দুবাই, 23 অক্টোবর : ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ ৷ ইতিমধ্যেই প্রথম রাউন্ডের খেলা শেষে দুটি গ্রুপ থেকে মোট দুটি করে দল সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে ৷ এরপর আজ থেকে শুরু হয়ে যাচ্ছে টি-20 বিশ্বকাপের মূলপর্বের খেলা ৷ যা চলবে সেমিফাইনাল পর্যন্ত ৷
গ্রুপ 'এ' থেকে শ্রীলঙ্কা ও নামিবিয়া এবং গ্রুপ 'বি' থেকে স্কটল্যান্ড ও বাংলাদেশ পৌঁছেছে পরের রাউন্ডে ৷ বাছাই পর্বের সবকটি ম্যাচ খেলা হয়েছে ওমানে ৷ তবে সুপার টুয়েলভ পর্ব থেকেই বিশ্বকাপের সমস্ত ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহির তিন স্টেডিয়াম আবু ধাবি, শারজা এবং দুবাইতে ৷ আবু ধাবিতে আজ গ্রুপ ওয়ানের ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৷ ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে থেকে শুরু ম্যাচ ৷ এরপর দুবাইয়ের মাঠে হবে চার, ছয়ের বন্যা ৷সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় ৷
আরও পড়ুন : রবিবাসরীয় ভারত-পাক মহারণ বিশ্বকাপে ফাইনালের আগে 'ফাইনাল', বললেন ইনজামাম
টি-20 বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ বিভাগ :-
গ্রুপ-1: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ।
গ্রুপ-2: ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড।
সুপার টুয়েলভের দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান । দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বাইশ গজের লড়াই ঘিরে উত্তাপ বাড়ছে ক্রমশ । ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এখনও অপরাজিত ।
-
The Super 12 stage is here 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who are you backing in the first two games?#T20WorldCup pic.twitter.com/HoaaoxH85y
">The Super 12 stage is here 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
Who are you backing in the first two games?#T20WorldCup pic.twitter.com/HoaaoxH85yThe Super 12 stage is here 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
Who are you backing in the first two games?#T20WorldCup pic.twitter.com/HoaaoxH85y
ভারতের ক্রীড়াসূচি :
- ভারত বনাম পাকিস্তান, 24 অক্টোবর, রবিবার ( দুবাই, সন্ধ্য়া 7.30 )
- ভারত বনাম নিউজিল্যান্ড, 31 অক্টোবর, রবিবার ( দুবাই, সন্ধ্য়া 7.30 )
- ভারত বনাম আফগানিস্তান, 3 নভেম্বর, বুধবার ( আবু ধাবি, সন্ধ্য়া 7.30 )
- ভারত বনাম স্কটল্যান্ড, 5 নভেম্বর, শুক্রবার ( দুবাই, সন্ধ্য়া 7.30 )
- ভারত বনাম নামিবিয়া, 8 নভেম্বর, সোমবার ( দুবাই, সন্ধ্য়া 7.30 )
আরও পড়ুন : বাবরদের 'ভারত জয়ে'র মন্ত্র দিলেন মুস্তাক