হায়দরাবাদ, 29 নভেম্বর: আদালতের নির্দেশ অমান্য করে কী করে মার্গদর্শী চিটফান্ডের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল অন্ধ্রপ্রদেশ সিআইডি, সেই প্রশ্ন তুলল তেলেঙ্গানা হাইকোর্ট ৷ এর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মার্গদর্শী চিট ফান্ড মামলায় কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না অন্ধ্রপ্রদেশ সিআইডি, তারপরেই এভাবে লুকআউট নোটিশ জারি করা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, সংস্থার কর্তার বিরুদ্ধে এভাবে নোটিশ জারি করা কড়া পদক্ষেপেরই সামিল ৷ বিষয়টি কি আদলতের অবমাননা নয়, সিআইডি-এর উদ্দেশ্যে এই প্রশ্নও করেছে হাইকোর্ট ৷
মামলার শুনানিতে অন্ধ্রপ্রদেশ সিআইডির তরফে এফিডেভিড জমা দেওয়ার জন্য সময় চাওয়া হলে তা মঞ্জুর করে হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি 15 ডিসেম্বর ৷ গত 21 মার্চ হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দিয়েছিল মার্গদর্শী কেসে কোনও কঠোর পরক্ষেপ করা যাবে না ৷ কিন্তু সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টরেটের বিরুদ্ধে সম্প্রতি লুকআউট নোটিশ জারি করে সিআইডি ৷ এর পরেই পৃথক পৃথক ভাবে মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেড ও সংস্থার এমডি সিএইচ. শৈলজা কিরণ হাইকোর্টে অন্ধ্রপ্রদেশ সিআইডির বিরুদ্ধে আদলত অবমাননার মামলা দায়ের করেন ৷ মঙ্গলবার বিচারপতি কে সুরেন্দরের এজলাসে মামলাটি ওঠে ৷
মার্গদর্শী চিট ফান্ডের হয়ে আইনজীবী দাম্মালাপতি শ্রীনিবাস ও আইনজীবী ভাসিরেড্ডি বিমল ভর্মা হাইকোর্টে সওয়াল করেন ৷ তাঁরা জানান, এর আগেও নিজেদের এভিডেভিড জমা দেওয়ার জন্য সময় চেয়েছিল সিআইডি, কিন্তু কোনও হলফনামা দেওয়া হয়নি ৷ উলটোদিকে অন্ধ্রপ্রদেশ সিআইডির আইনজীবী কৈলাশনাথ রেড্ডি জানান, এই লুকআউট নোটিশ জারি করতেই হতো ৷ এরপর বিচারক জানান, সিআইডি যদি এই কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করতে হবে হাইকোর্টকে ৷
এর পালটা সিআইডির আইনজীবী জানান, তদন্তকারীদের না জানিয়েই মার্গদর্শীর এমডি বিদেশে গিয়েছিলেন, তাই ওই লুকআউট নোটিশ জারি করতে হয়েছে সিআইডিকে ৷ কিন্তু সিআইডি-এর এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি ৷ তিনি জানতে চান সিআইডির বিরুদ্ধে কেন আদালত অবমাননার নোটিশ জারি করা হবে না ৷ এরপরেই এই বিষয়ে হলফনামা দেওয়ার জন্য সময় চেয়ে নেন সিআইডির আইনজীবী ৷ এরপরেই মামলার পরবর্তী শুনানির দিন 15 ডিসেম্বর ধার্য করেন বিচারপতি ৷
আরও পড়ুন: