ETV Bharat / bharat

Suvendu Adhikari: বালাসোরে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু - বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রবিবার বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের স্বাস্থ্যের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 4, 2023, 10:52 PM IST

শুভেন্দু অধিকারী

বালাসোর, 4 জুন: শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে বহু নেতা-মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ রেলমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখে করে সেখান থেকে ফের একবার বাংলার সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রবিবার বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের স্বাস্থ্যের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র নিন্দাও করেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও ৷ পাশাপাশি এদিন বালাসোর এবং বাহানাগা এলাকার স্থানীয় লোকজন যেভাবে দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে দাঁড়িয়েই এদিন রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী জানান, এমন পরিস্থিতিতে কোনও দলের রাজনীতি করা বা অভিযোগ করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, যে দুর্ঘটনাটি রেলের সচেতনতার অভাবে ঘটেছে, এবং দুর্ঘটনার পিছনে কারও হাত আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন, তা হাস্যকর বিষয় ৷

শুভেন্দুর দাবি, দুর্ঘটনার পরদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তা এক ধরনের নীচ রাজনীতির পরিচয়। তাঁর কথায়, "দুর্ঘটনার সঠিক তদন্তের আগে এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়।" এর সঙ্গেই শুভেন্দু অধিকারী অভিযোগের সুরে জানান, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত খারাপ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনও মনোযোগ দিচ্ছেন না, বলেই পশ্চিমবঙ্গ থেকে রোগীরা ওড়িশায় চিকিৎসা করাতে আসছেন বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ, এমন পরিস্থিতিতে আহতদের ফের পশ্চিমবঙ্গে নিয়ে গিয়ে কৃতিত্ব নিতে চান মমতা। বালাসোর হাসপাতাল পরিদর্শন করার পর চিকিৎসকদের তত্বাবধানে যেভাবে রোগীদের চিকিৎসা হচ্ছে তারও এদিন ভূয়ষী প্রসংশা করেন তিনি ৷ এদিন শুভেন্দু অধিকারী জানান, বাংলার মুখ্যমন্ত্রী দুঃখ নিয়ে দুর্ঘটনাস্থলে আসেননি ৷ আসলে, তিনি অবশ্যই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও আলোচনা করতেন ৷

আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার যাচ্ছে সিবিআইয়ের হাতে ! ঘোষণা রেলমন্ত্রীর

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে শোক প্রকাশ করতে পারতেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা না করে সংবাদমধ্যমের সামনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ করতেও দ্বিধা করেননি তিনি। শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গে কোনও সুযোগ-সুবিধা নেই ৷ কেবল সস্তায় মদ পাওয়া যায়। মমতা যখন সব কিছুতেই ব্যর্থ, এখন নিজের দুর্বলতা আড়াল করতে পালটা অভিযোগ করে চলেছেন।"

শুভেন্দু অধিকারী

বালাসোর, 4 জুন: শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে বহু নেতা-মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ রেলমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখে করে সেখান থেকে ফের একবার বাংলার সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রবিবার বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের স্বাস্থ্যের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র নিন্দাও করেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও ৷ পাশাপাশি এদিন বালাসোর এবং বাহানাগা এলাকার স্থানীয় লোকজন যেভাবে দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে দাঁড়িয়েই এদিন রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী জানান, এমন পরিস্থিতিতে কোনও দলের রাজনীতি করা বা অভিযোগ করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, যে দুর্ঘটনাটি রেলের সচেতনতার অভাবে ঘটেছে, এবং দুর্ঘটনার পিছনে কারও হাত আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন, তা হাস্যকর বিষয় ৷

শুভেন্দুর দাবি, দুর্ঘটনার পরদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তা এক ধরনের নীচ রাজনীতির পরিচয়। তাঁর কথায়, "দুর্ঘটনার সঠিক তদন্তের আগে এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়।" এর সঙ্গেই শুভেন্দু অধিকারী অভিযোগের সুরে জানান, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত খারাপ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনও মনোযোগ দিচ্ছেন না, বলেই পশ্চিমবঙ্গ থেকে রোগীরা ওড়িশায় চিকিৎসা করাতে আসছেন বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ, এমন পরিস্থিতিতে আহতদের ফের পশ্চিমবঙ্গে নিয়ে গিয়ে কৃতিত্ব নিতে চান মমতা। বালাসোর হাসপাতাল পরিদর্শন করার পর চিকিৎসকদের তত্বাবধানে যেভাবে রোগীদের চিকিৎসা হচ্ছে তারও এদিন ভূয়ষী প্রসংশা করেন তিনি ৷ এদিন শুভেন্দু অধিকারী জানান, বাংলার মুখ্যমন্ত্রী দুঃখ নিয়ে দুর্ঘটনাস্থলে আসেননি ৷ আসলে, তিনি অবশ্যই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও আলোচনা করতেন ৷

আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার যাচ্ছে সিবিআইয়ের হাতে ! ঘোষণা রেলমন্ত্রীর

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে শোক প্রকাশ করতে পারতেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা না করে সংবাদমধ্যমের সামনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ করতেও দ্বিধা করেননি তিনি। শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গে কোনও সুযোগ-সুবিধা নেই ৷ কেবল সস্তায় মদ পাওয়া যায়। মমতা যখন সব কিছুতেই ব্যর্থ, এখন নিজের দুর্বলতা আড়াল করতে পালটা অভিযোগ করে চলেছেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.