ETV Bharat / bharat

PV Narasimha Rao : জন্মশতবর্ষে নরসিমা রাওয়ের মূর্তি স্থাপন হচ্ছে তেলাঙ্গানায়

জন্মশতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের (PV Narasimha Rao) মূর্তি উন্মোচন করলেন তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসই সৌন্দরারাজন (Tamilisai Soundararajan) ৷ তিনি আগেই টুইট করে 28 জুন সোমবার 16 ফুটের এই মূর্তি স্থাপন কথা জানিয়েছিলেন ৷ এদিন হায়দরাবাদ শহরের নেকলেস রোডে মূর্তিটি বসানো হয়েছে ৷

author img

By

Published : Jun 28, 2021, 9:41 AM IST

Updated : Jun 28, 2021, 2:08 PM IST

পিভি নরসিমা রাও
পিভি নরসিমা রাও

হায়দরাবাদ, 28 জুন : পিভি নরসিমা রাওয়ের (PV Narasimha Rao) জন্মশতবর্ষে তাঁর মূর্তি স্থাপন করল তেলাঙ্গানা সরকার ৷ পামুলাপার্থী ভেঙ্কাটা নরসিমা রাও তৎকালীন অন্ধ্রপ্রদেশের লেকনেপল্লি গ্রামে, যা এখন তেলাঙ্গানার অন্তর্গত, এক তেলগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ৷ দক্ষিণ ভারতীয় হিসাবে নরসিমা রাও হলেন প্রথম যিনি প্রধানমন্ত্রী হন ৷ জাতীয় কংগ্রেসর এই নেতা দেশের দশম প্রধানমন্ত্রী হিসাবে দফতর সামলান 1991 থেকে 1996 সাল অবধি ৷ দেশের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের জন্য তাঁকে চাণক্যের সঙ্গের তুলনা করেন বিশেষজ্ঞরা ৷

অনেকের মতেই ভারতীয় রাজনীতিতে অন্যতম ঘটনাবহুল হল আইনে স্নাতকোত্তর নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্ব ৷ মনমোহন সিংকে অর্থমন্ত্রী নিয়োগ করেন তিনি ৷ মনমোহন সিং আইএমএফের নীতি প্রয়োগ করে দেশকে দেউলিয়া হওয়া থেকে আটকান ৷ প্রধানমন্ত্রী হিসাবে দেশের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি নরসিমা রাও তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ভূমি সংস্কার নীতির ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ করেন ৷ তাঁর প্রবর্তিত ভূমি সংস্কার নীতি পরবর্তীতে অন্য অনেক রাজ্য গ্রহণ করে ৷ পাশাপাশি তাঁর প্রধামন্ত্রিত্বকালেই জাতীয় কংগ্রেস ব্যতিত দেশে আরও একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে ৷ তাঁর সময় থেকেই ভারতীয় জনতা পার্টি (BJP) শক্তিশালী হয়ে উঠতে থাকে ৷ 1947 সালের পর জাতীয় কংগ্রেসের (Indian National Congress) পাশাপাশি দক্ষিণপন্থী বিজেপির উত্থান দেশীয় রাজনীতিতে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাও ঘটে ৷ এই প্রসঙ্গে তাঁর লেখা একটি বইও রয়েছে, 'অযোধ্যা; 6 ডিসেম্বর 1992' ৷

এদিন রাজ্যপাল তামিলিসই সৌন্দরারাজন (Tamilisai Soundararajan) তাঁর মূর্তি স্থাপন করেন ৷ তিনি টুইট করে জানান, সোমবার সকাল 11টায় তাঁর জন্মদিনে হায়দরাবাদ শহরের নেকলেস রোডে প্রাক্তন প্রধানমন্ত্রীর 16 ফুট উচ্চতার মূর্তি বসবে ৷ তার জন্য তিনি পুদুচেরি থেকে হায়দরাবাদে রাজভবনে এসেছেন গতকালই ৷

তাঁর নাতি এবং তেলাঙ্গানা রাজ্য বিজেপির মুখপাত্র এনভি সুভাষ (NV Subhash) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জন্মশতবর্ষে পিভি নরসিমা রাওয়ের 16 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হবে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রবর্তন করা ভূমি ও অর্থনৈতিক সংস্কারগুলি দেশজুড়ে প্রশংসা পেয়েছে । তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে ভূমি সংস্কার চালু করেছিলেন তা পরে দেশের অন্য অনেক রাজ্যই ব্যবহার করেছিল । অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর চালু করা সংস্কার দেশের পরবর্তী সরকারগুলি ব্যবহার করেছে ৷

