ETV Bharat / bharat

New Moon View of Taj Mahal: চাঁদনি রাতে খুলছে শাহজাহান-মমতাজ প্রেমসমাধি, জ্যোৎস্নায় দেখা যাবে তাজমহল - পূর্ণিমায় খোলা তাজমহল

চাঁদনি রাতে তাজমহল (Taj Mahal to Open in Full Moon) ৷ শাহজাহান-মমতাজের প্রেমের স্মৃতিসৌধে ডুব দিয়ে এই স্থাপত্যে জোৎস্নাস্নাত রূপ উপভোগ করতে পারবেন পর্যটকরা ৷

Taj Mahal to Open for Night Viewing
ETV Bharat
author img

By

Published : Oct 6, 2022, 12:05 PM IST

Updated : Oct 6, 2022, 12:39 PM IST

নয়াদিল্লি, 6 অক্টোবর: পূর্ণিমা রাতে চাঁদের আলো মাখা তাজমহলের স্নিগ্ধতা উপভোগ করতে পারবেন পর্যটকরা (Taj Mahal to Open for Night Viewing) ৷ আগামী ‘শরৎ পূর্ণিমা’ থেকে পূর্ণিমার রাতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল ৷ শনি থেকে মঙ্গলবার, 8-11 অক্টোবর পর্যন্ত এই সুযোগ পাবেন পর্যটকরা ৷ তাজের সুপারিনটেনড্যান্ট প্রত্নতত্ত্ববিদ রাজকুমার প্যাটেল বলেন, ‘‘নিয়মানুযায়ী শুক্রবার তাজমহল বন্ধ থাকলেও, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷’’

পর্যটকরা পূর্ণিমায় তাজমহল ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দিনের এক দিন আগে থেকেই টিকিট কাটতে পারবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey Of India, ASI) অফিস থেকে ৷ জানা গিয়েছে, চলতি মাসের 9 তারিখ ‘শরৎ পূর্ণিমা‘ ৷ পূর্ণিমার চাঁদের আলোয় তাজমহল আরও মায়াবী হয়ে যায় ৷ এই ঘটনাকে ‘চমকি’ বলা হয় ৷

পূর্ণিমার সময়ে চাঁদের স্থান বদলাতে থাকে ৷ আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোর কৌণিক অবস্থান (Angle of Moonlight) পালটায় ৷ মমতাজের স্মৃতিসৌধের প্রায় প্রতিটি মার্বেল ছুঁয়ে যায় চাঁদ ৷ বিশ্বের অন্যতম আশ্চর্য এই স্থাপত্যের সৌন্দর্য কয়েক লক্ষ গুণ বেড়ে যায় এই সময় ৷ আরও বেশি মোহময়ী হয়ে ওঠে শাহজাহানের সৃষ্টি ৷ পর্যটকরা শনিবার রাত থেকে জ্যোৎস্নাস্নাত তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ৷ মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ গড়েছিলেন ৷ এর আকর্ষণে ভারতে এসে এখানে ঘুরে গিয়েছেন সদ্য প্রায়ত রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ কয়েক মুহূর্ত কাটিয়ে গিয়েছেন সস্ত্রীক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৷

আরও পড়ুন: তাজমহলের টানে সাইকেল বিক্রি করল কিশোর, তাও হল না তাজ দর্শন

মোঘল স্থাপত্যের এই বিশেষ রূপের সাক্ষী থাকতে ভিড় জমাবেন পর্যটকরা ৷ প্রতি মাসে পূর্ণিমার পর থেকে 5 দিন পর্যন্ত তাজমহলের দরজা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য ৷ আপাতত 4 দফায় প্রায় 400 পর্যটক টিকিট পাবেন ৷

নয়াদিল্লি, 6 অক্টোবর: পূর্ণিমা রাতে চাঁদের আলো মাখা তাজমহলের স্নিগ্ধতা উপভোগ করতে পারবেন পর্যটকরা (Taj Mahal to Open for Night Viewing) ৷ আগামী ‘শরৎ পূর্ণিমা’ থেকে পূর্ণিমার রাতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল ৷ শনি থেকে মঙ্গলবার, 8-11 অক্টোবর পর্যন্ত এই সুযোগ পাবেন পর্যটকরা ৷ তাজের সুপারিনটেনড্যান্ট প্রত্নতত্ত্ববিদ রাজকুমার প্যাটেল বলেন, ‘‘নিয়মানুযায়ী শুক্রবার তাজমহল বন্ধ থাকলেও, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷’’

পর্যটকরা পূর্ণিমায় তাজমহল ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দিনের এক দিন আগে থেকেই টিকিট কাটতে পারবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey Of India, ASI) অফিস থেকে ৷ জানা গিয়েছে, চলতি মাসের 9 তারিখ ‘শরৎ পূর্ণিমা‘ ৷ পূর্ণিমার চাঁদের আলোয় তাজমহল আরও মায়াবী হয়ে যায় ৷ এই ঘটনাকে ‘চমকি’ বলা হয় ৷

পূর্ণিমার সময়ে চাঁদের স্থান বদলাতে থাকে ৷ আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোর কৌণিক অবস্থান (Angle of Moonlight) পালটায় ৷ মমতাজের স্মৃতিসৌধের প্রায় প্রতিটি মার্বেল ছুঁয়ে যায় চাঁদ ৷ বিশ্বের অন্যতম আশ্চর্য এই স্থাপত্যের সৌন্দর্য কয়েক লক্ষ গুণ বেড়ে যায় এই সময় ৷ আরও বেশি মোহময়ী হয়ে ওঠে শাহজাহানের সৃষ্টি ৷ পর্যটকরা শনিবার রাত থেকে জ্যোৎস্নাস্নাত তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ৷ মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ গড়েছিলেন ৷ এর আকর্ষণে ভারতে এসে এখানে ঘুরে গিয়েছেন সদ্য প্রায়ত রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ কয়েক মুহূর্ত কাটিয়ে গিয়েছেন সস্ত্রীক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৷

আরও পড়ুন: তাজমহলের টানে সাইকেল বিক্রি করল কিশোর, তাও হল না তাজ দর্শন

মোঘল স্থাপত্যের এই বিশেষ রূপের সাক্ষী থাকতে ভিড় জমাবেন পর্যটকরা ৷ প্রতি মাসে পূর্ণিমার পর থেকে 5 দিন পর্যন্ত তাজমহলের দরজা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য ৷ আপাতত 4 দফায় প্রায় 400 পর্যটক টিকিট পাবেন ৷

Last Updated : Oct 6, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.