বারাণসী, 14 জানুয়ারি: নির্বাচনে জিতে ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন সঞ্জয় সিং ৷ সেই নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ক্রীড়ামন্ত্রক ৷ কুস্তি ফেডারেশনের সংবিধান না-মেনে কাজ করায় এই ব্যবস্থা নিয়েছে সরকার ৷ তিনি কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠও ৷ সেই বরখাস্ত সভাপতি সঞ্জয় সিংকে ফোন করে কেউ প্রাণে মারার হুমকি দিয়েছে।
এনিয়ে সঞ্জয় সিং বারাণসীর ভেলুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনায় তদন্তে নেমে পুলিশ যে ফোন নম্বর থেকে হুমকি পেয়েছে সেই নম্বরটি যাচাই করে। সঞ্জয় সিং থানায় অভিযোগের সময় এও জানিয়েছেন, যে ব্যক্তি তাঁকে ফোনে প্রাণ মারার হুমকি দিয়েছে সে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে ৷ তিনি পুলিশকে এও জানিয়েছেন, শুক্রবার, 12 জানুয়ারি রাত সাড়ে 8টায় ও পরে 9টা 35 মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মোবাইলে কল আসে।
সেই নম্বর দেখে অচেনা হওয়ায় তিনি প্রথমে ফোন ধরেননি। এরপর গতকাল, শনিবার দুপুর 12টা 17 মিনিটে ওই একই নম্বর থেকে ফের কল এলে তিনি ফোন ধরেন। এরপর গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে। তারপরই সঙ্গে সঙ্গে ফোনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে দুপুর 2টো 42 মিনিট এবং 2টো 48 মিনিট নাগাদ ওই একই নম্বর থেকে আবার ফোন আসে ৷ তিনি জানান, "আমাকে ফের গালিগালাজ করে ৷ আর প্রাণে মেরে ফেলার হুমকি দেন ৷ এরপর ফোন কেটে দেয় সে । কল কেটে যাওয়ার পর থেকে ওই নম্বর থেকে একটানা ফের কল আসছে। এতে আমার পরিবার খুবই আতঙ্কিত ।"
এনিয়ে সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, কিছু লোক আছে যারা ক্রমাগত তাঁকে নীচে নামাতে চায় ৷ সঞ্জয় সিং এবং সাংসদ ব্রিজভূষণ শরণ সিং সর্বদা কুস্তির কল্যাণ চান ৷ আর যারা কুস্তির ভালো চায় না তারা এই কাজ করছে। ঘটনায় পুলিশ বলছে, এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন: