড়ুন: মর্মান্তিক! 25 হাজার ভোল্টের সংস্পর্শে যেতেই ঝলসে গেলেন রেলের 6 ঠিকা শ্রমিক

কৃষক নেতা কুরুবুরু সান্থাকুমার, এই দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি 10 লাখ টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন ৷ তিনি বলেছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি রাস্তার ধারের জঙ্গল পরিস্কার করে না ৷ ফলে রাস্তা বাঁক নেওয়ার সময় অপরদিক থেকে আসা গাড়ি দেখা যায় না৷ ফলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকে বলে অভিযোগ করেছেন তিনি ৷

মাইসুরুতে ভয়াবহ পথ দুঘর্টনা

মাইসোর, 29 মে: সোমবার ভয়াবহ পথ দুঘর্টনায় মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত পক্ষে 10 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ কর্ণাটকের মাইসোরে বেসরকারি বাস ও ইনোভা গাড়ির সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ মৃতদের সকলেই বেলারি জেলার বাসিন্দা ৷ ভয়াবহ দুর্ঘটনায় দুটি পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন ৷ ঘটনাস্থলে নারাসিপুর পুলিশ ৷ সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহত পরিবারবর্গকে 2 লাখ টাকা ও আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

যাত্রীদের মধ্যে সন্দীপ (23),কোটরেশ (45) সুজাতা(35) একই পরিবারের সদস্য ৷ কোটরেশ-সুজাতা সন্দীপের বাবা-মা ৷ একইভাবে মঞ্জুনাথ (40), স্ত্রী পূর্ণিমা (30), বড় ছেলে কার্তিক (11), ছোট ছেলে পবন (7)-ও দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৷ আর এক পরিবারে মা গায়েত্রী (30) ও শিশু সন্তান শ্রভ্যার-ও (3) দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৷ ঘটনায় সংগনাকল গ্রামের বাসিন্দা জনার্ধন, তাঁর দুই ছেলে পুনিথ ও শশীকুমার গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ৷

  • Pained to learn about the unfortunate loss of lives including those of children in a road accident in Mysuru. My condolences to the bereaved families. I pray for the speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেলা পুলিশ সুপার সীমা লাতকর জানিয়েছেন, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মাইসোরের কুরুবুরু গ্রামের কাছে কোলেগল-টি নারাসিম্পুরা রাস্তায় ৷ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছোট গাড়িটি ৷ গাড়ির মধ্যে 10 জন যাত্রী ছিলেন ৷ বাসের অবস্থাও তথৈবচ ৷ গাড়ির যাত্রীরা বেলারি থেকে ফিরছিলেন মাদেশওয়াড়া মন্দির পরিদর্শন করে ৷ তাঁরা যাচ্ছিলেন মাইসোর শহরের দিকে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ তিনি টুইট করে লিখেছেন, "মাইসোরে মর্মান্তিক দুর্ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন ৷ আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ নিহত পরিবারবর্গের সদস্যদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ আহতদের সঠিক চিকিৎসার জন্যও সবরকম ব্যবস্থা রাখার কথা বলা হয়েছ ৷" ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

  • "Prime Minister Narendra Modi has announced an ex-gratia of Rs 2 lakh from PMNRF for the next of kin of those who have lost their lives in the tragedies in Mysuru and Dhanbad. The injured would be given Rs. 50,000," tweets PMO pic.twitter.com/y3qZm1Az9K

    — ANI (@ANI) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনার আগের মুহূর্ত বাসের এক যাত্রীর মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছ ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল ৷ বিপরীত দিক থেকে ছোট ইনোভা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে ৷ দুটি গাড়ির গতি বেশি থাকায় ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটি ৷ গাড়ির ভিতরে থাকা যাত্রীদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেশ কিছু যাত্রীর দেহের দেহাংশও ৷

আরও পড়ুন: মর্মান্তিক! 25 হাজার ভোল্টের সংস্পর্শে যেতেই ঝলসে গেলেন রেলের 6 ঠিকা শ্রমিক

কৃষক নেতা কুরুবুরু সান্থাকুমার, এই দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি 10 লাখ টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন ৷ তিনি বলেছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি রাস্তার ধারের জঙ্গল পরিস্কার করে না ৷ ফলে রাস্তা বাঁক নেওয়ার সময় অপরদিক থেকে আসা গাড়ি দেখা যায় না৷ ফলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকে বলে অভিযোগ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.