তেলাঙ্গানার পশুপালন, মৎস্য ও সিনেমাটোগ্রাফি প্রতিমন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব বলেন, নরসিমা রাওয়ের প্রবর্তিত সংস্কারের হাত ধরেই এখনও দেশ চলছে ৷ বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বছর খানেক ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছেন ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে 2004 সালে 16 মে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একবারের বিধায়ক এবং ছ'বারের সাংসদ নরসিমা রাও ৷ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় হায়দরাবাদে ৷ রাজনীতি ছাড়াও তাঁর বিশেষ আগ্রহ ছিল সাহিত্য এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে ৷ পাশাপাশি রপ্ত ছিল কমপক্ষে 17টি ভাষা ৷ তিরিশের দশকের শেষের দিকে দেশের স্বদেশী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : জন্মদিনে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

হায়দরাবাদ, 28 জুন : পিভি নরসিমা রাওয়ের (PV Narasimha Rao) জন্মশতবর্ষে তাঁর মূর্তি স্থাপন করল তেলাঙ্গানা সরকার ৷ পামুলাপার্থী ভেঙ্কাটা নরসিমা রাও তৎকালীন অন্ধ্রপ্রদেশের লেকনেপল্লি গ্রামে, যা এখন তেলাঙ্গানার অন্তর্গত, এক তেলগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ৷ দক্ষিণ ভারতীয় হিসাবে নরসিমা রাও হলেন প্রথম যিনি প্রধানমন্ত্রী হন ৷ জাতীয় কংগ্রেসর এই নেতা দেশের দশম প্রধানমন্ত্রী হিসাবে দফতর সামলান 1991 থেকে 1996 সাল অবধি ৷ দেশের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের জন্য তাঁকে চাণক্যের সঙ্গের তুলনা করেন বিশেষজ্ঞরা ৷

অনেকের মতেই ভারতীয় রাজনীতিতে অন্যতম ঘটনাবহুল হল আইনে স্নাতকোত্তর নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্ব ৷ মনমোহন সিংকে অর্থমন্ত্রী নিয়োগ করেন তিনি ৷ মনমোহন সিং আইএমএফের নীতি প্রয়োগ করে দেশকে দেউলিয়া হওয়া থেকে আটকান ৷ প্রধানমন্ত্রী হিসাবে দেশের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি নরসিমা রাও তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ভূমি সংস্কার নীতির ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ করেন ৷ তাঁর প্রবর্তিত ভূমি সংস্কার নীতি পরবর্তীতে অন্য অনেক রাজ্য গ্রহণ করে ৷ পাশাপাশি তাঁর প্রধামন্ত্রিত্বকালেই জাতীয় কংগ্রেস ব্যতিত দেশে আরও একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে ৷ তাঁর সময় থেকেই ভারতীয় জনতা পার্টি (BJP) শক্তিশালী হয়ে উঠতে থাকে ৷ 1947 সালের পর জাতীয় কংগ্রেসের (Indian National Congress) পাশাপাশি দক্ষিণপন্থী বিজেপির উত্থান দেশীয় রাজনীতিতে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাও ঘটে ৷ এই প্রসঙ্গে তাঁর লেখা একটি বইও রয়েছে, 'অযোধ্যা; 6 ডিসেম্বর 1992' ৷

এদিন রাজ্যপাল তামিলিসই সৌন্দরারাজন (Tamilisai Soundararajan) তাঁর মূর্তি স্থাপন করেন ৷ তিনি টুইট করে জানান, সোমবার সকাল 11টায় তাঁর জন্মদিনে হায়দরাবাদ শহরের নেকলেস রোডে প্রাক্তন প্রধানমন্ত্রীর 16 ফুট উচ্চতার মূর্তি বসবে ৷ তার জন্য তিনি পুদুচেরি থেকে হায়দরাবাদে রাজভবনে এসেছেন গতকালই ৷

তাঁর নাতি এবং তেলাঙ্গানা রাজ্য বিজেপির মুখপাত্র এনভি সুভাষ (NV Subhash) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জন্মশতবর্ষে পিভি নরসিমা রাওয়ের 16 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হবে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রবর্তন করা ভূমি ও অর্থনৈতিক সংস্কারগুলি দেশজুড়ে প্রশংসা পেয়েছে । তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে ভূমি সংস্কার চালু করেছিলেন তা পরে দেশের অন্য অনেক রাজ্যই ব্যবহার করেছিল । অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর চালু করা সংস্কার দেশের পরবর্তী সরকারগুলি ব্যবহার করেছে ৷

তেলাঙ্গানার পশুপালন, মৎস্য ও সিনেমাটোগ্রাফি প্রতিমন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব বলেন, নরসিমা রাওয়ের প্রবর্তিত সংস্কারের হাত ধরেই এখনও দেশ চলছে ৷ বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বছর খানেক ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছেন ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে 2004 সালে 16 মে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একবারের বিধায়ক এবং ছ'বারের সাংসদ নরসিমা রাও ৷ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় হায়দরাবাদে ৷ রাজনীতি ছাড়াও তাঁর বিশেষ আগ্রহ ছিল সাহিত্য এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে ৷ পাশাপাশি রপ্ত ছিল কমপক্ষে 17টি ভাষা ৷ তিরিশের দশকের শেষের দিকে দেশের স্বদেশী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : জন্মদিনে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Last Updated : Jun 28, 2021, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.