ETV Bharat / bharat

IND vs AFG Preview : সেমির দৌড়ে থাকতে আফগান ম্যাচই বিরাটদের 'ডু অর ডাই' - India

ভারত অধিনায়ক বলছেন, সবকিছু শেষ হয়ে যায়নি ৷ গ্রুপের বাকি ম্যাচগুলো জিতে এখনও সেমির দৌড়ে থাকা সম্ভব ৷ তিন ম্যাচেই প্রথমে ব্যাট করলে বড় ব্য়বধানে জিততে হবে কোহলিদের ৷ পরে ব্যাট করলে দ্রুত হাতে উইকেট রেখে ম্যাচ শেষ করতেই হবে ৷

IND vs AFG Preview
সেমির দৌড়ে থাকতে একমাত্র পথ আফগান-বধ, মরণ-বাঁচন ম্যাচে নামছে ভারত
author img

By

Published : Nov 2, 2021, 10:44 PM IST

দুবাই, 2 নভেম্বর : আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের ভাঁড়ার শূন্য ক্যাপ্টেন কোহলির ৷ এবারও টি-20 বিশ্বকাপের সুপার 12-র দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া ৷ বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে 'মেন ইন ব্লু' ৷ অঙ্কের হিসেব বলছে, সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে হলে আফগানিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে কোহলিদের ।

আরও পড়ুন : T20 World Cup : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

গ্রুপ পর্বে ভারতের এখনও বাকি তিনটি ম্যাচ ৷ আফগানিস্তানের পরে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কোহলিরা ৷ তবে তিন ম্যাচেই প্রথমে ব্যাট করলে বড় ব্য়বধানে জিততে হবে কোহলিদের ৷ পরে ব্যাট করলে দ্রুত ম্যাচ শেষ করতেই হবে ৷ অন্যদিকে গ্রুপ 2-তে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেট সবচেয়ে ভাল রশিদ খান-মহম্মদ নবিদের ৷ তিন ম্যাচের দুটি জিতে ভাল শুরু করেছে রশিদরা ৷

রোহিতের বদলে নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষানকে ওপেন করতে পাঠানো হয়েছিল । বিশেষ কিছুই করতে পারেনি ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার ৷ প্রথম বলে ক্যাচ পড়লেও বড় রান তুলতে পারেননি রোহিতও ৷ তিনের বদলে চারে ব্যাট করতে নেমেও ব্যর্থ বিরাট ৷ প্রথম দু'ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি ঋষভ-হার্দিককে ৷ উইকেট তুলতে পারছেন না বোলাররাও ৷ পাশাপাশি টস ভাগ্য সঙ্গ দিচ্ছে না কোহলির ৷ পাকিস্তান ম্যাচের পর এক সপ্তাহ সময় পেয়েও কিছুই মেরামত করতে পারেননি শাস্ত্রী-ধোনিরা ৷ নিউজিল্যান্ড ম্যাচের পর মাত্র দু'দিনেই সে সমস্ত মিটিয়ে মাঠে ফিরতে হবে দলকে ৷

আরও পড়ুন : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মঙ্গলবার জানান, আফগানিস্তান ম্যাচে খেলার জন্য দলের সবাই প্রস্তুত । যদিও প্রথম একাদশ নিয়ে এখনও আলোচনা হয়নি, আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আগের ম্যাচে পিঠের চোটে বাদ পড়েছিলেন সুর্যকুমার যাদব ৷ তিনি সুস্থ হয়ে ফেরায় আবার প্রথম একাদশে বদল আসবে কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ৷ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে । এই ম্যাচই ঠিক করে দেবে বিরাটদের বিশ্বকাপ ভাগ্য ৷

দুবাই, 2 নভেম্বর : আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের ভাঁড়ার শূন্য ক্যাপ্টেন কোহলির ৷ এবারও টি-20 বিশ্বকাপের সুপার 12-র দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া ৷ বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে 'মেন ইন ব্লু' ৷ অঙ্কের হিসেব বলছে, সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে হলে আফগানিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে কোহলিদের ।

আরও পড়ুন : T20 World Cup : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

গ্রুপ পর্বে ভারতের এখনও বাকি তিনটি ম্যাচ ৷ আফগানিস্তানের পরে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কোহলিরা ৷ তবে তিন ম্যাচেই প্রথমে ব্যাট করলে বড় ব্য়বধানে জিততে হবে কোহলিদের ৷ পরে ব্যাট করলে দ্রুত ম্যাচ শেষ করতেই হবে ৷ অন্যদিকে গ্রুপ 2-তে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেট সবচেয়ে ভাল রশিদ খান-মহম্মদ নবিদের ৷ তিন ম্যাচের দুটি জিতে ভাল শুরু করেছে রশিদরা ৷

রোহিতের বদলে নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষানকে ওপেন করতে পাঠানো হয়েছিল । বিশেষ কিছুই করতে পারেনি ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার ৷ প্রথম বলে ক্যাচ পড়লেও বড় রান তুলতে পারেননি রোহিতও ৷ তিনের বদলে চারে ব্যাট করতে নেমেও ব্যর্থ বিরাট ৷ প্রথম দু'ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি ঋষভ-হার্দিককে ৷ উইকেট তুলতে পারছেন না বোলাররাও ৷ পাশাপাশি টস ভাগ্য সঙ্গ দিচ্ছে না কোহলির ৷ পাকিস্তান ম্যাচের পর এক সপ্তাহ সময় পেয়েও কিছুই মেরামত করতে পারেননি শাস্ত্রী-ধোনিরা ৷ নিউজিল্যান্ড ম্যাচের পর মাত্র দু'দিনেই সে সমস্ত মিটিয়ে মাঠে ফিরতে হবে দলকে ৷

আরও পড়ুন : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মঙ্গলবার জানান, আফগানিস্তান ম্যাচে খেলার জন্য দলের সবাই প্রস্তুত । যদিও প্রথম একাদশ নিয়ে এখনও আলোচনা হয়নি, আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আগের ম্যাচে পিঠের চোটে বাদ পড়েছিলেন সুর্যকুমার যাদব ৷ তিনি সুস্থ হয়ে ফেরায় আবার প্রথম একাদশে বদল আসবে কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ৷ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে । এই ম্যাচই ঠিক করে দেবে বিরাটদের বিশ্বকাপ ভাগ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.