ETV Bharat / bharat

মুদ্রাস্ফীতি, ফোন ট্যাপিং-সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধীদের - CPI

করোনা, মুদ্রাস্ফীতি এবং ফোন ট্যাপিং ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধী সাংসদদের ৷ বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মুলতুবি প্রস্তাব পেশ করা হয় লোকসভা এবং রাজ্যসভায় ৷

suspension-of-business-notice-in-Rajya Sabha-by-rjd-cpi
মুদ্রাস্ফীতি, ফোন ট্যাপিং সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধীদের
author img

By

Published : Jul 19, 2021, 2:12 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব পেশ করল বিরোধী সাংসদরা ৷ করোনা এবং ফোন ট্যাপিং ইস্যুতে 267নং ধারায় বাদল অধিবেশনের প্রথমদিনে মুলতুবির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্যসভার সিপিআই সাংসদ বিনয় বিশ্বম 267নং ধারার অধিবেশন মুলতুবি রাখার এই প্রস্তাব দিয়েছেন ৷

তাঁর পেশ করা মুলতুবি প্রস্তাবে বলা হয়েছে, পেগাসাস নজরদারির যে ঘটনা সামনে এসেছে এবং সে সংক্রান্ত যে ফোন ট্যাপিং এর ঘটনা ঘটেছে, সেই ইস্যুতে রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হোক ৷ অন্যদিকে, রাষ্ট্রিয় জনতা দল বা আরজেডি-র সাংসদ মনোজ ঝা অধিবেশন মুলতুবির প্রস্তাব পেশ করেছেন রাজ্যসভায় ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ না করার অভিযোগে এই মুলতুবি প্রস্তাব আনেন তিনি ৷

অন্যদিকে, আজ সংসদের বাদল অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা উভয়কক্ষে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি বাড়তে থাকা দামের বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে চেপে ধরবে কংগ্রেস ৷ কংগ্রেস সাংসদ মণিক্কম ঠাকুর মুদ্রাস্ফীতি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন ৷ যদিও, সবক’টি প্রস্তাবই খারিজ করে দেওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতির মধ্য়ে বিধিনিয়ম মেনে আজ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷

নয়াদিল্লি, 19 জুলাই : রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব পেশ করল বিরোধী সাংসদরা ৷ করোনা এবং ফোন ট্যাপিং ইস্যুতে 267নং ধারায় বাদল অধিবেশনের প্রথমদিনে মুলতুবির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্যসভার সিপিআই সাংসদ বিনয় বিশ্বম 267নং ধারার অধিবেশন মুলতুবি রাখার এই প্রস্তাব দিয়েছেন ৷

তাঁর পেশ করা মুলতুবি প্রস্তাবে বলা হয়েছে, পেগাসাস নজরদারির যে ঘটনা সামনে এসেছে এবং সে সংক্রান্ত যে ফোন ট্যাপিং এর ঘটনা ঘটেছে, সেই ইস্যুতে রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হোক ৷ অন্যদিকে, রাষ্ট্রিয় জনতা দল বা আরজেডি-র সাংসদ মনোজ ঝা অধিবেশন মুলতুবির প্রস্তাব পেশ করেছেন রাজ্যসভায় ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ না করার অভিযোগে এই মুলতুবি প্রস্তাব আনেন তিনি ৷

অন্যদিকে, আজ সংসদের বাদল অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা উভয়কক্ষে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি বাড়তে থাকা দামের বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে চেপে ধরবে কংগ্রেস ৷ কংগ্রেস সাংসদ মণিক্কম ঠাকুর মুদ্রাস্ফীতি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন ৷ যদিও, সবক’টি প্রস্তাবই খারিজ করে দেওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতির মধ্য়ে বিধিনিয়ম মেনে আজ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.