ETV Bharat / bharat

28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা - কোরোনা মহামারি

24টা দেশের মধ্য়ে ভারত এই এয়ার বাবল তৈরি করেছিল ৷ যার মধ্য়ে রয়েছে অ্য়ামেরিকা, ইংল্য়ান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান, ফ্রান্স সহ একাধিক দেশ ৷ এয়ার বাবল বলয়ের মধ্যে দুই দেশের সরকারি বিমানে পরিষেবা দেওয়া হয় ৷ অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক এও জানিয়েছে, তাদের এই নির্দেশিকায় কার্গো বিমান চলাচলে কোনও বাধা তৈরি হবে না ৷

suspension-of-scheduled-international-flights-extended-till-feb-28
আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের সময় 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক
author img

By

Published : Jan 28, 2021, 9:26 PM IST

Updated : Jan 29, 2021, 6:31 AM IST

দিল্লি, 28 জানুয়ারি : আন্তর্জাতিক বাণিজ্য়িক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ৷ মন্ত্রকের ডিরেক্টরেট জেনেরাল এদিন জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে কয়েকটি ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া হলেও হতে পারে ৷

কোরোনা মহামারির কারণে গতবছরের 23 মার্চ থেকে আন্তর্জাতিক সূচি অনুযায়ী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷ কেবলমাত্র বন্দে ভারত মিশনে বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছে ৷ মে মাস থেকে এই বন্দে ভারত মিশনের বিমান পরিষেবা শুরু করেছে ভারত সরকার ৷ দুই দেশের মধ্যে এয়ার বাবল তৈরি করে এই পরিষেবা চালু করেছে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ৷

আরও পড়ুন : "বন্দে ভারত মিশন"-এ দেশে ফিরেছে 6 হাজার 37 জন

24টা দেশের মধ্য়ে ভারত এই এয়ার বাবল তৈরি করেছিল ৷ যার মধ্য়ে রয়েছে অ্য়ামেরিকা, ইংল্য়ান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান, ফ্রান্স সহ একাধিক দেশ ৷ এয়ার বাবল বলয়ের মধ্যে দুই দেশের সরকারি বিমানে পরিষেবা দেওয়া হয় ৷ অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক এও জানিয়েছে, তাদের এই নির্দেশিকায় কার্গো বিমান চলাচলে কোনও বাধা তৈরি হবে না ৷

দিল্লি, 28 জানুয়ারি : আন্তর্জাতিক বাণিজ্য়িক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ৷ মন্ত্রকের ডিরেক্টরেট জেনেরাল এদিন জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে কয়েকটি ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া হলেও হতে পারে ৷

কোরোনা মহামারির কারণে গতবছরের 23 মার্চ থেকে আন্তর্জাতিক সূচি অনুযায়ী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷ কেবলমাত্র বন্দে ভারত মিশনে বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছে ৷ মে মাস থেকে এই বন্দে ভারত মিশনের বিমান পরিষেবা শুরু করেছে ভারত সরকার ৷ দুই দেশের মধ্যে এয়ার বাবল তৈরি করে এই পরিষেবা চালু করেছে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ৷

আরও পড়ুন : "বন্দে ভারত মিশন"-এ দেশে ফিরেছে 6 হাজার 37 জন

24টা দেশের মধ্য়ে ভারত এই এয়ার বাবল তৈরি করেছিল ৷ যার মধ্য়ে রয়েছে অ্য়ামেরিকা, ইংল্য়ান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান, ফ্রান্স সহ একাধিক দেশ ৷ এয়ার বাবল বলয়ের মধ্যে দুই দেশের সরকারি বিমানে পরিষেবা দেওয়া হয় ৷ অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক এও জানিয়েছে, তাদের এই নির্দেশিকায় কার্গো বিমান চলাচলে কোনও বাধা তৈরি হবে না ৷

Last Updated : Jan 29, 2021, 6:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.