ETV Bharat / bharat

SSR Death Controversy: খুন হয়েছিলেন সুশান্ত, সত্যি লুকানো হয়েছে, কুপার হাসপাতালের কর্মীর দাবি ঘিরে নয়া বিতর্ক

2020 সালের 14 জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ উদ্ধার হয় ৷ তিনি আত্মঘাতী হয়েছেন নাকি, খুন করা হয় তাঁকে, এই নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল ৷ আড়াই বছর কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) এক কর্মীর মন্তব্যে সেই বিতর্ক আবার ফিরে এল ৷

Sushant Singh Rajput
সুশান্ত সিং রাজপুত
author img

By

Published : Dec 26, 2022, 2:45 PM IST

Updated : Dec 26, 2022, 3:44 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: প্রায় আড়াই বছর পর নতুন করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হল ৷ মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) একজন কর্মচারীর দাবি, সুশান্তকে খুন করা হয়েছিল ৷ তিনি আত্মঘাতী হননি ৷ ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত (Sushant Post Mortem) হয় ৷ রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ৷ হত্যার স্পষ্ট প্রমাণ ছিল ৷ তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে ৷

রূপকুমার দাবি করেছেন যে সুশান্তের ঘাড়ে থাকা দাগগুলিতে স্পষ্ট ছিল যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তিনি বলেন, "কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার বক্তব্য প্রমাণ করতে পারে । পুলিশের কাছে এই ছবিগুলো আছে । আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি ৷ আমরা তাঁর মৃতদেহও দেখেছি ৷" তিনি আরও দাবি করেছেন যে ওই অভিনেতা নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না ৷

রূপকুমারের আরও দাবি, "তাঁর (সুশান্তের) শরীর বিকৃত অবস্থায় ছিল । ভাঙা হাত ও পা দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই, এটা অসম্ভব । তাছাড়া, একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা আলাদা ছিল ৷" একই সঙ্গে রূপকুমারের সংযোজন, তিনি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন ৷ তাই তিনি দেহটিকে কাছ থেকে দেখেছেন ।

রূপকুমারের বক্তব্য, "আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি । আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি । আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি ঊর্ধ্বতন আদেশের বিরুদ্ধে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমার বিবেক আমাকে আর এটা করতে দিচ্ছে না । অন্য যাঁরা এ বিষয়ে জানেন, তাঁদের সম্পর্কে আমি জানি না । কিন্তু আমি যে সত্যকে লুকিয়ে রেখেছি, তাতে আমি প্রতিনিয়ত ভুগছি । আমি শুধু মৃতের বিচার চাই ।" কিন্তু এই মন্তব্য যে তাঁকে বিপদে ফেলতে পারে, তাও জানেন রূপকুমার ৷ তাই নিজের সুরক্ষারও দাবি করেছেন তিনি ৷

তিনি বলেন, "একজন সত্য মানুষ সত্যের জন্য বেঁচে থাকেন । একজন সত্য মানুষ সত্যি কথা বলেন । আমি আমার জীবনের জন্য চিন্তিত ৷ কিন্তু আমি নিশ্চিত যে ক্ষমতায় থাকা লোকেরা আমাকে সমর্থন করবেন । আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমি যা বলছি তা সত্য । এবং তাঁকে আমাকে কিছু সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করুন ৷”

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে 2020 সালের 14 জুন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । তাঁর মৃত্যু নিয়ে একাধিক দাবি ছড়িয়ে পড়েছিল ৷ কেউ বলেছিলেন আত্মহত্যা ৷ কারও দাবি ছিল যে খুন৷ প্রশ্নের মুখে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) ৷ প্রথমে মুম্বই (Mumbai) পুলিশ তদন্ত শুরু করে ৷ পরে তা সিবিআইয়ের (CBI) কাছে হস্তান্তরিত হয় ৷ পরে ঘটনাটি আত্মহত্যা বলেই প্রতিষ্ঠা পায় ৷ এবার কুপার হাসপাতালের এই কর্মীর দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এখন দেখার এই নিয়ে সিবিআই বা মহারাষ্ট্র (Maharashtra) সরকার নতুন কোনও পদক্ষেপ করে কি না !

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

মুম্বই, 26 ডিসেম্বর: প্রায় আড়াই বছর পর নতুন করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হল ৷ মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) একজন কর্মচারীর দাবি, সুশান্তকে খুন করা হয়েছিল ৷ তিনি আত্মঘাতী হননি ৷ ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত (Sushant Post Mortem) হয় ৷ রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ৷ হত্যার স্পষ্ট প্রমাণ ছিল ৷ তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে ৷

রূপকুমার দাবি করেছেন যে সুশান্তের ঘাড়ে থাকা দাগগুলিতে স্পষ্ট ছিল যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তিনি বলেন, "কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার বক্তব্য প্রমাণ করতে পারে । পুলিশের কাছে এই ছবিগুলো আছে । আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি ৷ আমরা তাঁর মৃতদেহও দেখেছি ৷" তিনি আরও দাবি করেছেন যে ওই অভিনেতা নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না ৷

রূপকুমারের আরও দাবি, "তাঁর (সুশান্তের) শরীর বিকৃত অবস্থায় ছিল । ভাঙা হাত ও পা দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই, এটা অসম্ভব । তাছাড়া, একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা আলাদা ছিল ৷" একই সঙ্গে রূপকুমারের সংযোজন, তিনি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন ৷ তাই তিনি দেহটিকে কাছ থেকে দেখেছেন ।

রূপকুমারের বক্তব্য, "আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি । আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি । আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি ঊর্ধ্বতন আদেশের বিরুদ্ধে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমার বিবেক আমাকে আর এটা করতে দিচ্ছে না । অন্য যাঁরা এ বিষয়ে জানেন, তাঁদের সম্পর্কে আমি জানি না । কিন্তু আমি যে সত্যকে লুকিয়ে রেখেছি, তাতে আমি প্রতিনিয়ত ভুগছি । আমি শুধু মৃতের বিচার চাই ।" কিন্তু এই মন্তব্য যে তাঁকে বিপদে ফেলতে পারে, তাও জানেন রূপকুমার ৷ তাই নিজের সুরক্ষারও দাবি করেছেন তিনি ৷

তিনি বলেন, "একজন সত্য মানুষ সত্যের জন্য বেঁচে থাকেন । একজন সত্য মানুষ সত্যি কথা বলেন । আমি আমার জীবনের জন্য চিন্তিত ৷ কিন্তু আমি নিশ্চিত যে ক্ষমতায় থাকা লোকেরা আমাকে সমর্থন করবেন । আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমি যা বলছি তা সত্য । এবং তাঁকে আমাকে কিছু সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করুন ৷”

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে 2020 সালের 14 জুন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । তাঁর মৃত্যু নিয়ে একাধিক দাবি ছড়িয়ে পড়েছিল ৷ কেউ বলেছিলেন আত্মহত্যা ৷ কারও দাবি ছিল যে খুন৷ প্রশ্নের মুখে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) ৷ প্রথমে মুম্বই (Mumbai) পুলিশ তদন্ত শুরু করে ৷ পরে তা সিবিআইয়ের (CBI) কাছে হস্তান্তরিত হয় ৷ পরে ঘটনাটি আত্মহত্যা বলেই প্রতিষ্ঠা পায় ৷ এবার কুপার হাসপাতালের এই কর্মীর দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এখন দেখার এই নিয়ে সিবিআই বা মহারাষ্ট্র (Maharashtra) সরকার নতুন কোনও পদক্ষেপ করে কি না !

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

Last Updated : Dec 26, 2022, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.