ETV Bharat / bharat

Swati Maliwal on her Sexual Harassment: 'বাবা আমাকে যৌন নিগ্রহ করতেন !' স্বাতীর মন্তব্যে ঝড়

নিজের বাবার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairperson of Delhi Commission for Women) স্বাতী মালিওয়াল (Swati Maliwal on her Sexual Harassment) ! জানালেন, ছোটবেলায় অনেক বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তাঁকে !

Swati Maliwal opens up about Sexual Harassment she faced by her Father
বিস্ফোরক স্বাতী
author img

By

Published : Mar 11, 2023, 6:05 PM IST

Updated : Mar 11, 2023, 7:38 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ: শিশু বয়সে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকেও ! আর যিনি তাঁর উপর এই নির্যাতন চালাতেন, তিনি আর কেউ নন, স্বয়ং তাঁর জন্মদাতা বাবা ! শনিবার এমনটাই দাবি করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairperson of Delhi Commission for Women) স্বাতী মালিওয়াল (Swati Maliwal on her Sexual Harassment) ৷ তাঁর দাবি, তিনি যখন ছোট ছিলেন, তাঁর বাবা তাঁকে নিয়মিত যৌন নিগ্রহ করতেন ! কোমরের বেল্ট খুলে একরত্তি স্বাতীকে মারতেন তিনি ! যতক্ষণ না স্বাতী রক্তাক্ত হতেন, ততক্ষণ এই মার চলত ! বাবার এমন আচরণে ভয়ে সিঁটিয়ে থাকতেন স্বাতী ৷ রাতের পর রাত কাটাতেন জেগে ! স্বাতীর মুখে এই কথা শুনে তাজ্জব হয়ে গিয়েছে তমাম ভারতবাসী ৷ ইতিমধ্য়েই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় এ নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

এদিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন স্বাতী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই স্বাতী বলেন, "আমার বাবা আমাকে নিয়মিত যৌন নিগ্রহ করতেন ৷ যখনই তিনি বাড়িতে আসতেন, আমি ভয়ে কুঁকড়ে যেতাম ৷ আমার এখনও সেই রাতগুলো মনে আছে ৷ যখন আমি ভয়ে কাঁপতাম, চাদরের নীচে নিজেকে আড়াল করতাম ৷ আমি খালি একটাই কথা ভাবতাম, কীভাবে এমন মানুষকে উচিত শিক্ষা দেওয়া যেতে পারে !"

মঞ্চে কথা বলতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন স্বাতী ৷ তিনি বলেন, "সেই দিনগুলো আমি কোনও দিন ভুলব না ৷ আমার বাবা খুব রেগে বাড়ি ফিরতেন এবং কোনও কারণ ছাড়াই আমাকে মারতে শুরু করে দিতেন ৷ তিনি আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেওয়ালে ঠুকে দিতেন ৷ আমি রক্তাক্ত হয়ে পড়তাম ৷ কিন্তু, তারপরও ভাবতাম, কীভাবে এই ধরনের মানুষকে আমি উচিত শিক্ষা দিতে পারি ! যদি আমার মা, কাকু, কাকিমা এবং আমার দাদু, দিদা ও ঠাকুরদা, ঠাকুমা পাশে না থাকতেন, তাহলে কোনও দিন আমি ছোটবেলার সেই ভয় থেকে বের হতে পারতাম না ৷ আমি জীবনে যা কিছু অর্জন করেছি, সেটা ওঁদের ছাড়া পারতাম না ৷"

আরও পড়ুন: 4 বছরের শিশুর উপর যৌন অত্যাচার, কাঠগড়ায় 16 বছরের কিশোর !

স্বাতী মনে করেন, যখন কোনও মানুষের উপর অত্যাচার করা হয়, আসলে সেই অত্যাচার অত্যাচারিত মানুষটির মধ্য়ে একটি আগুন জ্বালিয়ে দেয় ৷ আর যদি সেই আগুনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে একদিন সেই অত্যাচারিত মানুষটিই জীবনে অনেক কিছু অর্জন করেন ৷ এরপরই স্বাতী বলেন, "আজ যাঁরা এখানে পুরস্কার পেলেন, তাঁদের সকলেরই অতীতে একটি শক্তিশালী কাহিনি রয়েছে ৷ এঁদের প্রত্যেকের অতীতে রয়েছে এমন অনেক লড়াইয়ের গল্প ৷ এঁরা জানেন, কীভাবে সংগ্রাম করে জীবনের চ্যালেঞ্জগুলিকে পার করে যেতে হয় ৷ এঁরা এঁদের জীবন ভালোর জন্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ৷"

