ETV Bharat / bharat

N Chandrababu Naidu : অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসন চেয়ে রামনাথের দ্বারস্থ চন্দ্রবাবু

author img

By

Published : Oct 25, 2021, 8:55 PM IST

সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তেলগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নায়ডু ৷ আগামিকাল তিনি দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷

tdp demands president rule in andhra pradesh party cheif meets ramnath kovind
N Chandrababu Naidu : অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসন চেয়ে রামনাথের দ্বারস্থ চন্দ্রবাবু

নয়াদিল্লি, 25 অক্টোবর : রাষ্ট্রপতি শাসন (President's Rule) জারি করা হোক অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৷ এই দাবি নিয়েই রাইসিনা হিলসে সোমবার হাজির হয়েছিলেন তেলগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নায়ডু (TDP chief N Chandrababu Naidu) ৷ সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানান ৷

অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নায়ডুর অভিযোগ, ওই রাজ্যের সরকারের মদতে চলা সন্ত্রাস মাত্রাছাড়া হয়ে উঠছে ৷ এই সন্ত্রাসের জেরে গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সংকটে পড়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

একই সঙ্গে দাক্ষিণাত্যের ওই রাজ্য়ে যে ড্রাগ-পাচারের নেটওয়ার্ক তৈরি হয়েছে, তা নিয়ে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছেন ৷ তিনি চান ওই রাজ্যে তেলগু দেশম পার্টির (Telugu Desam Party) কার্যালয় ও কর্মকর্তাদের উপর যে লাগাতার হামলা হচ্ছে, তা নিয়েও সিবিআই তদন্ত হোক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালের গোড়ায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এন চন্দ্রবাবু নায়ডু ৷ কিন্তু ওই বছরের মার্চ-এপ্রিলে লোকসভা নির্বাচনের সঙ্গেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে হেরে যায় চন্দ্রবাবুর টিডিপি ৷ ক্ষমতায় আসেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির (YSR Congress Party) জগন্মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) ৷

আরও পড়ুন : two UP congress leaders join TMC : উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে

কিন্তু চন্দ্রবাবুর অভিযোগ, তার পর থেকে অন্ধ্রপ্রদেশের অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে প্রতি মুহূর্তে ৷ আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চুপ থাকতে পারে না বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, এখন চুপ করে থাকলে ভবিষ্যতে হয়তো দেশের অখণ্ডতা নষ্টের বীজ এই রাজ্য থেকে তৈরি হতে পারে ৷ সেই কারণেই অন্ধ্রপ্রদেশে এখনই 356 ধারা জারি হওয়া উচিত বলে তিনি মনে করেন ৷

দক্ষিণ ভারতের এই রাজ্য মাদক তৈরির আঁতুরঘর হয়ে উঠছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, রাজ্যের আড়াই হাজার একর জমির উপর 8 হাজার কোটি টাকার গাঁজার চাষ হচ্ছে ৷ দেশের বিভিন্ন অংশে উদ্ধার হওয়া মাদকের সঙ্গেও তাঁর রাজ্যের যোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাই তাঁর মতে, যদি এখনই ব্য়বস্থা না নেওয়া হয়, তাহলে দেশ ও অন্ধ্রপ্রদেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ৷

আরও পড়ুন : Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি

নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ইস্যুতে তেলগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নায়ডু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গেও দেখা করতে পারেন ৷ আগামিকাল, মঙ্গলবার তাঁদের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর : রাষ্ট্রপতি শাসন (President's Rule) জারি করা হোক অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৷ এই দাবি নিয়েই রাইসিনা হিলসে সোমবার হাজির হয়েছিলেন তেলগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নায়ডু (TDP chief N Chandrababu Naidu) ৷ সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানান ৷

অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নায়ডুর অভিযোগ, ওই রাজ্যের সরকারের মদতে চলা সন্ত্রাস মাত্রাছাড়া হয়ে উঠছে ৷ এই সন্ত্রাসের জেরে গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সংকটে পড়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

একই সঙ্গে দাক্ষিণাত্যের ওই রাজ্য়ে যে ড্রাগ-পাচারের নেটওয়ার্ক তৈরি হয়েছে, তা নিয়ে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছেন ৷ তিনি চান ওই রাজ্যে তেলগু দেশম পার্টির (Telugu Desam Party) কার্যালয় ও কর্মকর্তাদের উপর যে লাগাতার হামলা হচ্ছে, তা নিয়েও সিবিআই তদন্ত হোক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালের গোড়ায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এন চন্দ্রবাবু নায়ডু ৷ কিন্তু ওই বছরের মার্চ-এপ্রিলে লোকসভা নির্বাচনের সঙ্গেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে হেরে যায় চন্দ্রবাবুর টিডিপি ৷ ক্ষমতায় আসেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির (YSR Congress Party) জগন্মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) ৷

আরও পড়ুন : two UP congress leaders join TMC : উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে

কিন্তু চন্দ্রবাবুর অভিযোগ, তার পর থেকে অন্ধ্রপ্রদেশের অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে প্রতি মুহূর্তে ৷ আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চুপ থাকতে পারে না বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, এখন চুপ করে থাকলে ভবিষ্যতে হয়তো দেশের অখণ্ডতা নষ্টের বীজ এই রাজ্য থেকে তৈরি হতে পারে ৷ সেই কারণেই অন্ধ্রপ্রদেশে এখনই 356 ধারা জারি হওয়া উচিত বলে তিনি মনে করেন ৷

দক্ষিণ ভারতের এই রাজ্য মাদক তৈরির আঁতুরঘর হয়ে উঠছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, রাজ্যের আড়াই হাজার একর জমির উপর 8 হাজার কোটি টাকার গাঁজার চাষ হচ্ছে ৷ দেশের বিভিন্ন অংশে উদ্ধার হওয়া মাদকের সঙ্গেও তাঁর রাজ্যের যোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাই তাঁর মতে, যদি এখনই ব্য়বস্থা না নেওয়া হয়, তাহলে দেশ ও অন্ধ্রপ্রদেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ৷

আরও পড়ুন : Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি

নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ইস্যুতে তেলগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নায়ডু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গেও দেখা করতে পারেন ৷ আগামিকাল, মঙ্গলবার তাঁদের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.