ETV Bharat / bharat

KCR to Buy Aircraft: প্রস্তাবিত জাতীয় দলের প্রচারে ব্যক্তিগত বিমান কিনছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী - K Chandrasekhar Rao to Form A National Party

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তাঁর প্রস্তাবিত জাতীয় দলের ঘোষণা (K Chandrasekhar Rao to Form A National Party) করতে চলেছেন আগামী 5 অক্টোবর, দশেরার দিন ৷ ওই দিনেই তিনি একটি ব্যক্তিগত 12 আসনের বিমান কেনার কথাও ঘোষণা করতে পারেন (Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft) ৷ জানা গিয়েছে, প্রস্তাবিত জাতীয় দলের প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে যেতে সেই বিমান ব্যবহার করা হবে ৷

Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft for National Party Tours
Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft for National Party Tours
author img

By

Published : Sep 30, 2022, 11:52 AM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft) ৷ তাঁর প্রস্তাবিত জাতীয় দলকে শক্তিশালী করতে টিআরএস নেতাদের দেশভ্রমণের জন্য এই ব্যক্তিগত 12 আসনের বিমান কেনা হচ্ছে ৷ এমনটাই টিআরএস এর একটি সূত্র মারফত জানানো হয়েছে ৷ দশেরার দিন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (Telangana Rashtra Samiti) শীর্ষনেতৃত্ব এই ছোট বিমান কেনার অর্ডার দিতে চলেছেন বলে খবর ৷ প্রসঙ্গত, ওইদিনেই জাতীয় দল গঠনের প্রস্তাবে সম্মতি জানাতে চলেছে টিআইএস শীর্ষনেতৃত্ব (K Chandrasekhar Rao to Form A National Party) ৷

টিআরএস ওই সূত্র জানিয়েছে, গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার জাতীয় দল গঠনের প্রক্রিয়া নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ সেখানেই জাতীয় দল গঠনের জন্য যে প্রচার অভিযান চলবে, তার জন্য মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো সহ-অন্যান্য নেতাদের যাতায়াতের জন্য 12 আসনের বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে (KCR to Buy Aircraft) ৷ এদিকে কে চন্দ্রশেখর রাও ইতিমধ্যে তাঁর জাতীয় দল গঠনের কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার কাজ শুরু করে দিয়েছেন ৷ এ বার সেই প্রচার কাজে আরও গতি আনতে চাইছেন কেসিআর ৷ আর সেই লক্ষ্যে এ বার ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

দলীয় সূত্রের দাবি, 12 আসনের ব্যক্তিগত বিমান কেনার জন্য 80 কোটি টাকা খরচ করতে প্রস্তুত টিআরএস ৷ এই মুহূর্তে কেসিআর এর দলের ফান্ডে 865 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, এই ব্যক্তিগত বিমান কেনার জন্য অনুদান সংগ্রহ করবে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৷

আরও পড়ুন: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !

বর্তমানে কেসিআর তাঁর ভারত ভ্রমণের জন্য ব্যক্তিগত বিমান ভাড়া করেছেন ৷ তাঁর উদ্দেশ্যে জাতীয়স্তরে একটি শক্তিশালী বিরোধী ঐক্যের জোট তৈরি করা ৷ আর আগামী 5 অক্টোবর দশেরার দিন কেসিআর তাঁর নতুন জাতীয় দলের ঘোষণা করতে চলেছেন ৷ সেই দলের প্রচারের জন্য একটি ব্যক্তিগত বিমান কেনা খুবই প্রয়োজনীয় বলে বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৷ আর কেসিআর নিজেই সেই বিমান কেনবার কথা ঘোষণা করবেন বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft) ৷ তাঁর প্রস্তাবিত জাতীয় দলকে শক্তিশালী করতে টিআরএস নেতাদের দেশভ্রমণের জন্য এই ব্যক্তিগত 12 আসনের বিমান কেনা হচ্ছে ৷ এমনটাই টিআরএস এর একটি সূত্র মারফত জানানো হয়েছে ৷ দশেরার দিন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (Telangana Rashtra Samiti) শীর্ষনেতৃত্ব এই ছোট বিমান কেনার অর্ডার দিতে চলেছেন বলে খবর ৷ প্রসঙ্গত, ওইদিনেই জাতীয় দল গঠনের প্রস্তাবে সম্মতি জানাতে চলেছে টিআইএস শীর্ষনেতৃত্ব (K Chandrasekhar Rao to Form A National Party) ৷

টিআরএস ওই সূত্র জানিয়েছে, গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার জাতীয় দল গঠনের প্রক্রিয়া নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ সেখানেই জাতীয় দল গঠনের জন্য যে প্রচার অভিযান চলবে, তার জন্য মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো সহ-অন্যান্য নেতাদের যাতায়াতের জন্য 12 আসনের বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে (KCR to Buy Aircraft) ৷ এদিকে কে চন্দ্রশেখর রাও ইতিমধ্যে তাঁর জাতীয় দল গঠনের কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার কাজ শুরু করে দিয়েছেন ৷ এ বার সেই প্রচার কাজে আরও গতি আনতে চাইছেন কেসিআর ৷ আর সেই লক্ষ্যে এ বার ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

দলীয় সূত্রের দাবি, 12 আসনের ব্যক্তিগত বিমান কেনার জন্য 80 কোটি টাকা খরচ করতে প্রস্তুত টিআরএস ৷ এই মুহূর্তে কেসিআর এর দলের ফান্ডে 865 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, এই ব্যক্তিগত বিমান কেনার জন্য অনুদান সংগ্রহ করবে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৷

আরও পড়ুন: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !

বর্তমানে কেসিআর তাঁর ভারত ভ্রমণের জন্য ব্যক্তিগত বিমান ভাড়া করেছেন ৷ তাঁর উদ্দেশ্যে জাতীয়স্তরে একটি শক্তিশালী বিরোধী ঐক্যের জোট তৈরি করা ৷ আর আগামী 5 অক্টোবর দশেরার দিন কেসিআর তাঁর নতুন জাতীয় দলের ঘোষণা করতে চলেছেন ৷ সেই দলের প্রচারের জন্য একটি ব্যক্তিগত বিমান কেনা খুবই প্রয়োজনীয় বলে বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৷ আর কেসিআর নিজেই সেই বিমান কেনবার কথা ঘোষণা করবেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.