ETV Bharat / bharat

T20 World Cup : ভারতের হারে ‘ভক্ত’দের হাত দেখছেন কংগ্রেস নেত্রী, রাধিকা খেরার টুইটে বিতর্ক - সম্বিত পাত্র

টি-20 বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছ হেরেছে ভারত ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনীতি ৷ কংগ্রেস নেত্রী রাধিকা খেরার টুইট ঘিরে শুরু বিতর্ক ৷ পাল্টা টুইট বিজেপি নেতা সম্বিত পাত্রেরও ৷

T-20 WC : Congress leader Radhika Khera's tweet mocking India's loss against Pakistan sparks controversy
T-20 World Cup : ভারতের হারে ‘ভক্ত’দের হাত দেখছেন কংগ্রেস নেত্রী, রাধিকা খেরার টুইটে বিতর্ক
author img

By

Published : Oct 25, 2021, 1:13 PM IST

Updated : Oct 25, 2021, 1:35 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : পাকিস্তানের সঙ্গে হাই ভোল্টেজ ম্যাচে হার হয়েছে ভারতের ৷ তার রেশ কাটতে না কাটতেই খেলার ফল নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি ৷ সৌজন্যে কংগ্রেসের জাতীয় মিডিয়া কোঅর্ডিনেটর রাধিকা খেরা (Radhika Khera) ৷ 24 অক্টোবর রাতে একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটের প্রসঙ্গ টি-20 বিশ্বকাপে ভারতের হার হলেও নিশানায় ছিলেন মোদি-অনুগামীরা ৷ হিন্দিতে করা ওই টুইটে রাধিকা যা লেখেন, তার সারমর্ম হল, ‘‘কী ভক্তরা, স্বাদ পেয়েছেন তো ? অসম্মান করানো হয়ে গিয়েছে তো?’’ স্বাভাবিকভাবেই রাধিকার এই টুইটে নিন্দার ঝড় ওঠে সোশ্যালমিডিয়ায় ৷ বিরোধী রাজনৈতিক দল তো বটেই কংগ্রেসের নেতা, কর্মীরাও রাধিকার এই মন্তব্যের বিরোধিতা করেন ৷ তাঁদের বক্তব্য, রাধিকার এই মন্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

তবে বিতর্কের ইতি এখানেই হয়নি ৷ রাধিকার টুইট নিয়ে হইচই শুরু হতেই তার জবাব দিতে দেরি করেননি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) ৷ তিনি লেখেন, ‘‘কংগ্রেস তো খুব খুশি আজকে ৷ তাই না ? এবার তো নিশ্চিত হয়ে গেল ৷ 2024 সালের নির্বাচন কংগ্রেস তার নিজের দেশেই লড়বে ৷ আর রাহুল গান্ধি ‘ওয়াজ়ির-এ-আজম’ হওয়ার জন্য লড়াই করবেন !’’ বিজেপি মুখপাত্রের বার্তা স্পষ্ট ৷ তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন, আসলে কংগ্রেসই পাকিস্তান দরদী ৷ আর আগামী দিনে তারা সেই দেশেই ভোটে লড়বে ৷ তখন পাক প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের প্রার্থী হবেন রাহুল গান্ধি !

  • कांग्रेसियों ख़ुश तो बहुत होगे आज ..क्यों?

    अब तो ये तय है ..2024 का चुनाव कांग्रेस अपने “वतन” में लड़ेगी ..और राहुल को वहाँ “वज़ीर-ए-आज़म” बनाने की जद्दोजहद करेगी! pic.twitter.com/meEubxJroa

    — Sambit Patra (@sambitswaraj) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দড়ি টানাটানির মধ্যেই রাধিকার বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ দলের অন্যতম নেতা সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit) এই প্রসঙ্গে বলেন, ‘‘সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কোনও রাজনীতি হওয়াই উচিত নয় ৷ আমি কোনও মন্তব্যের পক্ষে বা বিপক্ষে নই ৷ খেলা মানে খেলাই ৷ এটা সত্যি যে দুই সরকারের মধ্যে কিছু গুরুতর সমস্য়া রয়েছে ৷ কিন্তু, তার সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই ৷ এর মধ্যে আমাদের কারোরই রাজনীতিকে টেনে আনা উচিত নয় ৷ কোনও রাজনৈতিক দলেরই এটা করা উচিত নয় ৷’’

আরও পড়ুন : IND vs PAK : হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল'

প্রসঙ্গত, রবিবার টি-20 বিশ্বকাপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান ৷ পাকিস্তানের কাছে 10 উইকেটে হারে ভারত ৷ আর তারপরই এই ঘটনাকে উপলক্ষ করে শুরু হয় আকচাআকচি ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর : পাকিস্তানের সঙ্গে হাই ভোল্টেজ ম্যাচে হার হয়েছে ভারতের ৷ তার রেশ কাটতে না কাটতেই খেলার ফল নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি ৷ সৌজন্যে কংগ্রেসের জাতীয় মিডিয়া কোঅর্ডিনেটর রাধিকা খেরা (Radhika Khera) ৷ 24 অক্টোবর রাতে একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটের প্রসঙ্গ টি-20 বিশ্বকাপে ভারতের হার হলেও নিশানায় ছিলেন মোদি-অনুগামীরা ৷ হিন্দিতে করা ওই টুইটে রাধিকা যা লেখেন, তার সারমর্ম হল, ‘‘কী ভক্তরা, স্বাদ পেয়েছেন তো ? অসম্মান করানো হয়ে গিয়েছে তো?’’ স্বাভাবিকভাবেই রাধিকার এই টুইটে নিন্দার ঝড় ওঠে সোশ্যালমিডিয়ায় ৷ বিরোধী রাজনৈতিক দল তো বটেই কংগ্রেসের নেতা, কর্মীরাও রাধিকার এই মন্তব্যের বিরোধিতা করেন ৷ তাঁদের বক্তব্য, রাধিকার এই মন্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

তবে বিতর্কের ইতি এখানেই হয়নি ৷ রাধিকার টুইট নিয়ে হইচই শুরু হতেই তার জবাব দিতে দেরি করেননি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) ৷ তিনি লেখেন, ‘‘কংগ্রেস তো খুব খুশি আজকে ৷ তাই না ? এবার তো নিশ্চিত হয়ে গেল ৷ 2024 সালের নির্বাচন কংগ্রেস তার নিজের দেশেই লড়বে ৷ আর রাহুল গান্ধি ‘ওয়াজ়ির-এ-আজম’ হওয়ার জন্য লড়াই করবেন !’’ বিজেপি মুখপাত্রের বার্তা স্পষ্ট ৷ তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন, আসলে কংগ্রেসই পাকিস্তান দরদী ৷ আর আগামী দিনে তারা সেই দেশেই ভোটে লড়বে ৷ তখন পাক প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের প্রার্থী হবেন রাহুল গান্ধি !

  • कांग्रेसियों ख़ुश तो बहुत होगे आज ..क्यों?

    अब तो ये तय है ..2024 का चुनाव कांग्रेस अपने “वतन” में लड़ेगी ..और राहुल को वहाँ “वज़ीर-ए-आज़म” बनाने की जद्दोजहद करेगी! pic.twitter.com/meEubxJroa

    — Sambit Patra (@sambitswaraj) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দড়ি টানাটানির মধ্যেই রাধিকার বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ দলের অন্যতম নেতা সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit) এই প্রসঙ্গে বলেন, ‘‘সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কোনও রাজনীতি হওয়াই উচিত নয় ৷ আমি কোনও মন্তব্যের পক্ষে বা বিপক্ষে নই ৷ খেলা মানে খেলাই ৷ এটা সত্যি যে দুই সরকারের মধ্যে কিছু গুরুতর সমস্য়া রয়েছে ৷ কিন্তু, তার সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই ৷ এর মধ্যে আমাদের কারোরই রাজনীতিকে টেনে আনা উচিত নয় ৷ কোনও রাজনৈতিক দলেরই এটা করা উচিত নয় ৷’’

আরও পড়ুন : IND vs PAK : হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল'

প্রসঙ্গত, রবিবার টি-20 বিশ্বকাপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান ৷ পাকিস্তানের কাছে 10 উইকেটে হারে ভারত ৷ আর তারপরই এই ঘটনাকে উপলক্ষ করে শুরু হয় আকচাআকচি ৷

Last Updated : Oct 25, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.