ওয়ারঙ্গল (তেলাঙ্গানা), 6 জানুয়ারি: 15 বছরের এক কিশোরীর (15 Year Old Girl) উপর যৌন নির্যাতন (Sexual Harassment) চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তরা ওই কিশোরীরই আত্মীয় ৷ সম্পর্কে তাঁরা কিশোরীর দাদা ! অভিযোগ, কিশোরীকে বিবস্ত্র করে তার ছবি তুলে রাখেন অভিযুক্তরা ! তৈরি করেন ভিডিয়ো ! তারপর সেইসব ছবি এবং ভিডিয়ো দেখিয়ে লাগাতার ওই কিশোরীকে ব্ল্যাকমেল করা হয় ৷ পরবর্তীতে, গোটা ঘটনা জানার পর কিশোরীর মা স্থানীয় থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয় ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) ওয়ারঙ্গল (Warangal) শহরে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী কিশোরীর বাড়ি ওয়ারঙ্গলে ৷ সে দশম শ্রেণির ছাত্রী ৷ তার দুই দূর সম্পর্কে দাদা রয়েছেন ৷ তাঁদের একজনের বয়স 26 বছর এবং অন্যজনের বয়স 22 বছর ৷ এঁরা দু'জনই কিশোরীর বাড়ির কাছে থাকেন ৷ অভিযোগ, কিশোরীকে ভুল বুঝিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্তরা ৷ তারপর সেখানেই মেয়েটির উপর যৌন নির্যাতন চালানো হয় ৷ এমনকী, মেয়েটির বিবস্ত্র ছবি ও ভিডিয়ো তৈরি করে রাখেন অভিযুক্তরা ৷ এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেল ৷ ওই ছবি ও ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত দুই যুবক মেয়েটিকে বারবার নিগ্রহ করেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন: ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেইল ! গ্রেফতার মাদ্রাসার শিক্ষক
এসবের জেরে মেয়েটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ে ৷ একদিন বাড়িতে মায়ের সামনেই অদ্ভূত কিছু অঙ্গভঙ্গি করছিল মেয়েটি ! যা দেখে তার মায়ের সন্দেহ হয় ৷ তিনি মেয়েকে তিরস্কার করেন ৷ বকুনি খেয়ে ভয় পেয়ে যায় মেয়েটি ৷ শেষে মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে ৷ এরপর ওই কিশোরীর মা স্থানীয় মিলস কলোনি থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক অন্য ধারায় মামলা রুজু করে পুলিশ ৷ তাঁদের গ্রেফতার করা হয় ৷ এদিকে, এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ এলাকার বিজেপি নেতাদের নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে হামলা চালান তাঁরা ৷ সেই বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িটিতেও ভাঙচুর চালানো হয় ৷