ETV Bharat / bharat

Telangana Girl Gang Raped in Lucknow: তেলেঙ্গানার যুবতিকে চাকরি দেওয়ার নামে লখনউয়ে ডেকে 'গণধর্ষণ', গ্রেফতার 3 - চাকরি দেওয়ার নাম করে গণধর্ষণ

বন্ধু চাকরির আশ্বাস দেওয়ায় তেলেঙ্গানা থেকে লখনউ গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেখানে চাকরি দেওয়া তো দূর অস্ত, দুই সহযোগীকে নিয়ে যুবতিকে গণধর্ষণ করল যুবক ৷ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 9:28 AM IST

লখনউ, 19 অক্টোবর: চাকরি দেওয়ার নাম করে ডেকে দুই সহযোগীকে নিয়ে বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে লখনউয়ের জানকিপুরম থানা এলাকায় ৷ নির্যাতিতা তেলেঙ্গানার বাসিন্দা ৷ পুলিশ জানতে পেরেছে, লখনউতে তাঁকে কাজের জন্য ডেকেছিল বন্ধু ৷ তারপরই সহযোগীদের সঙ্গে নিয়ে এই দুষ্কর্ম ঘটায় ৷ এই ঘটনায় যুবতি শহরের জানকিপুরম থানায় অভিযুক্তদের নামে এফআইআর করেন ৷ তার ভিত্তিতে তদন্তে নেমে তিন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

জানকিপুরম থানার ইনচার্জ জানান, যুবতি কয়েকদিন আগে হায়দরাবাদ থেকে লখনউ আসেন ৷ তাঁর একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল ৷ এই বিষয়ে তাঁর বন্ধু হায়দরাবাদের বাসিন্দা মণীশ শর্মার সঙ্গে কথা হয় ৷ সে যুবতিকে লখনউতে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি, দ্রুত সেখানে আসতে বলে ৷ বন্ধুর কাছ থেকে চাকরি পাওয়ার আশ্বাস পেয়েই তেলেঙ্গানা থেকে বিমানে লখনউ আসেন যুবতি ৷

আরও পড়ুন : অপহরণ করে ধর্ষণ ! ভয় দেখাতে চিমটে দিয়ে নাবালিকার হাত পোড়াল প্রতিবেশী যুবক

থানায় দায়ের করা অভিযোগে যুবতি জানিয়েছেন, মণীশ তাঁকে বিমানবন্দরে আনতে গিয়েছিল ৷ সেখান থেকে লখনউয়ের জানকিপুরমে তার বাড়ির কাছের একটি হোটেলে নিয়ে যায় ৷ সেখানেই যুবতিকে থাকতে বলে চলে যায় মণীশ ৷ এরপর 18 অক্টোবর বুধবার দুই বন্ধু অভিষেক ও তুকারামকে নিয়ে হোটেলে পৌঁছে তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করে মণীশ ৷ হঠাৎই তিনজনের আচরণ বদলে যায় ৷ হোটেলের ঘরেই যুবতিকে গণধর্ষণ করে তারা ৷ থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, যুবতির অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে 376 ডি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যুবতির পরিবারকে খবর দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : গর্ভবতী নাবালিকা, ধর্ষণের অভিযোগ সরকারি কাজে সাহায্যকারী ভলেন্টিয়ারের বিরুদ্ধে

লখনউ, 19 অক্টোবর: চাকরি দেওয়ার নাম করে ডেকে দুই সহযোগীকে নিয়ে বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে লখনউয়ের জানকিপুরম থানা এলাকায় ৷ নির্যাতিতা তেলেঙ্গানার বাসিন্দা ৷ পুলিশ জানতে পেরেছে, লখনউতে তাঁকে কাজের জন্য ডেকেছিল বন্ধু ৷ তারপরই সহযোগীদের সঙ্গে নিয়ে এই দুষ্কর্ম ঘটায় ৷ এই ঘটনায় যুবতি শহরের জানকিপুরম থানায় অভিযুক্তদের নামে এফআইআর করেন ৷ তার ভিত্তিতে তদন্তে নেমে তিন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

জানকিপুরম থানার ইনচার্জ জানান, যুবতি কয়েকদিন আগে হায়দরাবাদ থেকে লখনউ আসেন ৷ তাঁর একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল ৷ এই বিষয়ে তাঁর বন্ধু হায়দরাবাদের বাসিন্দা মণীশ শর্মার সঙ্গে কথা হয় ৷ সে যুবতিকে লখনউতে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি, দ্রুত সেখানে আসতে বলে ৷ বন্ধুর কাছ থেকে চাকরি পাওয়ার আশ্বাস পেয়েই তেলেঙ্গানা থেকে বিমানে লখনউ আসেন যুবতি ৷

আরও পড়ুন : অপহরণ করে ধর্ষণ ! ভয় দেখাতে চিমটে দিয়ে নাবালিকার হাত পোড়াল প্রতিবেশী যুবক

থানায় দায়ের করা অভিযোগে যুবতি জানিয়েছেন, মণীশ তাঁকে বিমানবন্দরে আনতে গিয়েছিল ৷ সেখান থেকে লখনউয়ের জানকিপুরমে তার বাড়ির কাছের একটি হোটেলে নিয়ে যায় ৷ সেখানেই যুবতিকে থাকতে বলে চলে যায় মণীশ ৷ এরপর 18 অক্টোবর বুধবার দুই বন্ধু অভিষেক ও তুকারামকে নিয়ে হোটেলে পৌঁছে তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করে মণীশ ৷ হঠাৎই তিনজনের আচরণ বদলে যায় ৷ হোটেলের ঘরেই যুবতিকে গণধর্ষণ করে তারা ৷ থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, যুবতির অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে 376 ডি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যুবতির পরিবারকে খবর দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : গর্ভবতী নাবালিকা, ধর্ষণের অভিযোগ সরকারি কাজে সাহায্যকারী ভলেন্টিয়ারের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.