ETV Bharat / bharat

Race for Karnataka CM: কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে খাড়গের বাড়িতে কংগ্রেসের বৈঠক, উপস্থিত রয়েছেন রাহুলও - সিদ্দারামাইয়া

মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে শুরু হয়েছে বৈঠক ৷ সেখানে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি ৷ দলের সমস্ত বিধায়করাও রয়েছেন ৷ সেখানেই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে বলে খবর ৷

Race for Karnataka CM
Race for Karnataka CM
author img

By

Published : May 16, 2023, 2:03 PM IST

নয়াদিল্লি, 16 মে: বিজেপিকে দুরমুশ করে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যা রাহুল গান্ধির দলকে প্রয়োজনীয় অক্সিজেন দিয়েছে ৷ কিন্তু গোল বেঁধেছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ৷ ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ৷ আবার দৌড়ে রয়েছেন কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারও ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছে কংগ্রেস ৷ সূত্রের খবর, ওই বৈঠকেই চূড়ান্ত হবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপস্থিত থাকার কথা কর্ণাটকের সমস্ত বিধায়কের ৷ সিদ্দারামাইয়া আগেই নয়াদিল্লি চলে এসেছেন ৷ এ দিন সকালেই বেঙ্গালুরু থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ডি কে শিবকুমার ৷ ইতিমধ্যেই খাড়গের বাড়িতে পৌঁছেছেন রাহুল গান্ধি ৷ বৈঠকে সোনিয়া ও প্রিয়াঙ্কা উপস্থিত থাকবেন কি না, সেটা স্পষ্ট হয়নি এখনও ৷

সূত্রের খবর, নয়াদিল্লিতে আগেই এসে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন সিদ্দারামাইয়া ৷ তবে তিনি খাড়গের সঙ্গে এখনও বৈঠক করেননি ৷ সোমবার শিবকুমারের আসার কথা ছিল ৷ কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় তিনি আসেননি ৷ তবে সোমবার রাতে তাঁর ভাই তথা কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ সভাপতি খাড়গের সঙ্গে একদফা বৈঠক সেরে ফেলেছেন ৷ তবে মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন ৷

শিবকুমার বলেন, ‘‘কংগ্রেস আমার কাছে মায়ের মতো ৷ ঈশ্বর ও মা সবসময় জানেন যে সন্তানকে কী দেওয়া উচিত ৷ আমি মন্দিরে যাচ্ছি আমার ভগবানের সঙ্গে দেখা করতে ৷ আমি একাই যাচ্ছি ৷ সাধারণ সম্পাদক আমাকে একাই ডেকেছেন ৷ তাই আমি একাই দিল্লি যাচ্ছি ৷’’

এদিকে কংগ্রেসের পর্যবেক্ষকরা কর্ণাটকের বিধায়কদের সঙ্গে আগেই একপ্রস্থ আলোচনা সেরে রেখেছেন ৷ সেখানে বিধায়করা নিজেদের মতামত দিয়ে দিয়েছেন যে কাকে তাঁরা পরিষদীয় দলের নেতা হিসেবে চান ৷ সেই মতামত ইতিমধ্যেই পর্যবেক্ষকদের তরফে সভাপতি খাড়গেকে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেই দিকেই তাকিয়ে সারা দেশের কংগ্রেস কর্মীরা ৷

রাজনৈতিক মহলের মতে, এবার শিবকুমারের পাল্লাভারী ৷ ফলে তাঁকে যদি মুখ্যমন্ত্রী করা না হয়, তাহলে কি মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ? তবে শিবকুমার বিদ্রোহের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শিবকুমার বলেন, ‘‘যদি দল চায় তাহলে আমাকে দায়িত্ব দিতে পারে...আমরা ঐক্যবদ্ধ রয়েছি ৷ আমাদের সংখ্যা 135 ৷ আমি এখানে কাউকে ভাগাভাগি করতে চাই না ৷ তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্ববান মানুষ ৷ আমি পিছন থেকে ছুড়ি মারব না ৷ আর ব্ল্যাকমেলও করব না ৷’’

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় আসন সংখ্যা 224 ৷ সেখানে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার 113 ৷ কংগ্রেস জিতেছে 135টি আসনে ৷ এই বিপুল জয়ে সারা দেশে কংগ্রেস কর্মীদের মনোবল বেড়েছে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বাছতে এত সময় লেগে গেলে সেই মনোবল কিছুটা হলেও ধাক্কা খেতে পারে বলে অনেকে মনে করছেন ৷ যদিও কংগ্রেস সূত্রে খবর, এ দিনই ঘোষণা হতে পারে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷

আরও পড়ুন: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও

নয়াদিল্লি, 16 মে: বিজেপিকে দুরমুশ করে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যা রাহুল গান্ধির দলকে প্রয়োজনীয় অক্সিজেন দিয়েছে ৷ কিন্তু গোল বেঁধেছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ৷ ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ৷ আবার দৌড়ে রয়েছেন কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারও ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছে কংগ্রেস ৷ সূত্রের খবর, ওই বৈঠকেই চূড়ান্ত হবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপস্থিত থাকার কথা কর্ণাটকের সমস্ত বিধায়কের ৷ সিদ্দারামাইয়া আগেই নয়াদিল্লি চলে এসেছেন ৷ এ দিন সকালেই বেঙ্গালুরু থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ডি কে শিবকুমার ৷ ইতিমধ্যেই খাড়গের বাড়িতে পৌঁছেছেন রাহুল গান্ধি ৷ বৈঠকে সোনিয়া ও প্রিয়াঙ্কা উপস্থিত থাকবেন কি না, সেটা স্পষ্ট হয়নি এখনও ৷

সূত্রের খবর, নয়াদিল্লিতে আগেই এসে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন সিদ্দারামাইয়া ৷ তবে তিনি খাড়গের সঙ্গে এখনও বৈঠক করেননি ৷ সোমবার শিবকুমারের আসার কথা ছিল ৷ কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় তিনি আসেননি ৷ তবে সোমবার রাতে তাঁর ভাই তথা কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ সভাপতি খাড়গের সঙ্গে একদফা বৈঠক সেরে ফেলেছেন ৷ তবে মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন ৷

শিবকুমার বলেন, ‘‘কংগ্রেস আমার কাছে মায়ের মতো ৷ ঈশ্বর ও মা সবসময় জানেন যে সন্তানকে কী দেওয়া উচিত ৷ আমি মন্দিরে যাচ্ছি আমার ভগবানের সঙ্গে দেখা করতে ৷ আমি একাই যাচ্ছি ৷ সাধারণ সম্পাদক আমাকে একাই ডেকেছেন ৷ তাই আমি একাই দিল্লি যাচ্ছি ৷’’

এদিকে কংগ্রেসের পর্যবেক্ষকরা কর্ণাটকের বিধায়কদের সঙ্গে আগেই একপ্রস্থ আলোচনা সেরে রেখেছেন ৷ সেখানে বিধায়করা নিজেদের মতামত দিয়ে দিয়েছেন যে কাকে তাঁরা পরিষদীয় দলের নেতা হিসেবে চান ৷ সেই মতামত ইতিমধ্যেই পর্যবেক্ষকদের তরফে সভাপতি খাড়গেকে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেই দিকেই তাকিয়ে সারা দেশের কংগ্রেস কর্মীরা ৷

রাজনৈতিক মহলের মতে, এবার শিবকুমারের পাল্লাভারী ৷ ফলে তাঁকে যদি মুখ্যমন্ত্রী করা না হয়, তাহলে কি মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ? তবে শিবকুমার বিদ্রোহের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শিবকুমার বলেন, ‘‘যদি দল চায় তাহলে আমাকে দায়িত্ব দিতে পারে...আমরা ঐক্যবদ্ধ রয়েছি ৷ আমাদের সংখ্যা 135 ৷ আমি এখানে কাউকে ভাগাভাগি করতে চাই না ৷ তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্ববান মানুষ ৷ আমি পিছন থেকে ছুড়ি মারব না ৷ আর ব্ল্যাকমেলও করব না ৷’’

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় আসন সংখ্যা 224 ৷ সেখানে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার 113 ৷ কংগ্রেস জিতেছে 135টি আসনে ৷ এই বিপুল জয়ে সারা দেশে কংগ্রেস কর্মীদের মনোবল বেড়েছে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বাছতে এত সময় লেগে গেলে সেই মনোবল কিছুটা হলেও ধাক্কা খেতে পারে বলে অনেকে মনে করছেন ৷ যদিও কংগ্রেস সূত্রে খবর, এ দিনই ঘোষণা হতে পারে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷

আরও পড়ুন: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.