নয়াদিল্লি, 11 মার্চ: শিশু বয়সে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকেও ! আর যিনি তাঁর উপর এই নির্যাতন চালাতেন, তিনি আর কেউ নন, স্বয়ং তাঁর জন্মদাতা বাবা ! শনিবার এমনটাই দাবি করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairperson of Delhi Commission for Women) স্বাতী মালিওয়াল (Swati Maliwal on her Sexual Harassment) ৷ তাঁর দাবি, তিনি যখন ছোট ছিলেন, তাঁর বাবা তাঁকে নিয়মিত যৌন নিগ্রহ করতেন ! কোমরের বেল্ট খুলে একরত্তি স্বাতীকে মারতেন তিনি ! যতক্ষণ না স্বাতী রক্তাক্ত হতেন, ততক্ষণ এই মার চলত ! বাবার এমন আচরণে ভয়ে সিঁটিয়ে থাকতেন স্বাতী ৷ রাতের পর রাত কাটাতেন জেগে ! স্বাতীর মুখে এই কথা শুনে তাজ্জব হয়ে গিয়েছে তমাম ভারতবাসী ৷ ইতিমধ্য়েই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় এ নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

এদিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন স্বাতী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই স্বাতী বলেন, "আমার বাবা আমাকে নিয়মিত যৌন নিগ্রহ করতেন ৷ যখনই তিনি বাড়িতে আসতেন, আমি ভয়ে কুঁকড়ে যেতাম ৷ আমার এখনও সেই রাতগুলো মনে আছে ৷ যখন আমি ভয়ে কাঁপতাম, চাদরের নীচে নিজেকে আড়াল করতাম ৷ আমি খালি একটাই কথা ভাবতাম, কীভাবে এমন মানুষকে উচিত শিক্ষা দেওয়া যেতে পারে !"

মঞ্চে কথা বলতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন স্বাতী ৷ তিনি বলেন, "সেই দিনগুলো আমি কোনও দিন ভুলব না ৷ আমার বাবা খুব রেগে বাড়ি ফিরতেন এবং কোনও কারণ ছাড়াই আমাকে মারতে শুরু করে দিতেন ৷ তিনি আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেওয়ালে ঠুকে দিতেন ৷ আমি রক্তাক্ত হয়ে পড়তাম ৷ কিন্তু, তারপরও ভাবতাম, কীভাবে এই ধরনের মানুষকে আমি উচিত শিক্ষা দিতে পারি ! যদি আমার মা, কাকু, কাকিমা এবং আমার দাদু, দিদা ও ঠাকুরদা, ঠাকুমা পাশে না থাকতেন, তাহলে কোনও দিন আমি ছোটবেলার সেই ভয় থেকে বের হতে পারতাম না ৷ আমি জীবনে যা কিছু অর্জন করেছি, সেটা ওঁদের ছাড়া পারতাম না ৷"

আরও পড়ুন: 4 বছরের শিশুর উপর যৌন অত্যাচার, কাঠগড়ায় 16 বছরের কিশোর !

স্বাতী মনে করেন, যখন কোনও মানুষের উপর অত্যাচার করা হয়, আসলে সেই অত্যাচার অত্যাচারিত মানুষটির মধ্য়ে একটি আগুন জ্বালিয়ে দেয় ৷ আর যদি সেই আগুনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে একদিন সেই অত্যাচারিত মানুষটিই জীবনে অনেক কিছু অর্জন করেন ৷ এরপরই স্বাতী বলেন, "আজ যাঁরা এখানে পুরস্কার পেলেন, তাঁদের সকলেরই অতীতে একটি শক্তিশালী কাহিনি রয়েছে ৷ এঁদের প্রত্যেকের অতীতে রয়েছে এমন অনেক লড়াইয়ের গল্প ৷ এঁরা জানেন, কীভাবে সংগ্রাম করে জীবনের চ্যালেঞ্জগুলিকে পার করে যেতে হয় ৷ এঁরা এঁদের জীবন ভালোর জন্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ৷"

Last Updated : Mar 11, 2023, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.