রাঁচি (ঝাড়খণ্ড), 7 অক্টোবর : বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে (Teenage Girl Allegedly Set Ablaze) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ভালকি গ্রামে ৷ মারুতি কুমারী নামে বছর 19-এর ওই তরুণী আপাতত গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয় জারমুন্ডি থানা এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তের নাম রাজেশ রাউত ৷ তিনি বিবাহিত ৷ তার পরও মারুতিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ ৷
জারমুন্ডির এসডিপিও শিবেন্দ্র কুমার জানিয়েছেন, 2019 সালে রাজেশ ও মারুতির মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ ইতিমধ্যে 2022 সালে রাজেশ বিয়ে করেন ৷ তার পরও মারুতির সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এবং তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন ৷ কিন্তু মারুতি এই প্রস্তাবে রাজি ছিলেন না ৷
ঝাড়খণ্ডে কিছুদিন আগে এভাবেই অঙ্কিতা কুমারী (Ankita Kumari Murder Case) নামের এক কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল এক যুবক ৷ পরে মেয়েটি মারা যায় ৷ দুমকার ওই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে যে ওই ঘটনার প্রসঙ্গ তুলে মারুতিকেও পুড়িয়ে মারার হুমকি দিতেন রাজেশ ৷
শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সেই চেষ্টা করেছেন রাজেশ ৷ এসডিপিও জানিয়েছেন, মারুতির শরীরে বৃহস্পতিবার রাতে আচমকাই পেট্রল ঢেলে দেন অভিযুক্ত ৷ তার পর আগুন ধরিয়ে দেন ৷ অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক জখম হয়েছেন ওই তরুণী ৷ প্রাথমিক ভাবে তাঁকে ভরতি করা হয় ঝাড়খণ্ডের দুমকার ফুলো ঝানো মেডিক্যাল কলেজে ৷ পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তখন তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস-এ স্থানান্তরিত করা হয় ৷ আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন ৷
পুলিশ এই ঘটনায় এখনও অভিযুক্ত রাজেশ রাউতকে গ্রেফতার করতে পারেনি ৷ তাঁর সন্ধানে তল্লাশি চলছে ৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলছে ৷ কোথায় কোথায় রাজেশের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে ৷ পুলিশের দাবি, শিগগিরই রাজেশকে গ্রেফতার করা হবে ৷
আরও পড়ুন : যোগীরাজ্যে ফের ধর্ষণ করে খুন ! পলাতক অভিযুক্ত