নয়াদিল্লি, 2 জুন : দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার (রাজ্য়ের আওতাধীন) ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা ভেবে দেখা হোক ৷ বুধবার সংশ্লিষ্ট সমস্ত রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের কাছে এই আবেদন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷
এদিন একটি টুইটে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, ‘‘সিবিএসই-র মতোই রাজ্যগুলিরও ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের কথা শোনা উচিত ৷ এবং তারপরই পরীক্ষার্থীদের সুবিধা অনুযায়ী দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত ৷’’
এরপর হিন্দিতেও একটি টুইট করেন প্রিয়াঙ্কা ৷ তিনি লেখেন, ‘‘আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীদের আবেদন করতে চাই, তাঁরা যেন পড়ুয়াদের কথা শোনেন এবং পড়ুয়াদের স্বাস্থ্যকে সুরক্ষিত রেখে পদক্ষেপ করেন ৷’’
আরও পড়ুন : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, ঘোষণা কেন্দ্রের
প্রসঙ্গত, মঙ্গলবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে ৷ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেয় মোদি সরকার ৷ পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয় ৷