ETV Bharat / bharat

দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন তামিলনাড়ুতে - করোনাভাইরাস খবর

দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কেরালা ও কর্নাটকের পর এবার তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ 10 মে ভোর 4টে থেকে 24 মে ভোর 4টে পর্যন্ত লকডাউন থাকবে তামিলনাড়ুতে ৷

দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন তামিলনাড়ুতে
দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন তামিলনাড়ুতে
author img

By

Published : May 8, 2021, 10:02 AM IST

চেন্নাই, 8 মে : দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার ৷ 10 মে অর্থাৎ সোমবার থেকে লকডাউন কার্যকর হবে রাজ্যে ৷ শুক্রবার রেকর্ড সংক্রমণ হওয়ার পরই লকডাউনের সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন এম কে স্তালিন ৷

একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রী এম কে স্তালিন জানান, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি জেলা কালেক্টরদের সঙ্গে একটি বৈঠকে পর্যালোচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 10 মে ভোর 4টে থেকে 24 মে ভোর 4টে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে ৷ দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কেরালা ও কর্নাটকের পর এবার তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম

শুক্রবার তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছে 26 হাজার 465জন ৷ মৃত্যু হয়েছে 197 জনের ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 13 লাখ 23 হাজার 965 ৷ মোট মৃত্যু হয়েছে 15 হাজার 171 জনের ৷

চেন্নাই, 8 মে : দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার ৷ 10 মে অর্থাৎ সোমবার থেকে লকডাউন কার্যকর হবে রাজ্যে ৷ শুক্রবার রেকর্ড সংক্রমণ হওয়ার পরই লকডাউনের সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন এম কে স্তালিন ৷

একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রী এম কে স্তালিন জানান, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি জেলা কালেক্টরদের সঙ্গে একটি বৈঠকে পর্যালোচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 10 মে ভোর 4টে থেকে 24 মে ভোর 4টে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে ৷ দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কেরালা ও কর্নাটকের পর এবার তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম

শুক্রবার তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছে 26 হাজার 465জন ৷ মৃত্যু হয়েছে 197 জনের ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 13 লাখ 23 হাজার 965 ৷ মোট মৃত্যু হয়েছে 15 হাজার 171 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.