ETV Bharat / bharat

Schools Shut : কোভিড রুখতে তেলাঙ্গানা-পঞ্জাবে বন্ধ স্কুল, জারি নাইট কার্ফু - পঞ্জাবে নাইট কার্ফু

কোভিড সংক্রমণ সাংঘাতিক বেড়ে চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল পঞ্জাব ও তেলাঙ্গানায় (Telangana schools to remain shut from Jan 8 to 16) ৷ পঞ্জাবে জারি হয়েছে নাইট কার্ফু (Punjab Night Curfew)৷

telangana-and-punjab-schools-to-remain-closed-amid-covid-surge
কোভিড রুখতে তেলাঙ্গানা-পঞ্জাবে বন্ধ স্কুল, জারি নাইট কার্ফু
author img

By

Published : Jan 4, 2022, 12:13 PM IST

Updated : Jan 4, 2022, 12:43 PM IST

হায়দরাবাদ/চণ্ডীগড়, 4 জানুয়ারি: কোভিডের বাড়বাড়ন্তে এবার স্কুল-কলেজ বন্ধ হল পঞ্জাব ও তেলাঙ্গানায় (Telangana schools to remain shut from Jan 8 to 16) ৷ জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পঞ্জাবে জারি করা হয়েছে নাইট কার্ফু ৷

গত কয়েকদিন ধরেই অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও (Schools closed in Punjab) হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ চলবে ভার্চুয়াল ক্লাস ৷ তবে মেডিক্যাল ও নার্সিং কলেজ স্বাভাবিক নিয়মেই চলবে ৷

এ ছাড়াও রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কার্ফু (Punjab Night Curfew) ৷ বার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, মল, রেস্তোরাঁ, স্পা, মিউজিয়াম ও চিড়িয়াখানা 50 শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে ৷ তবে তার কর্মীদের সম্পূর্ণ রূপে টিকাপ্রাপ্ত হতে হবে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমও ৷ তবে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে প্রস্তুতির প্রশিক্ষণ চালু থাকবে ৷ এই নির্দেশ 15 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in India : দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে তিন হাজারেরও বেশি, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 1800

পঞ্জাবের বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে তখনই জারি হল এই নয়া বিধি (Schools Shut in Punjab Telangana amid Covid surge) ৷ তবে রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসভার উপর কোনও বিধিনিষেধ (telangana and punjab schools to remain closed amid covid surge) আরোপ করা হয়নি ৷ গত 28 ডিসেম্বর যেখানে পঞ্জাবে 51 জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে গতকাল সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন 419 জন ৷

কোভিড সংক্রমণ স্রোতের (Covid spike in Telangana) মতো বেড়ে চলায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে তেলাঙ্গানাতেও (Schools closed in Telangana)৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ৷ রবিবার যেখানে দক্ষিণের এই রাজ্যের (Covid wave update in Telangana) দৈনিক কোভিড সংক্রমণ ছিল 274, সেখানে এই সংখ্যাটা সোমবার এক লাফে বেড়ে হয় 482 ৷ গত দু মাসে এই প্রথম দৈনিক সংক্রমণ 400-র গণ্ডি পেরোল ৷

আরও পড়ুন : Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

পঞ্জাব ও তেলাঙ্গানা ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মুম্বই, গোয়া ও দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ৷

হায়দরাবাদ/চণ্ডীগড়, 4 জানুয়ারি: কোভিডের বাড়বাড়ন্তে এবার স্কুল-কলেজ বন্ধ হল পঞ্জাব ও তেলাঙ্গানায় (Telangana schools to remain shut from Jan 8 to 16) ৷ জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পঞ্জাবে জারি করা হয়েছে নাইট কার্ফু ৷

গত কয়েকদিন ধরেই অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও (Schools closed in Punjab) হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ চলবে ভার্চুয়াল ক্লাস ৷ তবে মেডিক্যাল ও নার্সিং কলেজ স্বাভাবিক নিয়মেই চলবে ৷

এ ছাড়াও রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কার্ফু (Punjab Night Curfew) ৷ বার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, মল, রেস্তোরাঁ, স্পা, মিউজিয়াম ও চিড়িয়াখানা 50 শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে ৷ তবে তার কর্মীদের সম্পূর্ণ রূপে টিকাপ্রাপ্ত হতে হবে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমও ৷ তবে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে প্রস্তুতির প্রশিক্ষণ চালু থাকবে ৷ এই নির্দেশ 15 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in India : দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে তিন হাজারেরও বেশি, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 1800

পঞ্জাবের বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে তখনই জারি হল এই নয়া বিধি (Schools Shut in Punjab Telangana amid Covid surge) ৷ তবে রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসভার উপর কোনও বিধিনিষেধ (telangana and punjab schools to remain closed amid covid surge) আরোপ করা হয়নি ৷ গত 28 ডিসেম্বর যেখানে পঞ্জাবে 51 জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে গতকাল সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন 419 জন ৷

কোভিড সংক্রমণ স্রোতের (Covid spike in Telangana) মতো বেড়ে চলায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে তেলাঙ্গানাতেও (Schools closed in Telangana)৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ৷ রবিবার যেখানে দক্ষিণের এই রাজ্যের (Covid wave update in Telangana) দৈনিক কোভিড সংক্রমণ ছিল 274, সেখানে এই সংখ্যাটা সোমবার এক লাফে বেড়ে হয় 482 ৷ গত দু মাসে এই প্রথম দৈনিক সংক্রমণ 400-র গণ্ডি পেরোল ৷

আরও পড়ুন : Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

পঞ্জাব ও তেলাঙ্গানা ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মুম্বই, গোয়া ও দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ৷

Last Updated : Jan 4, 2022, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.