ETV Bharat / bharat

Tejashwi Prasad Yadav: বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাড়াহুড়ো নেই, জানালেন তেজস্বী - বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাড়াহুড়ো নেই

বিহারের মহাজোটের সরকারে উপ মুখ্যমন্ত্রী আরজেডি-র তেজস্বী প্রসাদ যাদব (Tejashwi Prasad Yadav) ৷ মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ আরজেডি নেতারা চান বিহারের মুখ্যমন্ত্রী পদে বসুন তেজস্বী ৷ কিন্তু তিনি জানালেন, বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই ৷

Tejashwi Prasad Yadav says he is Not in a hurry to become CM of Bihar
Tejashwi Prasad Yadav: বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাড়াহুড়ো নেই, জানালেন তেজস্বী
author img

By

Published : Oct 1, 2022, 11:00 AM IST

পটনা, 1 অক্টোবর : মহাজোটে কোনও বিতর্ক চান না আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব (Tejashwi Prasad Yadav) ৷ তাই দলের নেতা-কর্মীরা তাঁকে বিহারের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইলেও, তিনি আপাতত উপ-মুখ্যমন্ত্রী হিসেবেই খুশি বলে জানিয়ে দিলেন ৷ স্পষ্ট করলেন, বিহার প্রশাসনের শীর্ষপদে বসার জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই ৷ সেই কারণে তিনি দলের কর্মী-সমর্থকদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিহারের মুখ্যমন্ত্রিত্ব বিতর্কের সূত্রপাত হয় আরজেডি (RJD)-র রাজ্য সভাপতি জগনানন্দ সিংয়ের একটি মন্তব্যের জেরে ৷ দিল্লি তিনি জানিয়েছিলেন যে আগামী বছরের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হবেন এক তরুণ নেতা ৷ তাঁর ইঙ্গিত তেজস্বীর দিকেই ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

যদিও এই মন্তব্যের জেরে বিহারের মহাজোটের (Bihar Mahagathbandhan) অন্দরে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কারণ, মাস দুয়েক আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে মহাজোটে সামিল হয়েছেন জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ এখন তিনি মহাজোটের সরকারে বিহারের মুখ্যমন্ত্রী ৷ তাই আরজেডি-র এই মত জেডিইউ (JDU) ভালোভাবে নেবে না বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

সেই বিষয়টি তেজস্বীও বিলক্ষণ জানেন ৷ তাই তিনি জানিয়েছেন যে এই মতামত দলের নেতা-কর্মীরা অতি উৎসাহে ব্যক্ত করছেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই ৷ বরং তিনি চান, মহাজোটের নেতারা এখন বিজেপিকে রুখে দেওয়ার দিকেই বেশি নজর দিক ৷ তাঁর কথায়, বিহারে বিজেপিকে রুখে দেওয়া গিয়েছে ৷ এবার জাতীয়স্তরেও তা করে দেখাতে হবে ৷

আরও পড়ুন : তেজস্বীর বিরুদ্ধে ফের সক্রিয় সিবিআই, দুর্নীতি মামলায় আদালতের নোটিশ নীতীশের ডেপুটিকে

পটনা, 1 অক্টোবর : মহাজোটে কোনও বিতর্ক চান না আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব (Tejashwi Prasad Yadav) ৷ তাই দলের নেতা-কর্মীরা তাঁকে বিহারের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইলেও, তিনি আপাতত উপ-মুখ্যমন্ত্রী হিসেবেই খুশি বলে জানিয়ে দিলেন ৷ স্পষ্ট করলেন, বিহার প্রশাসনের শীর্ষপদে বসার জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই ৷ সেই কারণে তিনি দলের কর্মী-সমর্থকদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিহারের মুখ্যমন্ত্রিত্ব বিতর্কের সূত্রপাত হয় আরজেডি (RJD)-র রাজ্য সভাপতি জগনানন্দ সিংয়ের একটি মন্তব্যের জেরে ৷ দিল্লি তিনি জানিয়েছিলেন যে আগামী বছরের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হবেন এক তরুণ নেতা ৷ তাঁর ইঙ্গিত তেজস্বীর দিকেই ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

যদিও এই মন্তব্যের জেরে বিহারের মহাজোটের (Bihar Mahagathbandhan) অন্দরে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কারণ, মাস দুয়েক আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে মহাজোটে সামিল হয়েছেন জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ এখন তিনি মহাজোটের সরকারে বিহারের মুখ্যমন্ত্রী ৷ তাই আরজেডি-র এই মত জেডিইউ (JDU) ভালোভাবে নেবে না বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

সেই বিষয়টি তেজস্বীও বিলক্ষণ জানেন ৷ তাই তিনি জানিয়েছেন যে এই মতামত দলের নেতা-কর্মীরা অতি উৎসাহে ব্যক্ত করছেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই ৷ বরং তিনি চান, মহাজোটের নেতারা এখন বিজেপিকে রুখে দেওয়ার দিকেই বেশি নজর দিক ৷ তাঁর কথায়, বিহারে বিজেপিকে রুখে দেওয়া গিয়েছে ৷ এবার জাতীয়স্তরেও তা করে দেখাতে হবে ৷

আরও পড়ুন : তেজস্বীর বিরুদ্ধে ফের সক্রিয় সিবিআই, দুর্নীতি মামলায় আদালতের নোটিশ নীতীশের ডেপুটিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.