ETV Bharat / bharat

Suspected Jihadists Arrested: পাকিস্তানে যেত ই-সিম কার্ড, জিহাদি-যোগে গ্রেফতার 5 সন্দেহভাজন - জিহাদি যোগে গ্রেফতার 5 সন্দেহভাজন

অসম পুলিশের সাফল্য । নগাঁও জেলার ধিং এবং বাটাদ্রভাকে অভিযান চালিয়ে জিহাদিদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করল পুলিশ (Suspected jihadists arrested in Assam) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 8, 2023, 2:07 PM IST

নগাঁও, 8 মার্চ: ফের জিহাদিদের পর্দাফাস অসম করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ । এনআইএ (National Investigation Agency) রিপোর্টের ভিত্তিতে বুধবার এই অভিযান চালায় নগাঁও পুলিশ । তাতেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে (Suspected Jihadists arrested in Assam for supplying SIM cards to Pakistani Spies) ।

গভীর রাতে অভিযান চালায় পুলিশ:

পুলিশ সূত্রে খবর, ধিং এবং বাটাদ্রভাকে অভিযান চালায় । জিহাজি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই 5 জনকে গ্রেফতার করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানে ই-সিম সরবরাহ করার অভিযোগ উঠেছে । গ্রেফতার হওয়া 5 জনের নাম আশিকুল ইসলাম (Asiqul Islam), বদরুদ্দিন (Badruddin), মিজানুর রহমান (Mizanur Rahman), বাহারুল ইসলাম (Baharul Islam) ও ওয়াহিদুজ জামান (Wahiduz Zaman) ।

কী বলছে নগাঁও পুলিশ ?

নগাঁও পুলিশের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি । যদিও জানানো হয়েছে, পাকিস্তানে ই-সিম সরবরাহ করার অভিযোগ রয়েছে ওই 5 জনের বিরুদ্ধে (Suspected of supplying SIM cards to Pakistan) । ইতিমধ্যেই তাদের থেকে 200টিরও বেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে । তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নগাঁও সদর থানায় রাখা হয়েছে ।

আরও পড়ুন: বাংলার যুবকদের জেহাদি ভাবধারায় প্রভাবিত করাই প্রধান কাজ ছিল ধৃত আল কায়দা জঙ্গি রাকিবের

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তদন্তেও উঠে এসেছে, পাঁচজনের ফোন থেকেই পাকিস্তানে একাধিক ওটিপি পাঠানো হয়েছে । অসম পুলিশ বিশেষ দল গঠন করেছে এবং এনআইএ-র কাছ থেকে তথ্য পাওয়ার পর রাজ্যে কার্যত হাই অ্যালার্ট রয়েছে । প্রসঙ্গত, এর আগেও অসমে জিহাদি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে সন্দেহভাজনরা । গত বছর বরপেটা থেকে এক বাংলাদেশি-সহ 10 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ।

আরও পড়ুন: বিহারের ভাড়াবাড়িতে জেহাদি বই, বিস্ফোরণের ছক করছিল ইজ়াজ়?

নগাঁও, 8 মার্চ: ফের জিহাদিদের পর্দাফাস অসম করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ । এনআইএ (National Investigation Agency) রিপোর্টের ভিত্তিতে বুধবার এই অভিযান চালায় নগাঁও পুলিশ । তাতেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে (Suspected Jihadists arrested in Assam for supplying SIM cards to Pakistani Spies) ।

গভীর রাতে অভিযান চালায় পুলিশ:

পুলিশ সূত্রে খবর, ধিং এবং বাটাদ্রভাকে অভিযান চালায় । জিহাজি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই 5 জনকে গ্রেফতার করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানে ই-সিম সরবরাহ করার অভিযোগ উঠেছে । গ্রেফতার হওয়া 5 জনের নাম আশিকুল ইসলাম (Asiqul Islam), বদরুদ্দিন (Badruddin), মিজানুর রহমান (Mizanur Rahman), বাহারুল ইসলাম (Baharul Islam) ও ওয়াহিদুজ জামান (Wahiduz Zaman) ।

কী বলছে নগাঁও পুলিশ ?

নগাঁও পুলিশের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি । যদিও জানানো হয়েছে, পাকিস্তানে ই-সিম সরবরাহ করার অভিযোগ রয়েছে ওই 5 জনের বিরুদ্ধে (Suspected of supplying SIM cards to Pakistan) । ইতিমধ্যেই তাদের থেকে 200টিরও বেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে । তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নগাঁও সদর থানায় রাখা হয়েছে ।

আরও পড়ুন: বাংলার যুবকদের জেহাদি ভাবধারায় প্রভাবিত করাই প্রধান কাজ ছিল ধৃত আল কায়দা জঙ্গি রাকিবের

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তদন্তেও উঠে এসেছে, পাঁচজনের ফোন থেকেই পাকিস্তানে একাধিক ওটিপি পাঠানো হয়েছে । অসম পুলিশ বিশেষ দল গঠন করেছে এবং এনআইএ-র কাছ থেকে তথ্য পাওয়ার পর রাজ্যে কার্যত হাই অ্যালার্ট রয়েছে । প্রসঙ্গত, এর আগেও অসমে জিহাদি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে সন্দেহভাজনরা । গত বছর বরপেটা থেকে এক বাংলাদেশি-সহ 10 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ।

আরও পড়ুন: বিহারের ভাড়াবাড়িতে জেহাদি বই, বিস্ফোরণের ছক করছিল ইজ়াজ়?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.