লখনউ, 14 ফেব্রুয়ারি: শরিয়ত বা ইসলামিক আইন মেনে নয়, দেশের সংবিধান অনুযায়ীই চলবে যাবতীয় ব্যবস্থা (System will run as per Constitution) ৷ হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলে নিজের এই মত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on Karnataka hijab row) ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নয়া ভারতে সবার জন্য উন্নয়ন থাকলেও তোষণের কোনও জায়গা হবে না ৷
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যোগী হিজাব বিতর্ক প্রসঙ্গে বলেছেন, "প্রধানমন্ত্রী আমাদের (মুসলিম) মেয়েদের মুক্ত করতে, তাঁদের অধিকার ও শ্রদ্ধা দিতে তিন তালাক আইন বাতিল করেছেন ৷ সেই কন্যাদের প্রতি শ্রদ্ধা সুনিশ্চিত করতে আমরা বলছি যে, দেশের সংবিধান অনুযায়ীই চলবে যাবতীয় সিস্টেম, শরিয়ত মেনে নয় ৷"
এআইএমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করার বিরুদ্ধে তোপ দেগে গতকাল বলেছিলেন, "আমি হয়তো এটা দেখে যেতে পারব না, তবে আমার কথা মিলিয়ে নিন, একদিন হিজাব-পরা কন্যাই দেশের প্রধানমন্ত্রী হবেন ৷" তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতেই হিজাব বিতর্ক নিয়ে মুখ খোলেন যোগী আদিত্যনাথ ৷
তাঁর মতে, "আমরা আমাদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা পছন্দ দেশ বা তার সংবিধানের উপর চাপাতে পারি না ৷ আমি কি উত্তরপ্রদেশের সব কর্মীকে গেরুয়া পরে আসতে বলতে পারি ? স্কুলে অবশ্যই ড্রেস কোড থাকা উচিত ৷" দেশ সংবিধান মেনে চললে তবেই দেশের মহিলারা শ্রদ্ধা, নিরাপত্তা ও স্বাধীনতা পাবে বলে মনে করেন যোগী আদিত্যনাথ ৷
-
#WATCH | PM has scrapped triple talaq to free that daughter, to give her rights&respect she's entitled to. To ensure respect to that daughter we say system won't be run as per Shariat but Constitution: UP CM on AIMIM chief Owaisi's 'hijab-clad woman will become PM one day' remark pic.twitter.com/zpF6bqtH1x
— ANI (@ANI) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | PM has scrapped triple talaq to free that daughter, to give her rights&respect she's entitled to. To ensure respect to that daughter we say system won't be run as per Shariat but Constitution: UP CM on AIMIM chief Owaisi's 'hijab-clad woman will become PM one day' remark pic.twitter.com/zpF6bqtH1x
— ANI (@ANI) February 14, 2022#WATCH | PM has scrapped triple talaq to free that daughter, to give her rights&respect she's entitled to. To ensure respect to that daughter we say system won't be run as per Shariat but Constitution: UP CM on AIMIM chief Owaisi's 'hijab-clad woman will become PM one day' remark pic.twitter.com/zpF6bqtH1x
— ANI (@ANI) February 14, 2022
নরেন্দ্র মোদির দল তোষণের (System will not run as per Shariat) পথে হাঁটবে না বলে দাবি করে যোগী আরও বলেছেন, "এটা পরিষ্কার করে দিতে চাই যে, এটা নয়া ভারত ৷ এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত ৷ এই নতুন ভারতে সবার জন্য উন্নয়ন হবে ৷ কিন্তু কারওকে তোষণ করা হবে না ৷" সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস - সরকার এই লক্ষ্য নিয়ে কাজ করছে বলে দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: Sonam Kapoor gets trolled : হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও