ETV Bharat / bharat

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত 20 হাজার 700 কোটি ! 13 বছরে সর্বোচ্চ

author img

By

Published : Jun 19, 2021, 7:06 AM IST

2018 এবং 2019 সালে কিছুটা কমেছিল সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ । কিন্তু 2020 সালে তা আবার একলাফে অনেকটা বেড়ে গিয়েছে ।

সুইস ব্যাঙ্ক
সুইস ব্যাঙ্ক

নয়াদিল্লি, 19 জুন : ভারতীয়দের সুইস ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ শুনলে ভিমড়ি খেতে হতে পারে আপনাকে । ভারতীয় ব্যক্তি বা সংস্থা মিলিয়ে গতবছরে রেকর্ড পরিমাণ টাকা জমা পড়েছে সুইস ব্যাঙ্কে । 20 হাজার 700 কোটি টাকা । শেষ 13 বছরে এই অঙ্ক সর্বোচ্চ ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা ফিরিয়ে আনার । যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই নিয়ে দ্বিতীয় ইউপিএ সরকারের উপর চাপও দিয়েছিলেন প্রচুর । আগেই দুই বছরে অর্থাৎ, 2018 এবং 2019 সালে কিছুটা কমেছিল সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ । কিন্তু 2020 সালে তা আবার একলাফে অনেকটা বেড়ে গিয়েছে ।

2019 সালের শেষের হিসেব বলছে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ ছিল 6 হাজার 625 কোটি টাকা । সেখান থেকে লম্বা লাফ দিয়ে এক বছরে 286 শতাংশ বেড়েছে ভারতীয়দের জমানো টাকা । এর মধ্যে শুধু ব্যক্তিগতভাবে জমানো টাকার অঙ্ক বেড়েছে 39 শতাংশ ।

সুইস ব্যাঙ্কের হিসেব বলছে, ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ সবথেকে বেশি ছিল 2006 সালে । অঙ্কটা ছিল 52 হাজার 500 কোটি টাকারও বেশি । তবে তারপর থেকে 2011, 2013 এবং 2017 সাল বাদ দিলে ক্রমেই জমানো টাকার এই গ্রাফটা ছিল নিম্নমুখীই ছিল ।

যদিও সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার এই হঠাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে কখনও চূড়ান্তভাবে বলা যায় না এই মোটা অঙ্কের সঙ্গে কালো টাকার কোনও যোগ রয়েছে কিনা ।

তবে আজ যখন এই তথ্য প্রকাশ্যে এসেছে তখন বিরোধী শিবির বিশেষত কংগ্রেস তার পূর্ণ সদ্ব্যবহার করতে ব্যস্ত । কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা যেমন বলেই দিয়েছেন, "তিন বছরের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কোথায় গেল ? সাত বছর তো কেটে গেল । আপনার কি আর ইচ্ছে নেই ? নাকি ওই টাকা আপনারই বন্ধুদের? নরেন্দ্র মোদি উত্তর দিন ।"

কংগ্রেসের থেকে আবারও দাবি করা হয়েছে, সুইস ব্যাঙ্কে কার কতটা কালো টাকা গচ্ছিত রয়েছে, তা জানাক কেন্দ্র । শ্বেতপত্র প্রকাশ করুক । শেষ সাত বছরে কেন্দ্র কোন দেশ থেকে কতটা কালো টাকা দেশে ফিরিয়ে এনেছে, তা প্রকাশ করারও দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে ।

নয়াদিল্লি, 19 জুন : ভারতীয়দের সুইস ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ শুনলে ভিমড়ি খেতে হতে পারে আপনাকে । ভারতীয় ব্যক্তি বা সংস্থা মিলিয়ে গতবছরে রেকর্ড পরিমাণ টাকা জমা পড়েছে সুইস ব্যাঙ্কে । 20 হাজার 700 কোটি টাকা । শেষ 13 বছরে এই অঙ্ক সর্বোচ্চ ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা ফিরিয়ে আনার । যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই নিয়ে দ্বিতীয় ইউপিএ সরকারের উপর চাপও দিয়েছিলেন প্রচুর । আগেই দুই বছরে অর্থাৎ, 2018 এবং 2019 সালে কিছুটা কমেছিল সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ । কিন্তু 2020 সালে তা আবার একলাফে অনেকটা বেড়ে গিয়েছে ।

2019 সালের শেষের হিসেব বলছে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ ছিল 6 হাজার 625 কোটি টাকা । সেখান থেকে লম্বা লাফ দিয়ে এক বছরে 286 শতাংশ বেড়েছে ভারতীয়দের জমানো টাকা । এর মধ্যে শুধু ব্যক্তিগতভাবে জমানো টাকার অঙ্ক বেড়েছে 39 শতাংশ ।

সুইস ব্যাঙ্কের হিসেব বলছে, ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ সবথেকে বেশি ছিল 2006 সালে । অঙ্কটা ছিল 52 হাজার 500 কোটি টাকারও বেশি । তবে তারপর থেকে 2011, 2013 এবং 2017 সাল বাদ দিলে ক্রমেই জমানো টাকার এই গ্রাফটা ছিল নিম্নমুখীই ছিল ।

যদিও সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার এই হঠাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে কখনও চূড়ান্তভাবে বলা যায় না এই মোটা অঙ্কের সঙ্গে কালো টাকার কোনও যোগ রয়েছে কিনা ।

তবে আজ যখন এই তথ্য প্রকাশ্যে এসেছে তখন বিরোধী শিবির বিশেষত কংগ্রেস তার পূর্ণ সদ্ব্যবহার করতে ব্যস্ত । কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা যেমন বলেই দিয়েছেন, "তিন বছরের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কোথায় গেল ? সাত বছর তো কেটে গেল । আপনার কি আর ইচ্ছে নেই ? নাকি ওই টাকা আপনারই বন্ধুদের? নরেন্দ্র মোদি উত্তর দিন ।"

কংগ্রেসের থেকে আবারও দাবি করা হয়েছে, সুইস ব্যাঙ্কে কার কতটা কালো টাকা গচ্ছিত রয়েছে, তা জানাক কেন্দ্র । শ্বেতপত্র প্রকাশ করুক । শেষ সাত বছরে কেন্দ্র কোন দেশ থেকে কতটা কালো টাকা দেশে ফিরিয়ে এনেছে, তা প্রকাশ করারও দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.