ETV Bharat / bharat

T Raja Singh: রাজা সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে বনধের জেরে কড়া নিরাপত্তা বলয়ে হায়দরাবাদ - প্রিভেন্টিভ ডিটেনশন আইন

বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার হয়েছেন বিধায়ক টি রাজা সিং (T Raja Singh) ৷ এই কারণে তাঁকে সাসপেন্ডও করেছে বিজেপি (BJP) ৷ কিন্তু তাঁর গ্রেফতারির প্রতিবাদে শনিবার শ্রীরাম যুব সেনার (Sriram Yuva Sena) ডাকে বনধ চলছে হায়দরাবাদের বিস্তীর্ণ অংশে ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷

Telangana Police Tighten security in Hyderabad in view of bandh over Raja Singh arrest
T Raja Singh: রাজা সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে বনধের জেরে কড়া নিরাপত্তা বলয়ে হায়দরাবাদ
author img

By

Published : Sep 3, 2022, 1:59 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর : বিজেপি (BJP) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক টি রাজা সিংকে (T Raja Singh) গ্রেফতারির প্রতিবাদে শনিবার বনধের ডাক দিয়েছে তার অনুগামীরা ৷ তেলঙ্গানার (Telangana) গোশামহল বিধানসভা এলাকায় চলছে এই বনধ ৷ সেই কারণে তেলঙ্গানা পুলিশের তরফে ওই এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷

এই বনধ ডেকেছে শ্রীরাম যুব সেনা (Sriram Yuva Sena) ৷ টি রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ প্রিভেন্টিভ ডিটেনশন আইনও (Preventive Detention Act) প্রয়োগ করেছে ৷ তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে এই সেনা ৷

পুলিশের আশঙ্কা, এই বনধকে কেন্দ্র গোলমাল হতে পারে ৷ তাই স্থানীয় বেগম বাজার, গোশামহল, মঙ্গলহাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ যদিও বনধের কারণে এদিন এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধই ছিল ৷ টিম্বার মার্চেন্স অ্যান্ড শ মিলারস অ্যাসোসিয়েশন আগেই বনধে দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷

তবে কেউ যদি দোকান খোলা রাখেন আর সেই দোকান যদি জোর করে বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ৷ তাই এলাকার পরিস্থিতির দিকে পুলিশের কড়া নজরদারি চলছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজা সিং বিতর্কিত মন্তব্যের জন্যই পরিচিত ৷ 2004 সাল থেকে তাঁর বিরুদ্ধে 101টি ফৌজদারি মামলা দায়ের হয়ে রয়েছে ৷ হায়দরাবাদের (Hyderabad) বিভিন্ন থানায় তাঁর নামে 18 এফআইআর রয়েছে সাম্প্রদায়িক বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ৷

গত 22 অগস্ট সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে রাজা সিংয়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ তাঁকে গত অগস্টের 25 তারিখ গ্রেফতার করে পুলিশ ৷ তার পর ব্যাপক বিক্ষোভ হয়েছিল ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷

এদিকে রাজা সিংকে প্রথমে রাখা হয়েছিল চেরলাপল্লি সেন্ট্রাল জেলে ৷ পরে তাঁকে মানাসা ব্যারাক থেকে শ্রদ্ধা ব্যারাকে নিরাপত্তার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ মানাসা ব্লকের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে ৷ সেখানে যাঁরা বিধায়কের সঙ্গে দেখা করতে আসছেন, তাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

আরও পড়ুন : ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর : বিজেপি (BJP) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক টি রাজা সিংকে (T Raja Singh) গ্রেফতারির প্রতিবাদে শনিবার বনধের ডাক দিয়েছে তার অনুগামীরা ৷ তেলঙ্গানার (Telangana) গোশামহল বিধানসভা এলাকায় চলছে এই বনধ ৷ সেই কারণে তেলঙ্গানা পুলিশের তরফে ওই এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷

এই বনধ ডেকেছে শ্রীরাম যুব সেনা (Sriram Yuva Sena) ৷ টি রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ প্রিভেন্টিভ ডিটেনশন আইনও (Preventive Detention Act) প্রয়োগ করেছে ৷ তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে এই সেনা ৷

পুলিশের আশঙ্কা, এই বনধকে কেন্দ্র গোলমাল হতে পারে ৷ তাই স্থানীয় বেগম বাজার, গোশামহল, মঙ্গলহাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ যদিও বনধের কারণে এদিন এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধই ছিল ৷ টিম্বার মার্চেন্স অ্যান্ড শ মিলারস অ্যাসোসিয়েশন আগেই বনধে দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷

তবে কেউ যদি দোকান খোলা রাখেন আর সেই দোকান যদি জোর করে বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ৷ তাই এলাকার পরিস্থিতির দিকে পুলিশের কড়া নজরদারি চলছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজা সিং বিতর্কিত মন্তব্যের জন্যই পরিচিত ৷ 2004 সাল থেকে তাঁর বিরুদ্ধে 101টি ফৌজদারি মামলা দায়ের হয়ে রয়েছে ৷ হায়দরাবাদের (Hyderabad) বিভিন্ন থানায় তাঁর নামে 18 এফআইআর রয়েছে সাম্প্রদায়িক বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ৷

গত 22 অগস্ট সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে রাজা সিংয়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ তাঁকে গত অগস্টের 25 তারিখ গ্রেফতার করে পুলিশ ৷ তার পর ব্যাপক বিক্ষোভ হয়েছিল ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷

এদিকে রাজা সিংকে প্রথমে রাখা হয়েছিল চেরলাপল্লি সেন্ট্রাল জেলে ৷ পরে তাঁকে মানাসা ব্যারাক থেকে শ্রদ্ধা ব্যারাকে নিরাপত্তার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ মানাসা ব্লকের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে ৷ সেখানে যাঁরা বিধায়কের সঙ্গে দেখা করতে আসছেন, তাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

আরও পড়ুন : ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.