ETV Bharat / bharat

SSR Death Controversy: খুন হয়েছিলেন সুশান্ত, সত্যি লুকানো হয়েছে, কুপার হাসপাতালের কর্মীর দাবি ঘিরে নয়া বিতর্ক

author img

By

Published : Dec 26, 2022, 2:45 PM IST

Updated : Dec 26, 2022, 3:44 PM IST

2020 সালের 14 জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ উদ্ধার হয় ৷ তিনি আত্মঘাতী হয়েছেন নাকি, খুন করা হয় তাঁকে, এই নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল ৷ আড়াই বছর কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) এক কর্মীর মন্তব্যে সেই বিতর্ক আবার ফিরে এল ৷

Sushant Singh Rajput
সুশান্ত সিং রাজপুত

মুম্বই, 26 ডিসেম্বর: প্রায় আড়াই বছর পর নতুন করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হল ৷ মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) একজন কর্মচারীর দাবি, সুশান্তকে খুন করা হয়েছিল ৷ তিনি আত্মঘাতী হননি ৷ ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত (Sushant Post Mortem) হয় ৷ রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ৷ হত্যার স্পষ্ট প্রমাণ ছিল ৷ তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে ৷

রূপকুমার দাবি করেছেন যে সুশান্তের ঘাড়ে থাকা দাগগুলিতে স্পষ্ট ছিল যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তিনি বলেন, "কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার বক্তব্য প্রমাণ করতে পারে । পুলিশের কাছে এই ছবিগুলো আছে । আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি ৷ আমরা তাঁর মৃতদেহও দেখেছি ৷" তিনি আরও দাবি করেছেন যে ওই অভিনেতা নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না ৷

রূপকুমারের আরও দাবি, "তাঁর (সুশান্তের) শরীর বিকৃত অবস্থায় ছিল । ভাঙা হাত ও পা দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই, এটা অসম্ভব । তাছাড়া, একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা আলাদা ছিল ৷" একই সঙ্গে রূপকুমারের সংযোজন, তিনি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন ৷ তাই তিনি দেহটিকে কাছ থেকে দেখেছেন ।

রূপকুমারের বক্তব্য, "আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি । আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি । আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি ঊর্ধ্বতন আদেশের বিরুদ্ধে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমার বিবেক আমাকে আর এটা করতে দিচ্ছে না । অন্য যাঁরা এ বিষয়ে জানেন, তাঁদের সম্পর্কে আমি জানি না । কিন্তু আমি যে সত্যকে লুকিয়ে রেখেছি, তাতে আমি প্রতিনিয়ত ভুগছি । আমি শুধু মৃতের বিচার চাই ।" কিন্তু এই মন্তব্য যে তাঁকে বিপদে ফেলতে পারে, তাও জানেন রূপকুমার ৷ তাই নিজের সুরক্ষারও দাবি করেছেন তিনি ৷

তিনি বলেন, "একজন সত্য মানুষ সত্যের জন্য বেঁচে থাকেন । একজন সত্য মানুষ সত্যি কথা বলেন । আমি আমার জীবনের জন্য চিন্তিত ৷ কিন্তু আমি নিশ্চিত যে ক্ষমতায় থাকা লোকেরা আমাকে সমর্থন করবেন । আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমি যা বলছি তা সত্য । এবং তাঁকে আমাকে কিছু সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করুন ৷”

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে 2020 সালের 14 জুন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । তাঁর মৃত্যু নিয়ে একাধিক দাবি ছড়িয়ে পড়েছিল ৷ কেউ বলেছিলেন আত্মহত্যা ৷ কারও দাবি ছিল যে খুন৷ প্রশ্নের মুখে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) ৷ প্রথমে মুম্বই (Mumbai) পুলিশ তদন্ত শুরু করে ৷ পরে তা সিবিআইয়ের (CBI) কাছে হস্তান্তরিত হয় ৷ পরে ঘটনাটি আত্মহত্যা বলেই প্রতিষ্ঠা পায় ৷ এবার কুপার হাসপাতালের এই কর্মীর দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এখন দেখার এই নিয়ে সিবিআই বা মহারাষ্ট্র (Maharashtra) সরকার নতুন কোনও পদক্ষেপ করে কি না !

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

মুম্বই, 26 ডিসেম্বর: প্রায় আড়াই বছর পর নতুন করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হল ৷ মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) একজন কর্মচারীর দাবি, সুশান্তকে খুন করা হয়েছিল ৷ তিনি আত্মঘাতী হননি ৷ ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত (Sushant Post Mortem) হয় ৷ রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ৷ হত্যার স্পষ্ট প্রমাণ ছিল ৷ তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে ৷

রূপকুমার দাবি করেছেন যে সুশান্তের ঘাড়ে থাকা দাগগুলিতে স্পষ্ট ছিল যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তিনি বলেন, "কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার বক্তব্য প্রমাণ করতে পারে । পুলিশের কাছে এই ছবিগুলো আছে । আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি ৷ আমরা তাঁর মৃতদেহও দেখেছি ৷" তিনি আরও দাবি করেছেন যে ওই অভিনেতা নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না ৷

রূপকুমারের আরও দাবি, "তাঁর (সুশান্তের) শরীর বিকৃত অবস্থায় ছিল । ভাঙা হাত ও পা দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই, এটা অসম্ভব । তাছাড়া, একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা আলাদা ছিল ৷" একই সঙ্গে রূপকুমারের সংযোজন, তিনি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন ৷ তাই তিনি দেহটিকে কাছ থেকে দেখেছেন ।

রূপকুমারের বক্তব্য, "আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি । আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি । আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি ঊর্ধ্বতন আদেশের বিরুদ্ধে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমার বিবেক আমাকে আর এটা করতে দিচ্ছে না । অন্য যাঁরা এ বিষয়ে জানেন, তাঁদের সম্পর্কে আমি জানি না । কিন্তু আমি যে সত্যকে লুকিয়ে রেখেছি, তাতে আমি প্রতিনিয়ত ভুগছি । আমি শুধু মৃতের বিচার চাই ।" কিন্তু এই মন্তব্য যে তাঁকে বিপদে ফেলতে পারে, তাও জানেন রূপকুমার ৷ তাই নিজের সুরক্ষারও দাবি করেছেন তিনি ৷

তিনি বলেন, "একজন সত্য মানুষ সত্যের জন্য বেঁচে থাকেন । একজন সত্য মানুষ সত্যি কথা বলেন । আমি আমার জীবনের জন্য চিন্তিত ৷ কিন্তু আমি নিশ্চিত যে ক্ষমতায় থাকা লোকেরা আমাকে সমর্থন করবেন । আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমি যা বলছি তা সত্য । এবং তাঁকে আমাকে কিছু সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করুন ৷”

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে 2020 সালের 14 জুন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । তাঁর মৃত্যু নিয়ে একাধিক দাবি ছড়িয়ে পড়েছিল ৷ কেউ বলেছিলেন আত্মহত্যা ৷ কারও দাবি ছিল যে খুন৷ প্রশ্নের মুখে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) ৷ প্রথমে মুম্বই (Mumbai) পুলিশ তদন্ত শুরু করে ৷ পরে তা সিবিআইয়ের (CBI) কাছে হস্তান্তরিত হয় ৷ পরে ঘটনাটি আত্মহত্যা বলেই প্রতিষ্ঠা পায় ৷ এবার কুপার হাসপাতালের এই কর্মীর দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এখন দেখার এই নিয়ে সিবিআই বা মহারাষ্ট্র (Maharashtra) সরকার নতুন কোনও পদক্ষেপ করে কি না !

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

Last Updated : Dec 26, 2022, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.